ক্রীড়া ডেস্ক
ইতিহাস গড়ার হাতছানি ছিল হুলিয়ান আলভারেজ, লাওতারো মার্তিনেজ দুজনের সামনেই। ইস্তাম্বুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে গতকাল জয়ী হয়েছেন আলভারেজ। চ্যাম্পিয়নস লিগ ফাইনাল শেষে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে নিজের নাম লেখালেন আর্জেন্টাইন এই স্ট্রাইকার।
ইন্টার মিলানকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জেতে ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগ, এফএ কাপ, চ্যাম্পিয়নস লিগ জিতে ইউরোপিয়ান ফুটবলে অষ্টম দল হিসেবে ট্রেবল জয়ের রেকর্ড গড়েছে সিটি। সব মিলিয়ে এটা (ট্রেবল জয়) ঘটল দশমবারের মতো। ম্যান সিটির এই ট্রেবল জয়ের সদস্য আলভারেজ গড়েছেন অনন্য এক ইতিহাস। বিশ্বকাপ, চ্যাম্পিয়নস লিগ, ঘরোয়া লিগ, ঘরোয়া কাপ—প্রথম ফুটবলার হিসেবে এক মৌসুমে কোয়াড্রুপল জিতলেন আর্জেন্টাইন এই স্ট্রাইকার। আর্জেন্টিনার জার্সিতে গত বছরের ১৮ ডিসেম্বর বিশ্বকাপ জেতেন আলভারেজ, যা ছিল আকাশি-নীলদের ৩৬ বছর পর বিশ্বকাপ জয়। চলতি মৌসুমে আর্জেন্টিনার ক্লাব রিভারপ্লেট থেকে ম্যান সিটিতে আসেন আলভারেজ।
দশম ফুটবলার হিসেবে এক মৌসুমে বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস লিগ জয়ের রেকর্ড গড়লেন আলভারেজ, যার মধ্যে ১৯৭৪ সালেই এই কীর্তি গড়েন জার্মানির ৬ ফুটবলার। ১৯৭৪ বিশ্বকাপে নেদারল্যান্ডসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল জার্মানি। একই মৌসুমে বায়ার্ন মিউনিখের জার্সিতে তাঁরা জেতেন চ্যাম্পিয়নস লিগ। এরপর ১৯৯৮, ২০০২, ২০১৮, ২০২২—প্রতিবার একজন করে ফুটবলার নাম লিখিয়েছেন এই এলিট ক্লাবে।
এক মৌসুমে বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস লিগ জয়ী ফুটবলার:
১৯৭৪: সেপ মায়ার, পল ব্রেইটনার, হ্যান্স জর্জ সোয়ার্জেনবার্গ, ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, জার্ড মুলার, উলি হোনেস (পশ্চিম জার্মানি ও বায়ার্ন মিউনিখ)
১৯৯৮: ক্রিস্টিয়ান কারেম্বু (ফ্রান্স ও রিয়াল মাদ্রিদ)
২০০২: রবার্তো কার্লোস (ব্রাজিল ও রিয়াল মাদ্রিদ)
২০১৮: রাফায়েল ভারানে (ফ্রান্স ও রিয়াল মাদ্রিদ)
২০২২: হুলিয়ান আলভারেজ (আর্জেন্টিনা ও ম্যানচেস্টার সিটি)
ইতিহাস গড়ার হাতছানি ছিল হুলিয়ান আলভারেজ, লাওতারো মার্তিনেজ দুজনের সামনেই। ইস্তাম্বুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে গতকাল জয়ী হয়েছেন আলভারেজ। চ্যাম্পিয়নস লিগ ফাইনাল শেষে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে নিজের নাম লেখালেন আর্জেন্টাইন এই স্ট্রাইকার।
ইন্টার মিলানকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জেতে ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগ, এফএ কাপ, চ্যাম্পিয়নস লিগ জিতে ইউরোপিয়ান ফুটবলে অষ্টম দল হিসেবে ট্রেবল জয়ের রেকর্ড গড়েছে সিটি। সব মিলিয়ে এটা (ট্রেবল জয়) ঘটল দশমবারের মতো। ম্যান সিটির এই ট্রেবল জয়ের সদস্য আলভারেজ গড়েছেন অনন্য এক ইতিহাস। বিশ্বকাপ, চ্যাম্পিয়নস লিগ, ঘরোয়া লিগ, ঘরোয়া কাপ—প্রথম ফুটবলার হিসেবে এক মৌসুমে কোয়াড্রুপল জিতলেন আর্জেন্টাইন এই স্ট্রাইকার। আর্জেন্টিনার জার্সিতে গত বছরের ১৮ ডিসেম্বর বিশ্বকাপ জেতেন আলভারেজ, যা ছিল আকাশি-নীলদের ৩৬ বছর পর বিশ্বকাপ জয়। চলতি মৌসুমে আর্জেন্টিনার ক্লাব রিভারপ্লেট থেকে ম্যান সিটিতে আসেন আলভারেজ।
দশম ফুটবলার হিসেবে এক মৌসুমে বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস লিগ জয়ের রেকর্ড গড়লেন আলভারেজ, যার মধ্যে ১৯৭৪ সালেই এই কীর্তি গড়েন জার্মানির ৬ ফুটবলার। ১৯৭৪ বিশ্বকাপে নেদারল্যান্ডসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল জার্মানি। একই মৌসুমে বায়ার্ন মিউনিখের জার্সিতে তাঁরা জেতেন চ্যাম্পিয়নস লিগ। এরপর ১৯৯৮, ২০০২, ২০১৮, ২০২২—প্রতিবার একজন করে ফুটবলার নাম লিখিয়েছেন এই এলিট ক্লাবে।
এক মৌসুমে বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস লিগ জয়ী ফুটবলার:
১৯৭৪: সেপ মায়ার, পল ব্রেইটনার, হ্যান্স জর্জ সোয়ার্জেনবার্গ, ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, জার্ড মুলার, উলি হোনেস (পশ্চিম জার্মানি ও বায়ার্ন মিউনিখ)
১৯৯৮: ক্রিস্টিয়ান কারেম্বু (ফ্রান্স ও রিয়াল মাদ্রিদ)
২০০২: রবার্তো কার্লোস (ব্রাজিল ও রিয়াল মাদ্রিদ)
২০১৮: রাফায়েল ভারানে (ফ্রান্স ও রিয়াল মাদ্রিদ)
২০২২: হুলিয়ান আলভারেজ (আর্জেন্টিনা ও ম্যানচেস্টার সিটি)
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১৩ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৭ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৮ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৯ ঘণ্টা আগে