ক্রীড়া ডেস্ক
পিএসজিতে এক মৌসুমের বেশি কাটানো যেন কঠিনই হয়ে দাঁড়িয়েছে কোচদের। মাউরিসিও পচেত্তিনোর পর ক্রিস্তফ গালতিয়েরও এক মৌসুমের বেশি থাকতে পারলেন না পার্ক দে প্রিন্সেসে। নেইমার-কিলিয়ান এমবাপ্পেদের দায়িত্ব সামলানো থেকে আনুষ্ঠানিকভাবে ৫৬ বছর বয়সী কোচকে অব্যাহতি দিয়েছে পিএসজি।
ফরাসি চ্যাম্পিয়নরা আজ বুধবার নিজেদের ট্রেনিং গ্রাউন্ডে সংবাদ সম্মেলনে গালতিয়েরের প্রস্থানের বিষয়টি নিশ্চিত করেছে। তাঁর স্থলে বার্সেলোনা ও স্পেনের সাবেক কোচ লুইস এনরিকেকে নিয়োগ দিচ্ছে পিএসজি।
২০২২-২৩ মৌসুম শেষে গালতিয়েরের কাতারভিত্তিক মালিকানাধীন ক্লাবটি ছাড়ার বিষয়টি এক প্রকার নিশ্চিতই ছিল। দলকে লিগ জেতালেও চ্যাম্পিয়নস লিগে সাফল্য এনে দিতে পারেননি তিনি। অবশ্য পিএসজির সঙ্গে আরও এক বছরের চুক্তি ছিল ফরাসি কোচের। তবে জুন শেষে চুক্তিও আগেভাগে শেষ করলেন তিনি।
পিএসজি এক বিবৃতিতে জানিয়েছে, ‘পিএসজি ও গালতিয়ের পারস্পরিক সম্মতিতে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন। মৌসুমজুড়ে পেশাদারত্ব ও প্রতিশ্রুতি রক্ষার জন্য পিএসজির সবাই গালতিয়ের এবং তাঁর সহকারী থিয়েরি ওলেসিয়াক ও হোয়াও সাক্রামেন্তোকে ধন্যবাদ এবং ভবিষ্যতের জন্য তাঁদের শুভ কামনা জানাচ্ছে।’
দুই বছর আগে লিলকে লিগ জিতিয়ে আরেক ফরাসি ক্লাব নিসের দায়িত্ব নিয়েছিলেন গালতিয়ের। সেখানে এক মৌসুম কাটিয়ে দুই বছরের চুক্তিতে এসেছিলেন প্যারিসে। তবে মেসি, নেইমার, এমবাপ্পে, রামোসদের মতো তারকাবহুল দল নিয়েও প্যারিসিয়ানদের বিপুল চাহিদা মেটাতে পেরেছেন সামান্যই। তবে তাঁর অধীনে রেকর্ড ১১তম লিগ জেতে পিএসজি।
পিএসজিতে এক মৌসুমের বেশি কাটানো যেন কঠিনই হয়ে দাঁড়িয়েছে কোচদের। মাউরিসিও পচেত্তিনোর পর ক্রিস্তফ গালতিয়েরও এক মৌসুমের বেশি থাকতে পারলেন না পার্ক দে প্রিন্সেসে। নেইমার-কিলিয়ান এমবাপ্পেদের দায়িত্ব সামলানো থেকে আনুষ্ঠানিকভাবে ৫৬ বছর বয়সী কোচকে অব্যাহতি দিয়েছে পিএসজি।
ফরাসি চ্যাম্পিয়নরা আজ বুধবার নিজেদের ট্রেনিং গ্রাউন্ডে সংবাদ সম্মেলনে গালতিয়েরের প্রস্থানের বিষয়টি নিশ্চিত করেছে। তাঁর স্থলে বার্সেলোনা ও স্পেনের সাবেক কোচ লুইস এনরিকেকে নিয়োগ দিচ্ছে পিএসজি।
২০২২-২৩ মৌসুম শেষে গালতিয়েরের কাতারভিত্তিক মালিকানাধীন ক্লাবটি ছাড়ার বিষয়টি এক প্রকার নিশ্চিতই ছিল। দলকে লিগ জেতালেও চ্যাম্পিয়নস লিগে সাফল্য এনে দিতে পারেননি তিনি। অবশ্য পিএসজির সঙ্গে আরও এক বছরের চুক্তি ছিল ফরাসি কোচের। তবে জুন শেষে চুক্তিও আগেভাগে শেষ করলেন তিনি।
পিএসজি এক বিবৃতিতে জানিয়েছে, ‘পিএসজি ও গালতিয়ের পারস্পরিক সম্মতিতে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন। মৌসুমজুড়ে পেশাদারত্ব ও প্রতিশ্রুতি রক্ষার জন্য পিএসজির সবাই গালতিয়ের এবং তাঁর সহকারী থিয়েরি ওলেসিয়াক ও হোয়াও সাক্রামেন্তোকে ধন্যবাদ এবং ভবিষ্যতের জন্য তাঁদের শুভ কামনা জানাচ্ছে।’
দুই বছর আগে লিলকে লিগ জিতিয়ে আরেক ফরাসি ক্লাব নিসের দায়িত্ব নিয়েছিলেন গালতিয়ের। সেখানে এক মৌসুম কাটিয়ে দুই বছরের চুক্তিতে এসেছিলেন প্যারিসে। তবে মেসি, নেইমার, এমবাপ্পে, রামোসদের মতো তারকাবহুল দল নিয়েও প্যারিসিয়ানদের বিপুল চাহিদা মেটাতে পেরেছেন সামান্যই। তবে তাঁর অধীনে রেকর্ড ১১তম লিগ জেতে পিএসজি।
সিরিজ আগেই হেরেছে। শেষ ম্যাচে বাংলাদেশের প্রত্যাশা ছিল সান্ত্বনার জয়। সঙ্গে ধবলধোলাই এড়ানো। তবে পরিচিত সেই ব্যাটিং ব্যর্থতায় সেভাবে লড়াইটুকুও করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের কাছে আরও একটি বড় ব্যবধানের হারে ধবলধোলাইয়ের তিক্ত অভিজ্ঞতা হলো নিগার সুলতানা জ্যোতির দলের।
২৮ মিনিট আগেএবারসহ টানা তিনটি বিপিএলে জাকির হাসান খেলছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। তাঁর দল এবার নিষ্প্রভ; লিগ পর্বেই বিদায় নিয়েছে। তবু ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন জাতীয় দলের এই ব্যাটার। ১৪০.৪৩ স্ট্রাইকরেটে ১২ ইনিংসে করেছেন ৩৮৯ রান; যা টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ। এই ফর্মটাকে আন্তর্জাতিক ক্রিকেটেও ধরে রাখতে...
২ ঘণ্টা আগেগল টেস্টে গতকাল তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ১৩৬ রান করেছিল শ্রীলঙ্কা। আজ চতুর্থ দিন আর ২৯ রান তুলতেই বাকি ৫ উইকেট হারিয়ে তারা। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিকেরা। এদিকে বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে খুলনা টাইগার্সের জয় ও হারের ওপর নির্ভর করছে দুর্বার রাজশাহীর প্লে-অফ...
২ ঘণ্টা আগেএক মাস ধরে চলা বহুল আলোচিত ও সমালোচিত এবারের বিপিএল চলে এসেছে লিগ পর্বের শেষ ধাপে। ৪০ ম্যাচ শেষে এখন প্লে-অফের শেষ স্থানের জন্য লড়াই। যে লড়াইয়ে টিকে রয়েছে খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী।
২ ঘণ্টা আগে