পানিশূন্য পুকুরে মাছ চাষ করা হাসিবের ১ কোটি টাকা জরিমানা
পুকুরে মাছ চাষ করে মুনাফা করেছেন বলে আর্থিক প্রতিবেদনে দেখিয়েছিলেন পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি হামি ইন্ডাস্ট্রিজের (আগের নাম ইমাম বাটন) ব্যবস্থাপনা পরিচালক এ এস এম হাসিব হাসান। কিন্তু পরে জানা যায়, সেই পুকুরে পানিই নেই!