Ajker Patrika

ম্যানচেস্টার ইউনাইটেডের লজ্জা পাওয়া উচিত, বলছেন গার্দিওলা

ক্রীড়া ডেস্ক    
ভক্ত-সমর্থকদের বাজে আচরণে খেপেছেন পেপ গার্দিওলা। ছবি: এএফপি
ভক্ত-সমর্থকদের বাজে আচরণে খেপেছেন পেপ গার্দিওলা। ছবি: এএফপি

ম্যানচেস্টার ডার্বি নিয়ে দর্শকদের যতটা আশা ছিল, মাঠের পারফরম্যান্সে তেমনটা দেখা যায়নি। ওল্ড ট্রাফোর্ডে গত রাতে ম্যানচেস্টার ইউনাইটেড-ম্যানচেস্টার সিটি ম্যাচ হয়েছে গোলশূন্য ড্র। ম্যাচে ফল না এলেও ইউনাইটেডের ভক্ত-সমর্থকদের কাণ্ডকীর্তি দেখে নিন্দা জানিয়েছেন সিটি কোচ পেপ গার্দিওলা।

ওল্ড ট্রাফোর্ডে গতকাল ম্যাচের ৫৭ মিনিটে ফিল ফোডোনের পরিবর্তে জেরেমি ডোকুকে মাঠে নামান গার্দিওলা। ফোডেন মাঠ ছেড়ে যাওয়ার সময় তাঁর মাকে নিয়ে অশ্রাব্য স্লোগান দিয়েছেন ইউনাইটেডের ভক্ত-সমর্থকেরা। এমনটা দেখে ভীষণ খেপেছেন গার্দিওলা। ম্যাচ শেষে সাংবাদিকদের সিটি কোচ বলেন, ‘সত্যি বলতে আমি সেসব মানুষের মনমানসিকতা বুঝতে পারছি না, যাঁরা ফিলের মাকে নিয়ে বাজে মন্তব্য করেছেন। তাদের মধ্যে সততা, ক্লাসের অভাব রয়েছে। তাদের লজ্জিত হওয়া উচিত।’

ম্যাচের ফল যা-ই হোক, কোচ-ফুটবলারদের নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ এখন বেশ স্বাভাবিক ঘটনা। সামাজিক মাধ্যম তো বটেই, গ্যালারি থেকেই তাঁদের (কোচ-ফুটবলার) লক্ষ্য করে নিয়মিত কটুক্তি করা হয়। গার্দিওলা বলেন, ‘ক্লাসের অভাব অনেক। তবে তাদের মধ্যে ঐক্য নেই। কোন মানুষদের কথা বলছি, আপনি জানেন কি? বিশ্ব ফুটবলে আমরা অনেক উন্মুক্ত হয়ে পড়েছি। বিশেষ করে কোচ, মালিক ও ফুটবলাররা।’

ওল্ড ট্রাফোর্ডে গতকাল ৫৯ শতাংশ বল দখলে রাখে ম্যানচেস্টার সিটি। প্রতিপক্ষের লক্ষ্য বরাবর তারা নেয় ৫ শট। অন্যদিকে ম্যানচেস্টার ইউনাইটেড ৪৯ শতাংশ বল দখলে রেখে ২ শট করে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর। এই ড্রয়ের পর ২০২৪-২৫ মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় পাঁচে সিটি। ৩১ ম্যাচে ১৫ জয়, ৭ ড্র ও ৯ পরাজয়ে ৫২ পয়েন্ট এখন গার্দিওলার দলের। ৩৮ পয়েন্ট নিয়ে ম্যান ইউনাইটেড অবস্থান করছে ১৩ নম্বরে। সবার ওপরে থাকা লিভারপুলের পয়েন্ট ৭৩। দুই, তিন ও চারে থাকা আর্সেনাল, নটিংহাম ফরেস্ট ও চেলসির পয়েন্ট ৬২, ৫৭ ও ৫৩।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গলাধাক্কার পর ছোট্ট মেয়েটিকে লাঠি দিয়ে পেটালেন কফিশপের কর্মচারী

বিশ্বব্যাংকে সিরিয়ার ঋণ পরিশোধ করে দিচ্ছে সৌদি আরব

মাত্র তিনজনের জন্য লাখ লাখ মানুষ মরছে, কাদের কথা বললেন ট্রাম্প

জুয়ার বিজ্ঞাপনের প্রচার: আলোচিত টিকটকার জান্নাতের স্বামী তোহা কারাগারে

‘চরিত্র হননের চেষ্টা’: গ্রেপ্তারি পরোয়ানার পর দুদককে পাল্টা আক্রমণ টিউলিপের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত