শীর্ষে ফিরলো আর্সেনাল
ফুটবল ভক্তদেরই বিশ্বাস হচ্ছে না। অক্টোবর মাসের শেষেও প্রিমিয়ার লিগের শীর্ষে আর্সেনাল এ তথ্যের জন্য কম করে হলেও দশ বছরের পরিসংখ্যান নিয়ে বসতে হবে ভক্তদের। কিন্তু পরিসংখ্যাট ঘাঁটাঘাটি পরে, মিকেল আরতেতার আর্সেনাল তা আবারও করে দেখিয়েছে। তাও আবার যেখানে গুরু পেপ গার্দিওলার ম্যান সিটিই পারছেন না লিগের শীর