ক্রিড়া ডেস্ক
ইংলিশ প্রিমিয়ার লিগের গত মৌসুমে অ্যানফিল্ডে ২-০ গোলে এগিয়ে থাকার পরও এনক এমওয়েফু ও লিয়ান্দ্রো ট্রোসার্ডের গোলে ব্রাইটনের বিপক্ষে জয়বঞ্চিত হয়েছিল লিভারপুল। ২০২২-২৩ মৌসুমে এসে আবারও দলটির বিপক্ষে জয়হীন থাকল অলরেডরা। দুবারই লিভারপুলের জয়ের পথের বাধা হয়ে দাঁড়ালেন বেলজিয়ান ফরোয়ার্ড ট্রোসার্ড।
এবার অবশ্য ব্রাইটন ড্র করতে পেরেছে ট্রোসার্ডের একক কৃতিত্বে। তাঁর হ্যাটট্রিকে ঘরের মাঠে ম্যাচটি ৩-৩ গোলের ড্রয়ে সন্তুষ্ট থাকতে হলো লিভারপুলকে। সেই সঙ্গে ব্রাইটনের বিপক্ষে অ্যানফিল্ডে টানা তিন মৌসুমে জয়বঞ্চিত থাকল ইউর্গেন ক্লপের দল।। আগের দুই মৌসুমে যথাক্রমে ২-২ ও ১-১ গোলে ড্র হয়েছিল।
চলতি মৌসুমে এ নিয়ে সাত ম্যাচে চারবার ড্রয়ের চিত্র দেখল লিভারপুল। প্রতিপক্ষের মাঠে ইংলিশ ফরোয়ার্ড ড্যানি ওয়েলবেকের পাস থেকে ৪ মিনিটেই ট্রোসার্ড ব্রাইটনকে এগিয়ে দেন। ১৭ মিনিটে মিডফিল্ডার সলি মার্চ থেকে বল পেয়ে আবারও লক্ষ্যভেদ করেন তিনি। গোল শোধে মরিয়া লিভারপুলকে প্রথম সাফল্য এনে দেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার রবার্তো ফিরমিনো। ৩৩ মিনিটে মোহামেদ সালাহর পাস থেকে গোল করেন তিনি।
বিরতির আগে কোনো দল আর জালের দেখা পায়নি। তবে বিরতি থেকে ফিরে ফের গোল করে স্বাগতিকদের ম্যাচে ফেরান ফিরমিনো। ৬৩ মিনিটে নিজেদের জালে বল ঢুকিয়ে ব্রাইটনকে ৩-২ গোলে পিছিয়ে দেন ডিফেন্ডার ওয়েবস্টার।
এই গোলে জয়ের স্বপ্নও হয়তো দেখতে শুরু করেছিলের ক্লপের শিষ্যরা। কিন্তু ৮৩ মিনিটে সেই স্বপ্নে জল ঢেলে দেন ট্রোসার্ড।
সাত ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে বর্তমান লিগ রানার-আপদের অবস্থান টেবিলের ৯ নম্বরে সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ৪ নম্বরে ব্রাইটন।
এদিকে লিগের আরেক ম্যাচে চেলসি ২-১ গোলে ক্রিস্টাল প্যালেসকে এবং ফুলহ্যামকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে নিউক্যাসেল ইউনাইটেড।
ইংলিশ প্রিমিয়ার লিগের গত মৌসুমে অ্যানফিল্ডে ২-০ গোলে এগিয়ে থাকার পরও এনক এমওয়েফু ও লিয়ান্দ্রো ট্রোসার্ডের গোলে ব্রাইটনের বিপক্ষে জয়বঞ্চিত হয়েছিল লিভারপুল। ২০২২-২৩ মৌসুমে এসে আবারও দলটির বিপক্ষে জয়হীন থাকল অলরেডরা। দুবারই লিভারপুলের জয়ের পথের বাধা হয়ে দাঁড়ালেন বেলজিয়ান ফরোয়ার্ড ট্রোসার্ড।
এবার অবশ্য ব্রাইটন ড্র করতে পেরেছে ট্রোসার্ডের একক কৃতিত্বে। তাঁর হ্যাটট্রিকে ঘরের মাঠে ম্যাচটি ৩-৩ গোলের ড্রয়ে সন্তুষ্ট থাকতে হলো লিভারপুলকে। সেই সঙ্গে ব্রাইটনের বিপক্ষে অ্যানফিল্ডে টানা তিন মৌসুমে জয়বঞ্চিত থাকল ইউর্গেন ক্লপের দল।। আগের দুই মৌসুমে যথাক্রমে ২-২ ও ১-১ গোলে ড্র হয়েছিল।
চলতি মৌসুমে এ নিয়ে সাত ম্যাচে চারবার ড্রয়ের চিত্র দেখল লিভারপুল। প্রতিপক্ষের মাঠে ইংলিশ ফরোয়ার্ড ড্যানি ওয়েলবেকের পাস থেকে ৪ মিনিটেই ট্রোসার্ড ব্রাইটনকে এগিয়ে দেন। ১৭ মিনিটে মিডফিল্ডার সলি মার্চ থেকে বল পেয়ে আবারও লক্ষ্যভেদ করেন তিনি। গোল শোধে মরিয়া লিভারপুলকে প্রথম সাফল্য এনে দেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার রবার্তো ফিরমিনো। ৩৩ মিনিটে মোহামেদ সালাহর পাস থেকে গোল করেন তিনি।
বিরতির আগে কোনো দল আর জালের দেখা পায়নি। তবে বিরতি থেকে ফিরে ফের গোল করে স্বাগতিকদের ম্যাচে ফেরান ফিরমিনো। ৬৩ মিনিটে নিজেদের জালে বল ঢুকিয়ে ব্রাইটনকে ৩-২ গোলে পিছিয়ে দেন ডিফেন্ডার ওয়েবস্টার।
এই গোলে জয়ের স্বপ্নও হয়তো দেখতে শুরু করেছিলের ক্লপের শিষ্যরা। কিন্তু ৮৩ মিনিটে সেই স্বপ্নে জল ঢেলে দেন ট্রোসার্ড।
সাত ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে বর্তমান লিগ রানার-আপদের অবস্থান টেবিলের ৯ নম্বরে সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ৪ নম্বরে ব্রাইটন।
এদিকে লিগের আরেক ম্যাচে চেলসি ২-১ গোলে ক্রিস্টাল প্যালেসকে এবং ফুলহ্যামকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে নিউক্যাসেল ইউনাইটেড।
ছাড়াছাড়ি হয়ে গেল ক্রীড়াঙ্গনের তারকা দম্পতি বাস্তিয়ান শোয়েনস্টেইগার ও আনা ইভানোভিচের। মত পার্থক্যের কারণে ভেঙে গেছে সাবেক ফুটবল ও টেনিস তারকার ৯ বছরের সংসার।
৩ মিনিট আগেপ্রথমবারের এশিয়ান কাপ ফুটসাল বাছাইয়ে অংশ নিচ্ছে বাংলাদেশ। যদিও এখনো দল চূড়ান্ত হয়নি। সে লক্ষ্য হ্যান্ডবল স্টেডিয়ামে চলছে ট্রায়াল। ৬৩০ খেলোয়াড়ের মধ্যে প্রাথমিকভাবে ৫৩ জনকে বাছাই করা হয়েছে। যা পরে নামিয়ে আনা হবে ১৪ তে। এর মধ্যে ফুটসালে হেড কোচ নিয়োগ দিয়েছে বাফুফে। দায়িত্ব পেয়েছেন ইরানের সাঈদ খোদারাহমি
১ ঘণ্টা আগেমাঠ হোক বা মাঠের বাইরে—যেকোনো কিছুতেই নেইমারকে নিয়ে এখন চলে কথাবার্তা। আলোচনায় থাকতেই যে তিনি বেশি পছন্দ করেন। এবার তিনি ‘ব্যাটম্যান’ সিনেমার সেই বিখ্যাত ব্যাটমোবাইল গাড়ি কিনেছেন ২৫ কোটি টাকা খরচ করে।
২ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বোলিংয়ে রীতিমতো খাবি খাচ্ছে পাকিস্তান। মিরপুর শেরেবাংলায় তাঁর স্লোয়ার-কাটারে বিভ্রান্ত হচ্ছেন পাকিস্তানি ব্যাটাররা। ছন্দে থাকা বাংলাদেশের এই বাঁহাতি পেসার গড়ে চলেছেন একাধিক রেকর্ড। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কারও পেয়েছেন তিনি হাতেনাতে।
৩ ঘণ্টা আগে