Ajker Patrika

বয়সে ছোট আঁচলের মানবতার দৃষ্টান্ত

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
আপডেট : ০২ জুলাই ২০২২, ১২: ৩৬
বয়সে ছোট আঁচলের মানবতার দৃষ্টান্ত

নেত্রকোনার পূর্বধলা জগৎ মণি সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী আঁচল দে। তার জমানো পাঁচ হাজার টাকা সে বন্যার্তদের সহায়তার জন্য দান করেছে। টাকার হিসেবে পাঁচ হাজার খুব বেশি না হলেও, কিশোরী আঁচল দে যে কাজ করেছে, তা অনেক বড়।

জানা গেছে, বন্যায় দেশের বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত হয়েছে লাখো মানুষ। এ অবস্থায় দেশের বিত্তবান থেকে শুরু করে অনেকে তাঁদের সাধ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়েছেন। ক্ষতিগ্রস্ত মানুষের অবস্থা সংবাদমাধ্যমে দেখে নাড়া দিয়েছে অষ্টম শ্রেণির ছাত্রী আঁচল দের কোমল মনকেও। সে বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কার হিসেবে পাওয়া ও জমানো পাঁচ হাজার টাকা বন্যার্তদের সাহায্যে তুলে দিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাছে।

বাবা সুকান্ত সরকার বলেন, ‘মেয়ের এমন মানবিক উদ্যোগে আমরা দারুণ আপ্লুত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত