Ajker Patrika

শরণখোলা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মালেক, সাধারণ সম্পাদক রাকিব

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১৩: ২৭
Thumbnail image

বাগেরহাটের শরণখোলা উপজেলা প্রেসক্লাবে এক বছর মেয়াদি ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার শেরে বাংলা রোডের কার্যালয়ে সভা শেষে এ কমিটি গঠন করা হয়।

জানা যায়, আ. মালেক রেজার সভাপতিত্বে ও মিজানুর রাকিবের সঞ্চালনায় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও নির্বাচন কমিশনার মো. নুরুজ্জামান খান নির্বাচন কার্যক্রম পরিচালনা করেন। পরে সদস্যবৃন্দের সম্মতিক্রমে দৈনিক মানবজমিন ও স্পন্দন পত্রিকার উপজেলা প্রতিনিধি প্রভাষক আব্দুল মালেক রেজাকে সভাপতি, দৈনিক আমাদের সময় ও দৈনিক খুলনা পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. মিজানুর রাকিবকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। 

কমিটির অন্য সদস্যরা হলেন—সহসভাপতি এইচ এম সেলিম (প্রভাতীর খবর), যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ্ (দৈনিক পর্যবেক্ষণ ও একুশে সংবাদ ডট কম), কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন (দৈনিক আমাদের মাতৃভূমি), প্রচার সম্পাদক মো. আবু নাঈম (দৈনিক সময়ের আলো), প্রকাশনা সম্পাদক মাসুদ মীর (ঢাকা প্রতিদিন ও গ্রামের কাগজ), দপ্তর সম্পাদক মো. সুমন হোসেন হাওলাদার (দৈনিক স্বাধীন বাংলা), নির্বাহী সদস্য অ্যাডভোকেট শহিদুল ইসলাম (সম্পাদক সাপ্তাহিক বনাঞ্চল), মো. ইমরান উদ্দিন শুভ (দৈনিক তথ্য) ও মো. শাহীন হাওলাদার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত