ফুটবল ভক্তদেরই বিশ্বাস হচ্ছে না। অক্টোবর মাসের শেষেও প্রিমিয়ার লিগের শীর্ষে আর্সেনাল এ তথ্যের জন্য কম করে হলেও দশ বছরের পরিসংখ্যান নিয়ে বসতে হবে ভক্তদের। কিন্তু পরিসংখ্যাট ঘাঁটাঘাটি পরে, মিকেল আরতেতার আর্সেনাল তা আবারও করে দেখিয়েছে। তাও আবার যেখানে গুরু পেপ গার্দিওলার ম্যান সিটিই পারছেন না লিগের শীর্ষস্থান ধরে রাখতে। অনেকটা অবিশ্বাস্যই লাগে।
আরও অবিশ্বাস্য লাগে যখন জানা যায়, গত ২০২০ সালের নভেম্বর মাসের পর যে খেলোয়াড় গোল করেনি, মাঠে নামার তিন মিনিটের মাথায় সেই রেইস নেলসন একাই করলেন দুই গোল। আর্সেনালের জয় অবশ্য আরও বড়। চলতি মৌসুমের এখন পর্যন্ত সবচেয়ে বড় জয়টাই পেয়েছ গানার্সরা। লিগে নতুন আসা নটিংহ্যাম ফরেস্টকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে তারা।
গোলের শুরুটা অবশ্য করে দিয়ে যান বাকায়েকো সাকা। তার বাড়ানো পাস থেকেই ৫ মিনিটে প্রথম গোল করেন গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। ২৭ মিনিটে চোঁটে পড়ে মাঠ ছাড়েন সাকা। বদলি হিসেবে নেমে দ্বিতীয়ার্ধের ৪৯ থেকে তিন মিনিটেই স্কোরকার্ডে জোড়া গোলের নাম লেখান রেইস নেলসন। শুধু গোল করাই নয়, করিয়েছেনও। ৫৭ মিনিটে দলের চতুর্থ ও থমাস পার্টের গোলটাও নেলসনেরই বাড়ানো বল থেকে করা। ম্যাচের ৭৮ মিনিটে পঞ্চম ও শেষ গোলটি করেন মার্টিন ওডেগার্ড।
লিগের তলানিতে থাকা দলের সাথে শক্তির প্রদর্শণ শেষে একদিনের বিরতিতে আবারও লিগের শীর্ষে ফিরেছে মিকেল আরতেতার দল। দুইয়ে থাকা ম্যান সিটির থেকে ২ পয়েন্ট এগিয়ে গানার্সরা।
ফুটবল ভক্তদেরই বিশ্বাস হচ্ছে না। অক্টোবর মাসের শেষেও প্রিমিয়ার লিগের শীর্ষে আর্সেনাল এ তথ্যের জন্য কম করে হলেও দশ বছরের পরিসংখ্যান নিয়ে বসতে হবে ভক্তদের। কিন্তু পরিসংখ্যাট ঘাঁটাঘাটি পরে, মিকেল আরতেতার আর্সেনাল তা আবারও করে দেখিয়েছে। তাও আবার যেখানে গুরু পেপ গার্দিওলার ম্যান সিটিই পারছেন না লিগের শীর্ষস্থান ধরে রাখতে। অনেকটা অবিশ্বাস্যই লাগে।
আরও অবিশ্বাস্য লাগে যখন জানা যায়, গত ২০২০ সালের নভেম্বর মাসের পর যে খেলোয়াড় গোল করেনি, মাঠে নামার তিন মিনিটের মাথায় সেই রেইস নেলসন একাই করলেন দুই গোল। আর্সেনালের জয় অবশ্য আরও বড়। চলতি মৌসুমের এখন পর্যন্ত সবচেয়ে বড় জয়টাই পেয়েছ গানার্সরা। লিগে নতুন আসা নটিংহ্যাম ফরেস্টকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে তারা।
গোলের শুরুটা অবশ্য করে দিয়ে যান বাকায়েকো সাকা। তার বাড়ানো পাস থেকেই ৫ মিনিটে প্রথম গোল করেন গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। ২৭ মিনিটে চোঁটে পড়ে মাঠ ছাড়েন সাকা। বদলি হিসেবে নেমে দ্বিতীয়ার্ধের ৪৯ থেকে তিন মিনিটেই স্কোরকার্ডে জোড়া গোলের নাম লেখান রেইস নেলসন। শুধু গোল করাই নয়, করিয়েছেনও। ৫৭ মিনিটে দলের চতুর্থ ও থমাস পার্টের গোলটাও নেলসনেরই বাড়ানো বল থেকে করা। ম্যাচের ৭৮ মিনিটে পঞ্চম ও শেষ গোলটি করেন মার্টিন ওডেগার্ড।
লিগের তলানিতে থাকা দলের সাথে শক্তির প্রদর্শণ শেষে একদিনের বিরতিতে আবারও লিগের শীর্ষে ফিরেছে মিকেল আরতেতার দল। দুইয়ে থাকা ম্যান সিটির থেকে ২ পয়েন্ট এগিয়ে গানার্সরা।
প্রথমবারের এশিয়ান কাপ ফুটসাল বাছাইয়ে অংশ নিচ্ছে বাংলাদেশ। যদিও এখনো দল চূড়ান্ত হয়নি। সে লক্ষ্য হ্যান্ডবল স্টেডিয়ামে চলছে ট্রায়াল। ৬৩০ খেলোয়াড়ের মধ্যে প্রাথমিকভাবে ৫৩ জনকে বাছাই করা হয়েছে। যা পরে নামিয়ে আনা হবে ১৪ তে। এর মধ্যে ফুটসালে হেড কোচ নিয়োগ দিয়েছে বাফুফে। দায়িত্ব পেয়েছেন ইরানের সাঈদ খোদারাহমি
১ ঘণ্টা আগেমাঠ হোক বা মাঠের বাইরে—যেকোনো কিছুতেই নেইমারকে নিয়ে এখন চলে কথাবার্তা। আলোচনায় থাকতেই যে তিনি বেশি পছন্দ করেন। এবার তিনি ‘ব্যাটম্যান’ সিনেমার সেই বিখ্যাত ব্যাটমোবাইল গাড়ি কিনেছেন ২৫ কোটি টাকা খরচ করে।
২ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বোলিংয়ে রীতিমতো খাবি খাচ্ছে পাকিস্তান। মিরপুর শেরেবাংলায় তাঁর স্লোয়ার-কাটারে বিভ্রান্ত হচ্ছেন পাকিস্তানি ব্যাটাররা। ছন্দে থাকা বাংলাদেশের এই বাঁহাতি পেসার গড়ে চলেছেন একাধিক রেকর্ড। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কারও পেয়েছেন তিনি হাতেনাতে।
৩ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগেই আন্দ্রে রাসেল জানিয়েছিলেন, সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচই তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে শেষ ম্যাচ। জ্যামাইকায় বাংলাদেশ সময় আজ সকালে তাঁর বিদায়বেলায় গার্ড অব অনার দেন ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা।
৪ ঘণ্টা আগে