পিএসজিতে এক মৌসুমের বেশি কাটানো যেন কঠিনই হয়ে দাঁড়িয়েছে কোচদের। মাউরিসিও পচেত্তিনোর পর ক্রিস্তফ গালতিয়েরও এক মৌসুমের বেশি থাকতে পারলেন না পার্ক দে প্রিন্সেসে। নেইমার-কিলিয়ান এমবাপ্পেদের দায়িত্ব সামলানো থেকে আনুষ্ঠানিকভাবে ৫৬ বছর বয়সী কোচকে অব্যাহতি দিয়েছে পিএসজি।
ফরাসি চ্যাম্পিয়নরা আজ বুধবার নিজেদের ট্রেনিং গ্রাউন্ডে সংবাদ সম্মেলনে গালতিয়েরের প্রস্থানের বিষয়টি নিশ্চিত করেছে। তাঁর স্থলে বার্সেলোনা ও স্পেনের সাবেক কোচ লুইস এনরিকেকে নিয়োগ দিচ্ছে পিএসজি।
২০২২-২৩ মৌসুম শেষে গালতিয়েরের কাতারভিত্তিক মালিকানাধীন ক্লাবটি ছাড়ার বিষয়টি এক প্রকার নিশ্চিতই ছিল। দলকে লিগ জেতালেও চ্যাম্পিয়নস লিগে সাফল্য এনে দিতে পারেননি তিনি। অবশ্য পিএসজির সঙ্গে আরও এক বছরের চুক্তি ছিল ফরাসি কোচের। তবে জুন শেষে চুক্তিও আগেভাগে শেষ করলেন তিনি।
পিএসজি এক বিবৃতিতে জানিয়েছে, ‘পিএসজি ও গালতিয়ের পারস্পরিক সম্মতিতে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন। মৌসুমজুড়ে পেশাদারত্ব ও প্রতিশ্রুতি রক্ষার জন্য পিএসজির সবাই গালতিয়ের এবং তাঁর সহকারী থিয়েরি ওলেসিয়াক ও হোয়াও সাক্রামেন্তোকে ধন্যবাদ এবং ভবিষ্যতের জন্য তাঁদের শুভ কামনা জানাচ্ছে।’
দুই বছর আগে লিলকে লিগ জিতিয়ে আরেক ফরাসি ক্লাব নিসের দায়িত্ব নিয়েছিলেন গালতিয়ের। সেখানে এক মৌসুম কাটিয়ে দুই বছরের চুক্তিতে এসেছিলেন প্যারিসে। তবে মেসি, নেইমার, এমবাপ্পে, রামোসদের মতো তারকাবহুল দল নিয়েও প্যারিসিয়ানদের বিপুল চাহিদা মেটাতে পেরেছেন সামান্যই। তবে তাঁর অধীনে রেকর্ড ১১তম লিগ জেতে পিএসজি।
পিএসজিতে এক মৌসুমের বেশি কাটানো যেন কঠিনই হয়ে দাঁড়িয়েছে কোচদের। মাউরিসিও পচেত্তিনোর পর ক্রিস্তফ গালতিয়েরও এক মৌসুমের বেশি থাকতে পারলেন না পার্ক দে প্রিন্সেসে। নেইমার-কিলিয়ান এমবাপ্পেদের দায়িত্ব সামলানো থেকে আনুষ্ঠানিকভাবে ৫৬ বছর বয়সী কোচকে অব্যাহতি দিয়েছে পিএসজি।
ফরাসি চ্যাম্পিয়নরা আজ বুধবার নিজেদের ট্রেনিং গ্রাউন্ডে সংবাদ সম্মেলনে গালতিয়েরের প্রস্থানের বিষয়টি নিশ্চিত করেছে। তাঁর স্থলে বার্সেলোনা ও স্পেনের সাবেক কোচ লুইস এনরিকেকে নিয়োগ দিচ্ছে পিএসজি।
২০২২-২৩ মৌসুম শেষে গালতিয়েরের কাতারভিত্তিক মালিকানাধীন ক্লাবটি ছাড়ার বিষয়টি এক প্রকার নিশ্চিতই ছিল। দলকে লিগ জেতালেও চ্যাম্পিয়নস লিগে সাফল্য এনে দিতে পারেননি তিনি। অবশ্য পিএসজির সঙ্গে আরও এক বছরের চুক্তি ছিল ফরাসি কোচের। তবে জুন শেষে চুক্তিও আগেভাগে শেষ করলেন তিনি।
পিএসজি এক বিবৃতিতে জানিয়েছে, ‘পিএসজি ও গালতিয়ের পারস্পরিক সম্মতিতে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন। মৌসুমজুড়ে পেশাদারত্ব ও প্রতিশ্রুতি রক্ষার জন্য পিএসজির সবাই গালতিয়ের এবং তাঁর সহকারী থিয়েরি ওলেসিয়াক ও হোয়াও সাক্রামেন্তোকে ধন্যবাদ এবং ভবিষ্যতের জন্য তাঁদের শুভ কামনা জানাচ্ছে।’
দুই বছর আগে লিলকে লিগ জিতিয়ে আরেক ফরাসি ক্লাব নিসের দায়িত্ব নিয়েছিলেন গালতিয়ের। সেখানে এক মৌসুম কাটিয়ে দুই বছরের চুক্তিতে এসেছিলেন প্যারিসে। তবে মেসি, নেইমার, এমবাপ্পে, রামোসদের মতো তারকাবহুল দল নিয়েও প্যারিসিয়ানদের বিপুল চাহিদা মেটাতে পেরেছেন সামান্যই। তবে তাঁর অধীনে রেকর্ড ১১তম লিগ জেতে পিএসজি।
স্বাগত পানীয় দিয়ে শুরু। কয়েক পদের মিষ্টান্ন দিয়ে শেষ। এর মাঝে কী ছিল না আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) নৈশভোজে!
১০ ঘণ্টা আগেঅবশেষে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভার (এজিএম) মেঘ কাটতে শুরু করেছে। আগামীকাল ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে এসিসির এজিএম বয়কট করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)—এমনই সংবাদ প্রকাশ হয়েছিল ভারতের সংবাদমাধ্যমে। ঢাকার সভা বর্জনে ভারতকে অনুসরণ করছিল শ্রীলঙ্কা, আফগানিস্তানের মতো
১১ ঘণ্টা আগেএক ম্যাচ বাকি থাকতেই পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। মাসখানেক আগে এই বাংলাদেশকে ঘরের মাঠে ধবলধোলাই করেছিল পাকিস্তান। তারা নিজেরাই এখন ধবলধোলাইয়ের মুখে; যা মানতে পারছেন না দলটির সাবেক পেসার শোয়েব আখতার। পাকিস্তানকে ধুয়ে দেওয়ার পাশাপাশি করলেন বাংলাদেশের...
১৩ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি নিতে বাহরাইনের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৬ ও ২২ আগস্ট হবে ম্যাচ দুটি। আজ জাতীয় দল কমিটির সভায় নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। তবে অনূর্ধ্ব-২৩ দলের কোচ কে হবেন, সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
১৪ ঘণ্টা আগে