Ajker Patrika

১০ দফা দাবিতে সিএনজিচালিত অটোরিকশা চালকদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
১০ দফা দাবিতে সিএনজিচালিত অটোরিকশা চালকদের মানববন্ধন

অবিলম্বে সিএনজিচালিত অটোরিকশার নিবন্ধন প্রদান, দৈনিক জমা কমানোসহ ১০ দফা দাবিতে আজ শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ সিএনজি অটোরিকশা চালক সংগ্রাম পরিষদ। 

মানববন্ধনে বক্তারা বলেন, বিআরটিএ নিবন্ধনের জন্য ট্রেজারি চালানের মাধ্যমে ফি নিয়ে নিবন্ধনের আবেদনপত্র গ্রহণ করছে। কিন্তু নিবন্ধন হচ্ছে না। ফলে সিএনজিচালিত অটোরিকশা চালকেরা প্রতিনিয়ত অবহেলিত, প্রতারিত ও বঞ্চিত হচ্ছেন। 

মানববন্ধন থেকে অবিলম্বে সিএনজিচালিত অটোরিকশার নিবন্ধন প্রদান, দৈনিক জমা ৯০০ টাকার বদলে ঢাকায় ৫০০ টাকা ও অন্যান্য জেলায় ৩০০ টাকা, ইয়েস পার্কিং না দেওয়া পর্যন্ত নো পার্কিং ও মিটার মামলা না দেওয়া, মালিক কর্তৃক নিয়োগপত্র এবং গাড়ির লাইসেন্স নবায়ন, মহাসড়কে সিএনজির জন্য পৃথক লেন তৈরি, সেতুগুলোতে সিএনজি অটোরিকশার ক্ষেত্রে ৫০ শতাংশ টোল কর্তনের দাবি জানানো হয়। 

সংগঠনটির আহ্বায়ক শেখ হানিফ বলেন, ‘দীর্ঘদিন ধরে কাজ করেও সন্তানদের ঠিকমতো পড়াশোনা করাইতে পারি না। পরিবারের কেউ অসুস্থ হইলে চিকিৎসা ব্যবস্থা করতে পারি না। তার উপরে মালিক ও চাঁদাবাজ দালালদের অত্যাচার সহ্য করতে হয়। এখন তার মাত্রা ছাড়ায়া গেছে। প্রতিদিন প্রায় ১৬০০ টাকা ঋণের বোঝা নিয়ে যাত্রা করি।’ তিনি বলেন, ২০ টাকা বেশি আবদার করলেও কিছু অসাধু ট্রাফিক পুলিশ যাত্রী ও মালামাল চেক না করে যাত্রীকে জেরা করে সত্যি বের করে ৭০০ থেকে ২৫০০ টাকার মামলা দেয়। মামলা দিলেই কমিশন। বিআরটিএ ৯০০ টাকা জমা নির্ধারণ করে দিয়েছে। কিন্তু এই জমা কেউ নেয় না। তার ওপর গ্যারেজের ভাড়াও চালককে দিতে হয়। এসব কর্মকাণ্ড দেখার কেউ নেই। 

সিএনজি চালক আমিনুল ইসলাম বলেন, আজ পনেরো বছর হয়ে গেল এখনো অটোরিকশা রেজিস্ট্রেশন পাইনি। যাত্রীরা মনে করে চালকেরা যাত্রীদের ওপর জুলুম করে। কিন্তু চালকেরা যে কি অসহায়, সে কথা কেউ জানতেও চায় না, শুনতেও চায় না। নিয়োগপত্র না থাকায় বছরে তিনবার বেকার হই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত