বয়সে ছোট আঁচলের মানবতার দৃষ্টান্ত
নেত্রকোনার পূর্বধলা জগৎ মণি সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী আঁচল দে। তার জমানো পাঁচ হাজার টাকা সে বন্যার্তদের সহায়তার জন্য দান করেছে। টাকার হিসেবে পাঁচ হাজার খুব বেশি না হলেও, কিশোরী আঁচল দে যে কাজ করেছে, তা অনেক বড়।