ক্রীড়া ডেস্ক
ব্যর্থতার বৃত্তের পরিধিটা আরেকটু বাড়ল ম্যানচেস্টার সিটির। সিটিজেনদের বড়দিনের খুশির আনন্দ শেষ হয়ে গেল বক্সিং ডে’তেই। আজ আবারও যে পয়েন্ট হারিয়েছে পেপ গার্দিওলার দল!
নিজেদের মাঠ ইতিহাদে এগিয়ে যাওয়ার পরও জিততে পারেনি সিটি। এভারটনের বিপক্ষে ড্র করেছে ১-১ গোলে। এ নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচে জয়শূন্য রেকর্ড চারবারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। লিগে টানা দুই হারের পর পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হলো সিটিকে।
জেতার সুযোগ অবশ্য পেয়েছিল গার্দিওলার দল। তবে কাজে লাগাতে পারেনি আর্লিং হালান্ড। ৫৩ মিনিটে নরওয়েজীয় স্ট্রাইকারের স্পট কিক রুখে দেন এভারটন গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। সেই শটের পর হতাশায় মুখ ঢাকেন গার্দিওলা। বসে পড়েন মাথায় হাত দিয়ে। অন্যদিকে সতীর্থদের সঙ্গে উল্লাসে মেতে ওঠেন পিকফোর্ড।
তার আগে দুই দল বিরতিতে যায় ১-১ ব্যবধানে সমতায় থেকে। জেরেমি ডকুর পাস থেকে ১৪ মিনিটে এভারটনের জাল খুঁজে নিয়েছিলেন বের্নার্দো সিলভা। এই মৌসুমে লিগে পর্তুগিজ মিডফিল্ডারের এটি দ্বিতীয় গোল। প্রথম গোলটি করেছিলেন ৪ ডিসেম্বর, নটিংহাম ফরেস্টের বিপক্ষে। তবে ব্যবধান ধরে বিরতিতে যেতে পারেনি সিটি। ৩৬ মিনিটে সমতায় ফেরে এভারটন।
আবারও পয়েন্ট বিসর্জন দিয়ে সিটি নেমে গেছে ছয় নম্বরে। ১৮ ম্যাচে তাদের পয়েন্ট ১৮। ১৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে ১৫ তম স্থানে এভারটন।
ব্যর্থতার বৃত্তের পরিধিটা আরেকটু বাড়ল ম্যানচেস্টার সিটির। সিটিজেনদের বড়দিনের খুশির আনন্দ শেষ হয়ে গেল বক্সিং ডে’তেই। আজ আবারও যে পয়েন্ট হারিয়েছে পেপ গার্দিওলার দল!
নিজেদের মাঠ ইতিহাদে এগিয়ে যাওয়ার পরও জিততে পারেনি সিটি। এভারটনের বিপক্ষে ড্র করেছে ১-১ গোলে। এ নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচে জয়শূন্য রেকর্ড চারবারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। লিগে টানা দুই হারের পর পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হলো সিটিকে।
জেতার সুযোগ অবশ্য পেয়েছিল গার্দিওলার দল। তবে কাজে লাগাতে পারেনি আর্লিং হালান্ড। ৫৩ মিনিটে নরওয়েজীয় স্ট্রাইকারের স্পট কিক রুখে দেন এভারটন গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। সেই শটের পর হতাশায় মুখ ঢাকেন গার্দিওলা। বসে পড়েন মাথায় হাত দিয়ে। অন্যদিকে সতীর্থদের সঙ্গে উল্লাসে মেতে ওঠেন পিকফোর্ড।
তার আগে দুই দল বিরতিতে যায় ১-১ ব্যবধানে সমতায় থেকে। জেরেমি ডকুর পাস থেকে ১৪ মিনিটে এভারটনের জাল খুঁজে নিয়েছিলেন বের্নার্দো সিলভা। এই মৌসুমে লিগে পর্তুগিজ মিডফিল্ডারের এটি দ্বিতীয় গোল। প্রথম গোলটি করেছিলেন ৪ ডিসেম্বর, নটিংহাম ফরেস্টের বিপক্ষে। তবে ব্যবধান ধরে বিরতিতে যেতে পারেনি সিটি। ৩৬ মিনিটে সমতায় ফেরে এভারটন।
আবারও পয়েন্ট বিসর্জন দিয়ে সিটি নেমে গেছে ছয় নম্বরে। ১৮ ম্যাচে তাদের পয়েন্ট ১৮। ১৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে ১৫ তম স্থানে এভারটন।
স্বাভাবিক হতে শুরু করেছে নেপালের কাঠমান্ডুর পরিস্থিতি। এক দিনেরও বেশি সময় বন্ধের পর আজ দুপুরে খুলে দেওয়া হয়েছে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর। ফেরার আশায় ক্ষণ গুনছে বাংলাদেশ ফুটবল দল।
১ ঘণ্টা আগেএশিয়া কাপে চ্যাম্পিয়ন হতে চায় বাংলাদেশ। যে চাওয়ার কথা গতকাল টুর্নামেন্ট শুরুর দিন দুবাইয়ে ‘ক্যাপ্টেন’স মিট’-এ বলেছিলেন দলের অধিনায়ক লিটন দাস। কিন্তু বাস্তবতার সঙ্গে এই চাওয়াটা কতটা সংগতিপূর্ণ তা নিয়ে প্রশ্ন আছে।
২ ঘণ্টা আগে২০২৫ এশিয়া কাপে ভুলে যাওয়ার মতো শুরু করেছে হংকং। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে গত রাতে উদ্বোধনী ম্যাচে হংকংকে ৯৪ রানে হারিয়েছে আফগানিস্তান। বড় ব্যবধানে হারের পর এখন ঘুরে দাঁড়াতে মরিয়া হংকং।
৪ ঘণ্টা আগেটি-টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়ন ভারত। ফেবারিট হিসেবেই তারা খেলতে নামছে এবারের এশিয়া কাপে। ভারত বাদে টুর্নামেন্টে খেলছে আরও ৭ দল। কিন্তু কোনো দলকেই ভারতের সমকক্ষ হিসেবে মনে করছেন না রবিচন্দ্রন অশ্বিন। এমনকি বাংলাদেশও ভারতের সামনে দাঁড়াতে পারবে কি না, তা নিয়ে সন্দিহান তিনি।
৪ ঘণ্টা আগে