ক্রীড়া ডেস্ক
পেপ গার্দিওলার কোচিং ক্যারিয়ারে এমন দুঃসময় আগে আসেনি। যার অধীনে ম্যানচেস্টার সিটির জায়ান্ট হয়ে ওঠা, প্রথম দল হিসেবে জিতেছে টানা চারবার প্রিমিয়ার লিগ—তাদের বর্তমান পারফরম্যান্স দেখলে একটু অবাক হতেই হয়। সব প্রতিযোগিতা মিলিয়ে গত ১২ ম্যাচে সিটিজেনদের জয় মাত্র ১ টি!
সিটির সঙ্গে আরও ১ বছরের চুক্তি বাড়ানোর পরেই ব্যর্থতার বৃত্তে আটকে পড়েছেন গার্দিওলা। সিটি ক্রিসমাসের ছুটিতে গেছে পয়েন্ট তালিকার ৭ নম্বরে থেকে। ১৭ ম্যাচে তাদের পয়েন্ট ২৭। শিরোপা ধরে রাখার মিশনে বলতে গেলে অনেক পিছিয়ে পড়েছে সিটি। শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে পয়েন্ট ব্যবধান দাঁড়িয়েছে ১২।
মৌসুমের এখনো অর্ধেক বাকি। নতুন বছরে কি ঘুরে দাঁড়াতে পারবে গার্দিওলার শিষ্যরা? পিছিয়ে থেকেও শেষ মুহূর্তে শিরোপা জেতার ইতিহাস নতুন নয় সিটির। তবে এবার যে একটু বেশিই পিছিয়ে তারা! এমন অবস্থা থেকে কীভাবে ঘুরে দাঁড়াবে?
টানা হারে স্বাভাবিকভাবে ক্ষোভ দানা বাড়ছে সিটি সমর্থকদের মনে। তবে কি গার্দিওলাকে বরখাস্ত হতে পারে? অবশ্য সেটি নিয়ে গুঞ্জন চললেও সিটি হয়তো ‘সোনার ডিম পাড়া’ হাঁসকে ছাঁটাইয়ের পথে যাবে না। যে কোচ তাদের প্রথমবার চ্যাম্পিয়নস লিগ এনে দিয়েছেন, এনে দিয়েছেন ৬টি লিগ শিরোপা—তাঁর দুঃসময়ে পাশে থাকবে না ক্লাব কর্তৃপক্ষ! গার্দিওলাও হয়তো চাকরি থেকে অব্যাহতি দেওয়ার দেওয়ার পরিবর্তে ভাবছেন, কীভাবে ঘুরে দাঁড়ানো যায় সেই কথা। চ্যালেঞ্জ নেওয়া যে নতুন নয় তাঁর।
চাকরিচ্যুতির গুঞ্জন উঠলেও ম্যানচেস্টার সিটির সাবেক ডিফেন্ডর জোলিয়ন লেসকটও এমনটা মনে করেন। টিঅ্যান্ডটি স্পোর্টসকে তিনি বলেছেন, ‘আমি মনে করি না গার্দিওলা পদত্যাগের বিষয়ে ভাবছে। তিনি চ্যালেঞ্জের মাঝে সাফল্য পান। এটি তাঁর জন্যই তেমন আরেকটি চ্যালেঞ্জ।’
পেপ গার্দিওলার কোচিং ক্যারিয়ারে এমন দুঃসময় আগে আসেনি। যার অধীনে ম্যানচেস্টার সিটির জায়ান্ট হয়ে ওঠা, প্রথম দল হিসেবে জিতেছে টানা চারবার প্রিমিয়ার লিগ—তাদের বর্তমান পারফরম্যান্স দেখলে একটু অবাক হতেই হয়। সব প্রতিযোগিতা মিলিয়ে গত ১২ ম্যাচে সিটিজেনদের জয় মাত্র ১ টি!
সিটির সঙ্গে আরও ১ বছরের চুক্তি বাড়ানোর পরেই ব্যর্থতার বৃত্তে আটকে পড়েছেন গার্দিওলা। সিটি ক্রিসমাসের ছুটিতে গেছে পয়েন্ট তালিকার ৭ নম্বরে থেকে। ১৭ ম্যাচে তাদের পয়েন্ট ২৭। শিরোপা ধরে রাখার মিশনে বলতে গেলে অনেক পিছিয়ে পড়েছে সিটি। শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে পয়েন্ট ব্যবধান দাঁড়িয়েছে ১২।
মৌসুমের এখনো অর্ধেক বাকি। নতুন বছরে কি ঘুরে দাঁড়াতে পারবে গার্দিওলার শিষ্যরা? পিছিয়ে থেকেও শেষ মুহূর্তে শিরোপা জেতার ইতিহাস নতুন নয় সিটির। তবে এবার যে একটু বেশিই পিছিয়ে তারা! এমন অবস্থা থেকে কীভাবে ঘুরে দাঁড়াবে?
টানা হারে স্বাভাবিকভাবে ক্ষোভ দানা বাড়ছে সিটি সমর্থকদের মনে। তবে কি গার্দিওলাকে বরখাস্ত হতে পারে? অবশ্য সেটি নিয়ে গুঞ্জন চললেও সিটি হয়তো ‘সোনার ডিম পাড়া’ হাঁসকে ছাঁটাইয়ের পথে যাবে না। যে কোচ তাদের প্রথমবার চ্যাম্পিয়নস লিগ এনে দিয়েছেন, এনে দিয়েছেন ৬টি লিগ শিরোপা—তাঁর দুঃসময়ে পাশে থাকবে না ক্লাব কর্তৃপক্ষ! গার্দিওলাও হয়তো চাকরি থেকে অব্যাহতি দেওয়ার দেওয়ার পরিবর্তে ভাবছেন, কীভাবে ঘুরে দাঁড়ানো যায় সেই কথা। চ্যালেঞ্জ নেওয়া যে নতুন নয় তাঁর।
চাকরিচ্যুতির গুঞ্জন উঠলেও ম্যানচেস্টার সিটির সাবেক ডিফেন্ডর জোলিয়ন লেসকটও এমনটা মনে করেন। টিঅ্যান্ডটি স্পোর্টসকে তিনি বলেছেন, ‘আমি মনে করি না গার্দিওলা পদত্যাগের বিষয়ে ভাবছে। তিনি চ্যালেঞ্জের মাঝে সাফল্য পান। এটি তাঁর জন্যই তেমন আরেকটি চ্যালেঞ্জ।’
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ শেষ। জাতীয় দলের ক্রিকেটাররা এখন পার করছেন অবসর সময়। তবে বিশ্রামে নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগ। সেপ্টেম্বরে অনুষ্ঠেয় এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে সিরিজ খেলার চেষ্টা করছে বিসিবি।
২৪ মিনিট আগেকয়েক দিন আগে ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সভা (এজিএম) শেষে সভাপতি মহসিন নাকভি জানিয়েছিলেন, দ্রুতই এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত ঘোষণা আসবে। আজই এল সে ঘোষণা। আগামী সেপ্টেম্বরেই হবে এই টুর্নামেন্ট। তবে বদলে গেল ভেন্যু। এশিয়া কাপ হচ্ছে না ভারতে, নতুন ভেন্যু সংযুক্ত আরব আমিরাতে। অবশ্য আমিরাতে হবে
২৫ মিনিট আগেনারী কাবাডি বিশ্বকাপের জন্য আজ দুপুর দেড়টায় সংবাদ সম্মেলেনে দল ঘোষণা করে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। কিন্তু বিকেল তিনটার পর শুনল বিশ্বকাপ স্থগিতের খবর। এনিয়ে দ্বিতীয়বার পেছাল বিশ্বকাপের সূচি।
১ ঘণ্টা আগেফুটবলের পাশাপাশি অন্যান্য খেলাতেও এখন মিলছে প্রবাসীদের বিচরণ। জিনাত ফেরদৌস অবশ্য অনেক আগেই নামের পাশে জুড়ে দিয়েছেন বাংলাদেশের পতাকা। তবে প্রথমবারের মতো জাতীয় প্রতিযোগিতায় অংশ নেবেন যুক্তরাষ্ট্র প্রবাসী এই অ্যাথলেট।
১ ঘণ্টা আগে