ম্যানচেস্টার সিটির বিপক্ষে খেলার আগেই যেন ‘দুশ্চিন্তা’ শুরু হয় আর্লিং হালান্ডকে নিয়ে। কারণ ‘গোলমেশিন’ বনে যাওয়া এই স্ট্রাইকারকে আটকানো যে অনেক কঠিন। ম্যান সিটির কোচ পেপ গার্দিওলার চোখে হালান্ড রীতিমতো অদম্য।
লন্ডন স্টেডিয়ামে গত রাতে ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ ছিল ওয়েস্ট হ্যাম। প্রিমিয়ার লিগের ম্যাচটিতে হালান্ডের হ্যাটট্রিকে ম্যান সিটি পায় ৩-১ গোলের জয়। ১০ মিনিটে বার্নার্দো সিলভার পাস রিসিভ করে গোল করলেন হালান্ড। ম্যান সিটির দ্বিতীয় গোল ৩০ মিনিটে এনে দেন হালান্ডই। হ্যাটট্রিকটা করেন ৮৩ মিনিটে। যেখানে ম্যাথিউস নুনিয়েজের পাস মাঝমাঠ থেকে রিসিভ করে একা টেনে নিয়ে লক্ষ্যভেদ করেন হালান্ড।
অসাধারণ এক হ্যাটট্রিক করার পর হালান্ডকে প্রশংসায় ভাসালেন গার্দিওলা। ম্যাচ শেষে সাংবাদিকদের সিটি কোচ বলেন,‘প্রথম গোলটা হালান্ড করল। বার্নার্দো বলটা নিয়ে পাস দিল। সেই পাস রিসিভ করে ফিনিশিং করল হালান্ড। অথবা তৃতীয় গোলের কথা চিন্তা করুন। যতটুকু জায়গা ফাঁকা পেয়েছে, সে (হালান্ড) গোল করেছে। তাকে থামানো সম্ভবই নয়।’
২০২২ সালে বরুসিয়া ডর্টমুন্ড থেকে হালান্ড খেলছেন ম্যান সিটিতে। ইংলিশ ক্লাবটির হয়ে ১০১ ম্যাচে করেছেন ৯৪ গোল। ১১তম হ্যাটট্রিক সিটির জার্সিতে গত রাতে করেছেন। যেখানে ২০২৪-২৫ মৌসুমে প্রিমিয়ার লিগে এরই মধ্যে দুটি হ্যাটট্রিক করেছেন। গার্দিওলা বলেন,‘কোনো সেন্ট্রাল ডিফেন্ডার নেই। এমনকি একটা বন্দুকও নয়। এটা অসম্ভব (হালান্ডকে থামানো)। খুব দ্রুত ও শক্তিশালী সে।’
ম্যান সিটিতে হালান্ডের ৯৪ গোলের ৭০টি এসেছে প্রিমিয়ার লিগে। গোলমেশিন হালান্ড চলতি মৌসুমের প্রিমিয়ার লিগে ৭ গোল করেছেন। ৩ ম্যাচে ৩ জয়ে ৯ পয়েন্ট নিয়ে বর্তমান চ্যাম্পিয়ন সিটি এবার পয়েন্ট টেবিলের শীর্ষে।
ম্যানচেস্টার সিটির বিপক্ষে খেলার আগেই যেন ‘দুশ্চিন্তা’ শুরু হয় আর্লিং হালান্ডকে নিয়ে। কারণ ‘গোলমেশিন’ বনে যাওয়া এই স্ট্রাইকারকে আটকানো যে অনেক কঠিন। ম্যান সিটির কোচ পেপ গার্দিওলার চোখে হালান্ড রীতিমতো অদম্য।
লন্ডন স্টেডিয়ামে গত রাতে ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ ছিল ওয়েস্ট হ্যাম। প্রিমিয়ার লিগের ম্যাচটিতে হালান্ডের হ্যাটট্রিকে ম্যান সিটি পায় ৩-১ গোলের জয়। ১০ মিনিটে বার্নার্দো সিলভার পাস রিসিভ করে গোল করলেন হালান্ড। ম্যান সিটির দ্বিতীয় গোল ৩০ মিনিটে এনে দেন হালান্ডই। হ্যাটট্রিকটা করেন ৮৩ মিনিটে। যেখানে ম্যাথিউস নুনিয়েজের পাস মাঝমাঠ থেকে রিসিভ করে একা টেনে নিয়ে লক্ষ্যভেদ করেন হালান্ড।
অসাধারণ এক হ্যাটট্রিক করার পর হালান্ডকে প্রশংসায় ভাসালেন গার্দিওলা। ম্যাচ শেষে সাংবাদিকদের সিটি কোচ বলেন,‘প্রথম গোলটা হালান্ড করল। বার্নার্দো বলটা নিয়ে পাস দিল। সেই পাস রিসিভ করে ফিনিশিং করল হালান্ড। অথবা তৃতীয় গোলের কথা চিন্তা করুন। যতটুকু জায়গা ফাঁকা পেয়েছে, সে (হালান্ড) গোল করেছে। তাকে থামানো সম্ভবই নয়।’
২০২২ সালে বরুসিয়া ডর্টমুন্ড থেকে হালান্ড খেলছেন ম্যান সিটিতে। ইংলিশ ক্লাবটির হয়ে ১০১ ম্যাচে করেছেন ৯৪ গোল। ১১তম হ্যাটট্রিক সিটির জার্সিতে গত রাতে করেছেন। যেখানে ২০২৪-২৫ মৌসুমে প্রিমিয়ার লিগে এরই মধ্যে দুটি হ্যাটট্রিক করেছেন। গার্দিওলা বলেন,‘কোনো সেন্ট্রাল ডিফেন্ডার নেই। এমনকি একটা বন্দুকও নয়। এটা অসম্ভব (হালান্ডকে থামানো)। খুব দ্রুত ও শক্তিশালী সে।’
ম্যান সিটিতে হালান্ডের ৯৪ গোলের ৭০টি এসেছে প্রিমিয়ার লিগে। গোলমেশিন হালান্ড চলতি মৌসুমের প্রিমিয়ার লিগে ৭ গোল করেছেন। ৩ ম্যাচে ৩ জয়ে ৯ পয়েন্ট নিয়ে বর্তমান চ্যাম্পিয়ন সিটি এবার পয়েন্ট টেবিলের শীর্ষে।
৩৩ পেরিয়ে আজ ৩৪ বছরে পা দিয়েছেন লোকেশ রাহুল। ৩৩তম জন্মদিনের দিন ভক্তদের থেকে পেয়েছেন জন্মদিনের শুভেচ্ছা। আইপিএলে তাঁর দল দিল্লি ক্যাপিটালসও সামাজিক মাধ্যমে জন্মদিন নিয়ে একটি রিলস পোস্ট করেছে। নিজের জন্মদিনের দিনই মেয়ের নাম জানালেন রাহুল
১১ ঘণ্টা আগে৬২ পেরিয়ে আজ ৬৩-এ পা দিলেন ফিল সিমন্স। তাঁর ৬২তম জন্মদিনটা কেটেছে বাংলাদেশেই। কারণ, বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ দরজায় কড়া নাড়ছে। সিরিজ শুরুর আগে মুশফিকুর রহিম-মেহেদী হাসান মিরাজদের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন সিমন্স।
১১ ঘণ্টা আগে২০২২ কাতার বিশ্বকাপ জিতেই লিওনেল মেসির আজন্মলালিত স্বপ্ন পূরণ হয়েছে। তখন থেকেই মেসির ২০২৬ ফুটবল বিশ্বকাপ খেলা নিয়ে শোনা যাচ্ছে নানা কথাবার্তা। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ শুরু হতে যখন বাকি ১৪ মাস, তখন আলোচনাটা হচ্ছে আরও বেশি।
১২ ঘণ্টা আগেএএইচএফ কাপে গত চার আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবার শুরুটা করল চ্যাম্পিয়নের মতো করেই। নিজেদের প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে পুষ্কর ক্ষিসা মিমোর দল। জোড়া গোল করেছেন আশরাফুল ইসলাম।
১৩ ঘণ্টা আগে