Ajker Patrika

আম পাড়তে গিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৩

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
আম পাড়তে গিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৩

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় আজ বুধবার দুপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় বশির উদ্দিন (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্ত্রী নাছিমা (৪০), ভাই রব্বানী (৩২) ও ছালাম ওরফে টুকটুক (৩৫) গুরুতর আহত হয়েছেন। 

নিহত ও আহত দুজন উপজেলার খলিশাউড় ইউনিয়নের শিমুলকান্দি কুরপাড় গ্রামের মৃত ফসর আলীর ছেলে। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

নিহতের পরিবার ও স্থানীয়দের কাছ থেকে জানা যায়, বশির উদ্দিন ও তাঁর ভাইদের সঙ্গে দীর্ঘদিন ধরে একই গ্রামের লাল মিয়া, চাঁন শেখ, মৌজ আলী ও মৌজ আলীর ছেলে সবুজের জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে আদালতে মামলাও চলছে। এলাকায় সালিসও হয়েছে। আজ দুপুরে লাল মিয়ার লোকজন বিরোধপূর্ণ জমির একটি আমগাছের আম পাড়তে আসে। এ সময় বশির উদ্দিনের স্ত্রী নাসিমা প্রতিপক্ষদের বাধা দেন। তখন লাল মিয়ার লোকজন নাসিমাকে মারধর করেন। স্ত্রীকে মারধরের খবর পেয়ে বশির ঘটনাস্থলে গেলে লাল মিয়াসহ তার লোকজন দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে তাঁর ওপর হামলা করে। এতে বশির গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। 

আরও জানা যায়, এ ঘটনার খবর পেয়ে বশিরের ছোট ভাই রব্বানী ও ছালাম ঘটনাস্থলে যান। তারাও প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে নেওয়ার পথে বশির মৃত্যু হয়। 

এ ঘটনায় পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘তিনি ও নেত্রকোনা সদর সার্কেলের এএসপি মুর্শেদা খাতুন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত