Ajker Patrika

নেত্রকোনায় পানিতে ডুবে ৫ জনের মৃত্যু

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনায় পানিতে ডুবে ৫ জনের মৃত্যু

নেত্রকোনায় আকস্মিক দমকা হাওয়ায় নৌকা ডুবে হাওরে মাছ ধরতে যাওয়া তিন জেলে মারা গেছেন। গত শুক্রবার রাত ১০টার দিকে জেলার মদন, মোহনগঞ্জ ও আটপাড়া উপজেলায় এ ঘটনা ঘটে।

পরে শনিবার তাদের লাশ উদ্ধার করা হয়। হাওরের পানিতে ডুবে নিহতরা হলেন মদন উপজেলার রফিকুল ইসলাম (৩৫), আটপাড়া উপজেলার দিলোয়ার হোসেন দিলু (৩৫) এবং মোহনগঞ্জ উপজেলার রাসেল মিয়া (২৭)।

অপরদিকে জেলার পূর্বধলা উপজেলায় পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে গালিব আয়ান (২) ও আরমান (৩) নামে দুই শিশু মারা গেছে।

মদন থানার পরিদর্শক (তদন্ত) মাজেদুল ইসলাম বলেন, প্রতিদিনের মতো শুক্রবার রাতে উপজেলার মাঘান গ্রামের সামনে মান্দারকাটা হাওরে নৌকা নিয়ে মাছ ধরতে যান রফিকুল ইসলাম ও তার সহোদর তরিকুল ইসলাম। হঠাৎ দমকা হাওয়ায় নৌকা ডুবে গেলে তরিকুল সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ হন রফিকুল। পরে সকালে এলাকাবাসী তাঁর লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়।

মোহনগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ রবিউল ইসলাম বলেন, উপজেলার দরুন বানিহারী গ্রামের বজলু মিয়ার ছেলে রাসেল মিয়া শুক্রবার রাতে একাই নৌকা নিয়ে স্থানীয় ডিঙ্গাপোতা হাওরে মাছ ধরতে যান।  রাতে আচমকা দমকা হাওয়ায় নৌকা ডুবে তিনি নিখোঁজ হন। গতকাল বেলা ২টার দিকে তার লাশ উদ্ধার করে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। মোহনগঞ্জ থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, লাশের সুরতহাল শেষে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আটপাড়া থানার ওসি জাফর ইকবাল বলেন, প্রবল বাতাসে নৌকা থেকে পড়ে পানিতে ডুবে দিলোয়ার হোসেন দিলু মারা গেছেন। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হচ্ছে। 
পূর্বধলা থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, শুক্রবার সকাল ও সন্ধ্যায় উপজেলার পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে গালিব আয়ান ও আরমান নামে দুই শিশু মারা যায়। পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত