নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশে সব সম্প্রদায়ের স্বাধীনভাবে ধর্ম পালন এবং মত প্রকাশের জন্য ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানিয়েছেন মানবাধিকারকর্মী ও বিভিন্ন সম্প্রদায়ের নেতারা।
আজ বৃহস্পতিবার জাতীয় মানবাধিকার দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে ‘ধর্মীয় স্বাধীনতা এবং মানবাধিকার’ শীর্ষক এক সম্মেলনে তাঁরা এ দাবি জানান। সম্মেলনে বক্তারা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের জন্য অনেকেই তাঁর নিজের ধর্মীয় চিন্তা ও ধর্মীয় মতাদর্শ প্রকাশ করতে পারছেন না। কিছু বললেই মামলা করা হবে বলে এক ধরনের শঙ্কা কাজ করছে। সাম্প্রদায়িক গোষ্ঠী এর সুযোগ নিচ্ছে।
মানবাধিকারকর্মী ও সাংবাদিক সেলিম সামাদ বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে মানুষের মানবাধিকার হরণ করা হয়েছে এবং গণতন্ত্রের ওপর কুড়াল মারা হয়েছে। গত অক্টোবরে ডিজিটাল নিরাপত্তা আইনের তিন বছর পূর্তি হয়েছে। এই সময়ের মধ্যে ১ হাজার ৫১৬টি মামলা হয়েছে। এর মধ্যে ১৪৫ জন সাংবাদিক গ্রেপ্তার এবং তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে। বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রাথমিক স্কুলের ৩৫ জন শিক্ষক এ আইনে জেলে গেছেন। প্রাথমিক স্কুলের ছাত্রীসহ ৭০ জন শিক্ষার্থী জেলে গেছে।’
সেলিম সামাদ বলেন, ‘গণতন্ত্রের জন্য ডিজিটাল নিরাপত্তা আইন একটা বড় ধরনের বাধা। এটা যতক্ষণ না বাতিল হবে, ততক্ষণ পর্যন্ত গণতন্ত্র রক্ষা করা যাবে না। কারণ, আপনি যখন কোনো ঘটনায় প্রতিবাদ করবেন, আপনার বিরুদ্ধে এই আইনে মামলা হবে। এই মামলা থেকে রক্ষা পাওয়ার জন্য সবাই কিন্তু দুই ধাপ পিছিয়ে যাচ্ছে। কাজেই এ আইন পরিবর্তন নয়, বরং বাতিল চাই।’
আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের জনসংযোগ পরিচালক ও মজলিশ আনসারুল্লাহ বাংলাদেশের সভাপতি আহমদ তবশির চৌধুরী বলেন, ‘আমরা সবাই একসঙ্গে অসাম্প্রদায়িক দেশ প্রতিষ্ঠায় কাজ করতে হবে। দিন দিন এটা কঠিন হয়ে যাচ্ছে।’
সম্মেলনে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করেন। এ সময় তাঁরা ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সংঘটিত প্রতিটি নিপীড়নের বিচার নিশ্চিতে যুগোপযোগী আইন প্রণয়নসহ সাংবিধানিক আদালত প্রতিষ্ঠা, এযাবৎ সংঘটিত প্রতিটি ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশ এবং সনাতন ধর্মাবলম্বী, তথা সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধ সামাজিক ও মনস্তাত্ত্বিক কাঠামো তৈরির রাজনৈতিক ও সামাজিক প্রক্রিয়া বন্ধ করাসহ পাঁচ দফা দাবি জানান।
দেশে সব সম্প্রদায়ের স্বাধীনভাবে ধর্ম পালন এবং মত প্রকাশের জন্য ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানিয়েছেন মানবাধিকারকর্মী ও বিভিন্ন সম্প্রদায়ের নেতারা।
আজ বৃহস্পতিবার জাতীয় মানবাধিকার দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে ‘ধর্মীয় স্বাধীনতা এবং মানবাধিকার’ শীর্ষক এক সম্মেলনে তাঁরা এ দাবি জানান। সম্মেলনে বক্তারা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের জন্য অনেকেই তাঁর নিজের ধর্মীয় চিন্তা ও ধর্মীয় মতাদর্শ প্রকাশ করতে পারছেন না। কিছু বললেই মামলা করা হবে বলে এক ধরনের শঙ্কা কাজ করছে। সাম্প্রদায়িক গোষ্ঠী এর সুযোগ নিচ্ছে।
মানবাধিকারকর্মী ও সাংবাদিক সেলিম সামাদ বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে মানুষের মানবাধিকার হরণ করা হয়েছে এবং গণতন্ত্রের ওপর কুড়াল মারা হয়েছে। গত অক্টোবরে ডিজিটাল নিরাপত্তা আইনের তিন বছর পূর্তি হয়েছে। এই সময়ের মধ্যে ১ হাজার ৫১৬টি মামলা হয়েছে। এর মধ্যে ১৪৫ জন সাংবাদিক গ্রেপ্তার এবং তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে। বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রাথমিক স্কুলের ৩৫ জন শিক্ষক এ আইনে জেলে গেছেন। প্রাথমিক স্কুলের ছাত্রীসহ ৭০ জন শিক্ষার্থী জেলে গেছে।’
সেলিম সামাদ বলেন, ‘গণতন্ত্রের জন্য ডিজিটাল নিরাপত্তা আইন একটা বড় ধরনের বাধা। এটা যতক্ষণ না বাতিল হবে, ততক্ষণ পর্যন্ত গণতন্ত্র রক্ষা করা যাবে না। কারণ, আপনি যখন কোনো ঘটনায় প্রতিবাদ করবেন, আপনার বিরুদ্ধে এই আইনে মামলা হবে। এই মামলা থেকে রক্ষা পাওয়ার জন্য সবাই কিন্তু দুই ধাপ পিছিয়ে যাচ্ছে। কাজেই এ আইন পরিবর্তন নয়, বরং বাতিল চাই।’
আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের জনসংযোগ পরিচালক ও মজলিশ আনসারুল্লাহ বাংলাদেশের সভাপতি আহমদ তবশির চৌধুরী বলেন, ‘আমরা সবাই একসঙ্গে অসাম্প্রদায়িক দেশ প্রতিষ্ঠায় কাজ করতে হবে। দিন দিন এটা কঠিন হয়ে যাচ্ছে।’
সম্মেলনে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করেন। এ সময় তাঁরা ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সংঘটিত প্রতিটি নিপীড়নের বিচার নিশ্চিতে যুগোপযোগী আইন প্রণয়নসহ সাংবিধানিক আদালত প্রতিষ্ঠা, এযাবৎ সংঘটিত প্রতিটি ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশ এবং সনাতন ধর্মাবলম্বী, তথা সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধ সামাজিক ও মনস্তাত্ত্বিক কাঠামো তৈরির রাজনৈতিক ও সামাজিক প্রক্রিয়া বন্ধ করাসহ পাঁচ দফা দাবি জানান।
গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে গতকাল বুধবার হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে পুলিশ মহাপরিদর্শক গতকাল গণমাধ্যমকে জানান, গোপালগঞ্জের ঘটনায় প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেনি পুলিশ। অথচ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওচিত্রে আগ্নেয়াস্ত্র ব্যবহার ও গুলির শব্দ শোনা গেছে। বেসরকারি সংস্থা আইন
২ ঘণ্টা আগেসাময়িক বরখাস্তের পর রাষ্ট্রের গোপনীয় নথি ফাঁস করার অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দ্বিতীয় সচিব (কাস্টমস পলিসি) মুকিতুল হাসানের বিরুদ্ধে এবার মামলা করা হয়েছে। গতকাল বুধবার আরেক দ্বিতীয় সচিব (বোর্ড প্রশাসন-৪) বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় এই মামলা করেন।
২ ঘণ্টা আগেঢাকা টু বুড়িমারী ট্রেন চলাচলে পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এ-সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মো. হামিদুর রহমানের বেঞ্চ এই রুল জারি করেন। আগামী তিন সপ্তাহের মধ্যে রেলপথ মন্ত্রণালয়ের সচিব, রেলওয়ের মহাপরিচালকসহ...
৩ ঘণ্টা আগেগণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের আমলে নিবন্ধন পাওয়া ৯৬টি দেশি পর্যবেক্ষক সংস্থার সবগুলোর নিবন্ধন বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম এ তথ্য জানিয়েছেন।
৩ ঘণ্টা আগে