পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার পূর্বধলা উপজেলার বাইঞ্জা উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাবের ১৭টি ল্যাপটপ চুরি গেছে। আজ রোববার বেলা ১১টার দিকে বিদ্যালয় কর্তৃপক্ষ চুরির ঘটনাটি জানতে পারে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রৌফরোল ইসলাম জানান, সম্প্রতি তথ্য ও যোগাযোগ অধিদপ্তর কর্তৃক বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাবে ১৭টি ল্যাপটপ দেওয়া হয়েছে। ল্যাবটি বিদ্যালয়ের একাডেমিক ভবনের তৃতীয় তলায়। বর্তমানে বিদ্যালয়ে শীতকালীন অবকাশ চলছে। ফলে জরুরি কোনো কাজ ছাড়া শিক্ষকেরা কেউ স্কুলে যান না। রাতে নৈশপ্রহরী থাকেন। আজ বেলা ১১টার দিকে নৈশপ্রহরী তৃতীয় তলায় গিয়ে দেখেন ল্যাব কক্ষের দরজার তালা ভাঙা। ভেতরে প্রবেশ করে দেখেন ১৭টি ল্যাপটপ নেই।
পরে বিষয়টি নৈশপ্রহরী ফোনে তাঁকে জানান। নৈশপ্রহরীকে জিজ্ঞেস করলে জানান, গতকাল শনিবার দিনগত রাতে দায়িত্ব পালনের একপর্যায়ে তিনি প্রধান শিক্ষকের কার্যালয়ে ঘুমিয়ে পড়েন। সকালে বাড়িতে চলে যান। বেলা ১১টার দিকে তিনতলায় গিয়ে চুরির ঘটনাটি জানতে পারেন।
এ ব্যাপারে জানতে চাইলে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইয়ার হোসেন মাস্টার বলেন, ‘এ ঘটনায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির জরুরি সভা হয়েছে। সভায় থানায় মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোবাইল ফোনে বিষয়টি আমাকে জানিয়েছেন। সঙ্গে সঙ্গেই থানা থেকে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ব্যাপারে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাহিদ হাসান প্রিন্স বলেন, ‘চুরির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি জেলা প্রশাসক মহোদয়কে জানানো হয়েছে।’
নেত্রকোনার পূর্বধলা উপজেলার বাইঞ্জা উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাবের ১৭টি ল্যাপটপ চুরি গেছে। আজ রোববার বেলা ১১টার দিকে বিদ্যালয় কর্তৃপক্ষ চুরির ঘটনাটি জানতে পারে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রৌফরোল ইসলাম জানান, সম্প্রতি তথ্য ও যোগাযোগ অধিদপ্তর কর্তৃক বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাবে ১৭টি ল্যাপটপ দেওয়া হয়েছে। ল্যাবটি বিদ্যালয়ের একাডেমিক ভবনের তৃতীয় তলায়। বর্তমানে বিদ্যালয়ে শীতকালীন অবকাশ চলছে। ফলে জরুরি কোনো কাজ ছাড়া শিক্ষকেরা কেউ স্কুলে যান না। রাতে নৈশপ্রহরী থাকেন। আজ বেলা ১১টার দিকে নৈশপ্রহরী তৃতীয় তলায় গিয়ে দেখেন ল্যাব কক্ষের দরজার তালা ভাঙা। ভেতরে প্রবেশ করে দেখেন ১৭টি ল্যাপটপ নেই।
পরে বিষয়টি নৈশপ্রহরী ফোনে তাঁকে জানান। নৈশপ্রহরীকে জিজ্ঞেস করলে জানান, গতকাল শনিবার দিনগত রাতে দায়িত্ব পালনের একপর্যায়ে তিনি প্রধান শিক্ষকের কার্যালয়ে ঘুমিয়ে পড়েন। সকালে বাড়িতে চলে যান। বেলা ১১টার দিকে তিনতলায় গিয়ে চুরির ঘটনাটি জানতে পারেন।
এ ব্যাপারে জানতে চাইলে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইয়ার হোসেন মাস্টার বলেন, ‘এ ঘটনায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির জরুরি সভা হয়েছে। সভায় থানায় মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোবাইল ফোনে বিষয়টি আমাকে জানিয়েছেন। সঙ্গে সঙ্গেই থানা থেকে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ব্যাপারে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাহিদ হাসান প্রিন্স বলেন, ‘চুরির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি জেলা প্রশাসক মহোদয়কে জানানো হয়েছে।’
সবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১০ দিন আগেএবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১২ দিন আগেমোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
১৮ দিন আগেমালয়েশিয়ায় জঙ্গিসংশ্লিষ্টতার অভিযোগে আটক করে বাংলাদেশে ফেরত পাঠানোর পর তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম মিজবাহ উর রহমান তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১৯ দিন আগে