Ajker Patrika

কোটি টাকার জরিমানা কোথায় যায়, প্রশ্ন ক্লপের 

আপডেট : ২০ মে ২০২৩, ১১: ৫৮
কোটি টাকার জরিমানা কোথায় যায়, প্রশ্ন ক্লপের 

ইয়ুর্গেন ক্লপের কাছে এর চেয়ে দুর্ভাগ্যের আর কি-ইবা হতে পারে। ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের মহাগুরুত্ব দুই ম্যাচে থাকতে পারছেন না। কারণ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) থেকে পেয়েছেন নিষেধাজ্ঞা। পাশাপাশি করা হয়েছে কোটি টাকার জরিমানা। লিভারপুল কোচের প্রশ্ন, এই জরিমানার টাকা কোথায় যায়?

গত এপ্রিলের শেষ দিকে অ্যানফিল্ডে টটেনহামের বিপক্ষে ৪-৩ গোলের রোমাঞ্চকর জয় পায় লিভারপুল। সেই ম্যাচের রেফারি পল টিয়ার্নির সমালোচনা করেন ক্লপ। এক মাস আগের এ ঘটনার শাস্তি হিসেবে দুই ম্যাচের নিষেধাজ্ঞা লিভারপুল কোচ পেলেন গত বৃহস্পতিবার। একই সঙ্গে করা হয়েছে ৭৫ হাজার পাউন্ড জরিমানা, বাংলাদেশি মুদ্রায় যা ১ কোটি ১৯ হাজার টাকা। অলরেড কোচ বলেন, ‘শাস্তি আমি আশা করেছিলাম। টাকাটা (জরিমানার) কোথায় যায়, তা জানতে চাই। যদি ভালো কাজে লাগে, তাহলে খুশি হয়েই দেব। কিন্তু যদি এফএ টাকাটা রেখে দেয়, তাহলে তো আমাদের কথা বলতে হবে।’

এবারের মৌসুমে ৩৬ ম্যাচ খেলে ফেলেছে লিভারপুল। ৬৫ পয়েন্ট নিয়ে পাঁচে আছে অলরেডরা। অ্যানফিল্ডে আজ অ্যাস্টন ভিলার বিপক্ষে খেলবে অলরেডরা। ২৮ মে সেন্ট ম্যারিস স্টেডিয়ামে সাউদাম্পটনের বিপক্ষে খেলবে লিভারপুল। চারে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ৬৬। ইউনাইটেডের ম্যাচ বাকি বোর্নমাউথ, চেলসি ও ফুলহামের বিপক্ষে। তিনে থাকা নিউক্যাসলের পয়েন্ট ৬৯। নিউক্যাসলের ম্যাচ বাকি লেস্টার সিটি ও চেলসির বিপক্ষে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জামায়াতের সমাবেশের জন্য বিশেষ ট্রেন, যে ব্যাখ্যা দিল রেল মন্ত্রণালয়

আবাসিক হোটেলে অভিযানে গিয়ে অবরুদ্ধ ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা, সেনাবাহিনীর হস্তক্ষেপে উদ্ধার

কোটালীপাড়ায় আওয়ামী লীগের দেড় হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১২

শর্তের জালে মার্কিন চাপ

ঢাকায় সমাবেশের জন্য ৩ জোড়া ট্রেন ভাড়া করেছে জামায়াত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত