Ajker Patrika

প্রত্যাবর্তনের ম্যাচে ইউনাইটেডের জয়, আর্সেনালের ড্র

আপডেট : ২৬ আগস্ট ২০২৩, ২২: ৩২
প্রত্যাবর্তনের ম্যাচে ইউনাইটেডের জয়, আর্সেনালের ড্র

দর্শকেরা নড়চড়ে বসার আগেই গোল, লন্ডন থেকে ম্যানচেস্টার—আজ রাতে এই দৃশ্য ছিল একই সময়ে শুরু হওয়া ইংলিশ প্রিমিয়ার লিগের দুই ম্যাচে। এমিরটসে ম্যাচের প্রথম মিনিটে আর্সেনালের জালে বল পাঠিয়েছিল ফুলহাম আর ওল্ড ট্রাফোর্ডে নটিংহ্যাম ফরেস্ট দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে। 

চতুর্থ মিনিটে ফরেস্টের ব্যবধানটা দাঁড়ায় ২-০। তবে শুরুতে গোল হজম করলেও চমৎকার প্রত্যাবর্তনের গল্প লিখেছে দুই ইংলিশ জায়ান্ট। তবে ইউনাইটেড জিতলেও পয়েন্ট ভাগাভাগি করেছে গানাররা। আর্সেনাল নিজেদের মাঠে ২-২ গোলে ড্র করেছে ফুলহামের সঙ্গে। আর ইউনাইটেড ৩-২ গোলে ফরেস্টকে। 

দুই ম্যাচেই দ্বিতীয়ার্ধে লাল কার্ড দেখেন ফুলহাম ও ফরেস্টের দুই খেলোয়াড়। ৬৭ মিনিটে জো ওয়ারেলকে হারায় ফরেস্ট। তার আগেই সমতায় ফেরে রেড ডেভিলরা। ১৭ মিনিটে একটি গোল শোধ দেন ক্রিশ্চিয়ান এরিকসেন। ৫২ মিনিটে ব্যবধানটা ২-২ করেন কাসেমিরো। ৭৬ মিনিটে পেনাল্টি থেকে ইউনাইটেডের জয়সূচক গোলটি করেন ব্রুনো ফার্নান্দেজ। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখে জয় তুলে নেয় এরিক টেন হাগের দল। 

জটলার ভেতরে ব্যাক ভলির চেষ্টা মার্তিনেল্লিরতবে জয় হাতছাড়া হয়েছে আর্সেনালের। ৭০ মিনিটে পেনাল্টি থেকে গোল শোধ দেন বুকায়ো সাকা। দুই মিনিট পর তাদের ব্যবধান দ্বিগুণ করেন এডি এনকেটিয়া। তবে ৮৭ মিনিটে ফুলহামকে সমতায় ফেরান হোয়াও পালহিনহা। তার চার মিনিট আগে ১০ জনের দল হয়ে পড়েছিল তারা। তবে অতিরিক্ত ১৭ মিনিট খেলা হলও এগিয়ে যেতে পারেনি গানাররা। 

টানা দুই জয়ের পর ড্র করা আর্সেনাল চলতি মৌসুমে তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। এক ম্যাচ পর জয়ে ফেরা ইউনাইটেড ৬ পয়েন্ট নিয়ে পাঁচে। শীর্ষে থাকা টটেনহাম আজ ২-০ গোলের জয় পেয়েছে বোর্নমাউথের মাঠে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত