‘এমন ফোর টোয়েন্টি সরকার জীবনে দেখিনি’
‘এই রকম ফোর টোয়েন্টি সরকার জীবনে দেখিনি। যখন ক্লাস ওয়ানের প্রশ্নপত্র ফাঁস হয়, তখন প্রধানমন্ত্রী বলেছিলেন, এ রকম প্রশ্নপত্র ফাঁস তো বহু আগে থেকেই হচ্ছে। কত নির্বিকার। চট্টগ্রামে টিসিবির ট্রাকের পেছনে নারী-পুরুষ দৌড়াচ্ছে। এই সরকারের বিরুদ্ধে পেশাজীবীরা একা কিছু করতে পারবে না।’ শনিবার নাগরিক ঐক্যের সভা