ম্যানচেস্টার ডার্বি নিয়ে দর্শকদের যতটা আশা ছিল, মাঠের পারফরম্যান্সে তেমনটা দেখা যায়নি। ওল্ড ট্রাফোর্ডে গত রাতে ম্যানচেস্টার ইউনাইটেড-ম্যানচেস্টার সিটি ম্যাচ হয়েছে গোলশূন্য ড্র। ম্যাচে ফল না এলেও ইউনাইটেডের ভক্ত-সমর্থকদের কাণ্ডকীর্তি দেখে নিন্দা জানিয়েছেন সিটি কোচ পেপ গার্দিওলা।
সর্বনাশটা যা হবার, সেটা আগেই হয়েছে ম্যানচেস্টার সিটির। ইতিহাদে চ্যাম্পিয়নস লিগের প্লে-অফের প্রথম লেগে এগিয়ে থেকেও সিটি ৩-২ গোলে হেরেছিল রিয়ালের বিপক্ষে। শেষ ষোলোতে উঠতে হলে ম্যান সিটিকে কমপক্ষে ২ গোলের ব্যবধানে জিততে হতো। কিন্তু পেপ গার্দিওলার সিটির পথচলা থেমে গেল প্লে-অফেই।
হঠাৎ করেই পেপ গার্দিওলার সংসার ভাঙার খবরে তোলপাড় গত কদিন। সামাজিক মাধ্যম, গণমাধ্যমে বিভিন্ন রকম কথা শোনা যাচ্ছে। এবার তাঁর স্ত্রী ক্রিস্টিনা সেরা ব্যাপারটি নিয়ে মুখ খুলেছেন।
বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন পেপ গার্দিওলা। প্রিমিয়ার লিগ, উয়েফা চ্যাম্পিয়নস লিগ—সব জায়গাতেই তাঁর ম্যানচেস্টার সিটি জেতার চেয়ে ম্যাচ হারছে বেশি। এমন সময়ে তাঁর ৩০ বছরের সংসার ভাঙার সম্পর্ক চাউর হয়েছে।