Ajker Patrika

৭০০ গোলের যে রেকর্ডে রোনালদোই ‘প্রথম’

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১০ অক্টোবর ২০২২, ১৬: ২৬
Thumbnail image

কয়েকদিন আগেই ক্লাব ক্যারিয়ারের ৭০০ তম গোল করতে পারতেন ক্রিস্টিয়ানো রোনালদো। দেরিতে হলেও রেকর্ড তো রেকর্ডই। গতকাল গুডিসন পার্কে প্রিমিয়ার লিগে এভারটন-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচে ৭০০ তম গোল করলেন রোনালদো। প্রথম ফুটবলার হিসেবে ক্লাব ফুটবলে ৭০০ গোলের রেকর্ড গড়লেন পর্তুগিজ তারকা।

গতকাল এভারটনের বিপক্ষে রোনালদো খেলেছিলেন বদলি খোলোয়াড় হিসেবে। ম্যাচের ২৯ মিনিটে অ্যান্থনি মার্শালের বদলি হিসেবে নামেন রোনালদো। ৪৪ মিনিটে ক্যাসেমিরোর পাস থেকে গোল করেন রোনালদো। তাতেই ইতিহাসের অংশ হয়ে গেলেন পর্তুগিজ এই তারকা। ৭০০ গোল করতে তাঁর লেগেছে ৯৪৩ ম্যাচ। রোনালদোর রেকর্ড গড়ার ম্যাচে এভারটনকে ২-১ গোলে হারিয়েছে ইউনাইটেড।

রোনালদো এই ৭০০ গোল করেছেন চারটি ক্লাবের হয়ে। সবচেয়ে বেশি গোল করেছেন রিয়াল মাদ্রিদের জার্সিতে। লস ব্লাঙ্কোসদের হয়ে ৪৩৮ ম্যাচে করেছেন ৪৫০ গোল। ইউনাইটেডের জার্সিতে ৩৪০ ম্যাচে ১৪৪ গোল করেছেন। জুভেন্টাসের হয়ে ১৩৪ ম্যাচে করেছেন ১০১ গোল। সবচেয়ে কম গোল করেছেন স্পোর্টিং সিপির জার্সিতে। স্বদেশি ক্লাবের হয়ে ৩১ ম্যাচে ৫ গোল করেছেন পর্তুগিজ এই ফরোয়ার্ড।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত