Ajker Patrika

কাফনের কাপড় পরে গণ অনশনে রিং আইডির গ্রাহকেরা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ১৮: ১১
Thumbnail image

টাকা ফেরতসহ ছয় দাবিতে কাফনের কাপড় পরে প্রতীকী গণ অনশনে বসেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম রিং আইডির গ্রাহকেরা। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে অনশনে বসেন তাঁরা। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা গ্রাহকেরা বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সেখানেই ছিলেন। রিং আইডি এজেন্ট ও ইউজার ফোরাম এ প্রতীকী অনশনের আয়োজন করে। 

ফোরামের সমন্বয়ক আহসান হাবিব আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত প্রতিদিনই প্রতীকী অনশন চলবে।’ 

অনশনে বসা সাভারের টেলিকম ব্যবসায়ী মাহবুব রহমান বলেন, ‘আমরা আমাদের টাকা ফেরত চাই। রিং আইডিতে ২ লাখ ২০ হাজার টাকা বিনিয়োগ করেছি। সেই টাকা ফেরত পেতে কোনো উপায় না পেয়েই অনশনে বসেছি।’ 

কায়েস খান নামের এক ভুক্তভোগী বলেন, টাকা ও আইডি ফিরিয়ে না দিলে আমাদের হাতে বিষ তুলে দিন। নয় লাখ টাকা বিনিয়োগ করে আজ পথে বসেছি। 

রিং আইডি ইউজার ও এজেন্ট ফোরামের সমন্বয়ক আহসান হাবিব দাবি করেন, তারা ঠিকমতোই টাকা পাচ্ছিলেন। কিন্তু দুটি মামলার কারণে বাংলাদেশ ব্যাংকের নির্দেশে অ্যাকাউন্টগুলো বন্ধ করে দেওয়া হয়। এরপরই টাকা দেওয়া বন্ধ হয়ে যায় ৷ 

অনশনে অংশ নেওয়া গ্রাহক ও এজেন্টরা জানান, রিং আইডির বিরুদ্ধে করা মামলা তদন্ত করে কোনো দুর্নীতি পাওয়া যায়নি। তবুও তাদের অ্যাকাউন্টগুলো বন্ধ রাখা হয়েছে। ঋণ করে বিনিয়োগ করে সবকিছুই হারাতে বসেছেন তারা। এ জন্য টাকা ফেরত পেতে সরকারের হস্তক্ষেপ চান গ্রাহকেরা। 

উল্লেখ্য, কানাডা প্রবাসী শফিক ইসলাম ও তাঁর স্ত্রী আইরিন ইসলামের যৌথ উদ্যোগে ২০১৫ সালে রিং আইডির যাত্রা শুরু হয়। সামাজিক মাধ্যমে আইডি খোলার নাম করে এবং আয়ের নানা প্রলোভন দেখিয়ে গ্রাহকের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। দুই লাখের বেশি গ্রাহক রিং আইডিতে বিনিয়োগ করেছেন বলে জানা যায়। 

গত ৩০ সেপ্টেম্বর রিং আইডির পরিচালক সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এরপর থেকেই টাকা ফিরিয়ে দেওয়ার দাবিতে নানা কর্মসূচি পালন করে আসছে প্রতিষ্ঠানটির গ্রাহকেরা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত