প্রত্যাবর্তনের ম্যাচে ইউনাইটেডের জয়, আর্সেনালের ড্র
দর্শকেরা নড়চড়ে বসার আগেই গোল, লন্ডন থেকে ম্যানচেস্টার—আজ রাতে এই দৃশ্য ছিল একই সময়ে শুরু হওয়া ইংলিশ প্রিমিয়ার লিগের দুই ম্যাচে। এমিরটসে ম্যাচের প্রথম মিনিটে আর্সেনালের জালে বল পাঠিয়েছিল ফুলহাম আর ওল্ড ট্রাফোর্ডে নটিংহ্যাম ফরেস্ট দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে।