নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ছেলের কোরবানির ছাগল কেনা নিয়ে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমানের পারিবারিক প্রতিষ্ঠান এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। ব্যাংক হিসাব জব্দ থাকায় অর্থ সংকটে পড়েছে কোম্পানিটি। কাঁচামাল আমদানি ও উৎপাদন কার্যক্রম চালু রাখতে না পারায় বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
গত শুক্রবার নোটিশ দিয়ে কারখানা বন্ধের বিষয়টি শ্রমিকদের জানিয়ে দেয় এসকে ট্রিমস কর্তৃপক্ষ। আর পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ায় নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি, দুই স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক ও স্টক এক্সচেঞ্জের মাধ্যমে গত রোববার বিনিয়োগকারীদের কারখানা বন্ধের তথ্য জানানো হয়েছে।
এসকে ট্রিমস কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট (বিএফআইইউ) এবং মহানগর দায়রা জজ আদালতের নির্দেশে গত ২৫ জুন থেকে কোম্পানির সব ব্যাংক হিসাব বন্ধ রয়েছে। এ কারণে রপ্তানিমুখী কারখানাটি বিদেশ থেকে কোনো কাঁচামাল আমদানি করতে পারছে না। এতে কারখানায় বেশ কিছুদিন ধরে কোনো কাজ নেই। কারখানা সচল রাখার মতো অর্থায়নেরও কোনো ব্যবস্থা নেই। এ অবস্থায় কারখানা বন্ধ ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
গত জুনে ছেলের ছাগলকাণ্ডে দেশজুড়ে আলোচনায় আসেন মতিউর রহমান। এরপর ২৫ জুন বিএফআইইউ তাঁর পরিবারের মালিকানাধীন এসকে ট্রিমসের ব্যাংক হিসাব বন্ধ করে দেয়। রপ্তানির সুবিধার্থে পরে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ১১ জুলাই থেকে ফের সব ব্যাংক হিসাব বন্ধের নির্দেশ দেয়। এরপর থেকে অর্থসংকটে পড়ে কোম্পানি। শেষমেশ কাঁচামাল সংকটে কারখানা বন্ধ ঘোষণা করা হয়।
এদিকে স্থায়ী কর্মীদের ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছে এসকে ট্রিমস। কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে, লে–অফের সময় কারখানার যেসব শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তার চাকরির মেয়াদ এক বছরের বেশি হয়েছে, তাঁরা শ্রম আইন অনুযায়ী ক্ষতিপূরণ পাবেন।
কোম্পানি সূত্রে জানা যায়, কোম্পানিটিতে মতিউর, তাঁর স্ত্রী ও সন্তানদের কেউই সরাসরি পরিচালনা পর্ষদে নেই। তবে তাঁদের প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতার মাধ্যমে এসকে ট্রিমসের ৩০ শতাংশের বেশি শেয়ার ধারণ করেছেন মতিউর রহমানের পরিবারের সদস্যরা।
পরিবারের মধ্যে সর্বোচ্চ প্রায় ১৫ শতাংশ শেয়ার রয়েছে মতিউর রহমানের ভাই এমএ কাউয়ুম হাওলাদারের হাতে। তিনি কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক। আর ১১ শতাংশ শেয়ার রয়েছে মতিউর রহমানের ছেলেমেয়ের মালিকানাধীন কোম্পানি গ্লোবাল ম্যাক্স প্যাকেজিং ইন্ডাস্ট্রিজের নামে। আর প্রায় ৩ শতাংশ শেয়ার রয়েছে মতিউর রহমানের ছেলেমেয়ে ও স্ত্রীর মালিকানাধীন কোম্পানি গ্লোবাল সুজ–এর নামে। বাকি ৬৯ শতাংশের মতো শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।
ছেলের কোরবানির ছাগল কেনা নিয়ে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমানের পারিবারিক প্রতিষ্ঠান এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। ব্যাংক হিসাব জব্দ থাকায় অর্থ সংকটে পড়েছে কোম্পানিটি। কাঁচামাল আমদানি ও উৎপাদন কার্যক্রম চালু রাখতে না পারায় বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
গত শুক্রবার নোটিশ দিয়ে কারখানা বন্ধের বিষয়টি শ্রমিকদের জানিয়ে দেয় এসকে ট্রিমস কর্তৃপক্ষ। আর পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ায় নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি, দুই স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক ও স্টক এক্সচেঞ্জের মাধ্যমে গত রোববার বিনিয়োগকারীদের কারখানা বন্ধের তথ্য জানানো হয়েছে।
এসকে ট্রিমস কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট (বিএফআইইউ) এবং মহানগর দায়রা জজ আদালতের নির্দেশে গত ২৫ জুন থেকে কোম্পানির সব ব্যাংক হিসাব বন্ধ রয়েছে। এ কারণে রপ্তানিমুখী কারখানাটি বিদেশ থেকে কোনো কাঁচামাল আমদানি করতে পারছে না। এতে কারখানায় বেশ কিছুদিন ধরে কোনো কাজ নেই। কারখানা সচল রাখার মতো অর্থায়নেরও কোনো ব্যবস্থা নেই। এ অবস্থায় কারখানা বন্ধ ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
গত জুনে ছেলের ছাগলকাণ্ডে দেশজুড়ে আলোচনায় আসেন মতিউর রহমান। এরপর ২৫ জুন বিএফআইইউ তাঁর পরিবারের মালিকানাধীন এসকে ট্রিমসের ব্যাংক হিসাব বন্ধ করে দেয়। রপ্তানির সুবিধার্থে পরে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ১১ জুলাই থেকে ফের সব ব্যাংক হিসাব বন্ধের নির্দেশ দেয়। এরপর থেকে অর্থসংকটে পড়ে কোম্পানি। শেষমেশ কাঁচামাল সংকটে কারখানা বন্ধ ঘোষণা করা হয়।
এদিকে স্থায়ী কর্মীদের ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছে এসকে ট্রিমস। কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে, লে–অফের সময় কারখানার যেসব শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তার চাকরির মেয়াদ এক বছরের বেশি হয়েছে, তাঁরা শ্রম আইন অনুযায়ী ক্ষতিপূরণ পাবেন।
কোম্পানি সূত্রে জানা যায়, কোম্পানিটিতে মতিউর, তাঁর স্ত্রী ও সন্তানদের কেউই সরাসরি পরিচালনা পর্ষদে নেই। তবে তাঁদের প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতার মাধ্যমে এসকে ট্রিমসের ৩০ শতাংশের বেশি শেয়ার ধারণ করেছেন মতিউর রহমানের পরিবারের সদস্যরা।
পরিবারের মধ্যে সর্বোচ্চ প্রায় ১৫ শতাংশ শেয়ার রয়েছে মতিউর রহমানের ভাই এমএ কাউয়ুম হাওলাদারের হাতে। তিনি কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক। আর ১১ শতাংশ শেয়ার রয়েছে মতিউর রহমানের ছেলেমেয়ের মালিকানাধীন কোম্পানি গ্লোবাল ম্যাক্স প্যাকেজিং ইন্ডাস্ট্রিজের নামে। আর প্রায় ৩ শতাংশ শেয়ার রয়েছে মতিউর রহমানের ছেলেমেয়ে ও স্ত্রীর মালিকানাধীন কোম্পানি গ্লোবাল সুজ–এর নামে। বাকি ৬৯ শতাংশের মতো শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।
ডোনাল্ড ট্রাম্প ঘোষিত বর্ধিত শুল্ক এড়াতে পণ্যের প্রকৃত উৎস গোপন করে দক্ষিণ কোরিয়ার নামে রপ্তানির চেষ্টা করছে প্রতিবেশী রাষ্ট্রগুলো। এরই মধ্যে ২ কোটি ডলারের বেশি মূল্যের পণ্য রপ্তানিতে এ ধরনের জালিয়াতি ধরা পড়েছে। এসব পণ্যের মধ্যে ৯৭ শতাংশেরই গন্তব্য ছিল যুক্তরাষ্ট্র।
৪ মিনিট আগেসৌদি আরবের রাজধানী রিয়াদে আজ সোমবার (২১ এপ্রিল) থেকে সরাসরি ফ্লাইট শুরু করেছে ইউএস-বাংলা এয়ারলাইনস। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেলা ২টা ১০ মিনিটে ৪২৩ জন যাত্রী নিয়ে ইউএস-বাংলা এয়ারলাইনসের ১৪তম আন্তর্জাতিক গন্তব্য রিয়াদের উদ্দেশে যাত্রা করে।
২১ মিনিট আগেশিল্প খাতে গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে দাম পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় ১১টি ব্যবসায়িক সংগঠনের নেতা ও দুটি শিল্পগোষ্ঠীর উদ্যোক্তা। তাঁরা বলেছেন, এই অযৌক্তিক মূল্যবৃদ্ধি শিল্প ও বাণিজ্যের মারাত্মক ক্ষতি করবে।
২ ঘণ্টা আগেঅসুস্থতা, দুর্ঘটনাসহ বিপদে-আপদে বিশ্বজুড়ে মানুষের ভরসার কেন্দ্র ‘বিমা’। বিমা পলিসি করা থাকলেই হাসপাতালের বিল পরিশোধ বা দুর্ঘটনার ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে কোনো চিন্তা করতে হয় না গ্রাহককে। গ্রাহকের হয়ে বিমা কোম্পানিই সব শোধ করে দেয়। কিন্তু বাংলাদেশের বিমা খাত এখনো সেই ভরসার জায়গা হয়ে উঠতে পারেনি।
১৩ ঘণ্টা আগে