প্রেমিকাকে নিয়ে দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন দোনারুমা
বাড়িতে ভয়ঙ্কর ডাকাতির ঘটনা যেন চাইলেও ভুলতে পারছেন না জিয়ানলুইজি দোনারুমা। দোনারুমার পাশাপাশি বান্ধবী অ্যালেসিয়া এলিফান্তিকেও সশস্ত্র ডাকাতদের মুখোমুখি হতে হয়েছিল। নিজেকে নিয়ে যতটা না দোনারুমার দুশ্চিন্তা ছিল, তার চেয়ে বেশি চিন্তা ছিল বান্ধবী অ্যালেসিয়া এলিফান্তিকে নিয়ে।