ক্রীড়া ডেস্ক
মার্কো ভেরাত্তির সাবেক এজেন্ট দোনাতো দি ক্যাম্পলি এক গুরুতর অভিযোগ তুলেছেন পিএসজির ওপর। তিনি জানিয়েছেন, ইতালিয়ান মিডফিল্ডারের বার্সেলোনায় যাওয়া ঠেকাতে ‘ব্ল্যাকমেল’-এর পথ বেছে নিয়েছিল ফরাসি চ্যাম্পিয়নরা।
বর্তমানে ভেরাত্তির এজেন্ট হিসেবে আর কাজ করেন না দি ক্যাম্পলি। তবে তাঁর দাবি, ভেরাত্তি প্যারিস ছাড়তে চেয়েছিলেন। ২০১৬ ও ২০১৭ সালে বার্সার সঙ্গে চুক্তিতে বেশ এগিয়ে গিয়েছিলেন ৩০ বছর বয়সী তারকা।
দি ক্যাম্পলি এমন বিস্ফোরক মন্তব্য করেছেন, সম্প্রতি পিএসজির আরেক তারকা কিলিয়ান এমবাপ্পের ভবিষ্যৎ গন্তব্য নিয়ে নিয়ে আলাপ-আলোচনা হতে দেখে। ফরাসি তারকার দিকে হাত বাড়িয়ে রেখেছে রিয়াল মাদ্রিদ। এমবাপ্পেও পিএসজিতে আর থাকতে চান না।
২৪ বছর বয়সী তারকার এমন অবস্থা দেখে দি ক্যাম্পলি জানান, ২০১৭ সালে ভেরাত্তি বার্সেলোনায় যেতে চেয়েছিল। তবে এমনটি হলে পিএসজি জানায়, ইতালিয়ান মিডফিল্ডার তাকে ছেড়ে দেবেন। এজেন্ট পাল্টাবেন। ৬ বছর আগের সেই কথা স্মরণ করে দি ক্যাম্পলি ক্রীড়া ওয়েবসাইট রেলেভোকে বলেছেন, ‘প্যারিসে খেলোয়াড়েরা অবরুদ্ধ। আপনি কখনো জানবেন না, তারা ক্লাবটিতে কি চায়; এটা একটা কারাগার এবং তাদের (খেলোয়াড়) ব্ল্যাকমেল করা হয়।’
এই এজেন্ট আরও বলেছেন, ‘পিএসজির মানসিকতা হলো সব সময় ব্ল্যাকমেলের। আমরা (ভেরাত্তি সম্পর্কে) বার্সেলোনায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু আমির (পিএসজির মালিক) সেটি পছন্দ করেননি। আল খেলাইফি (পিএসজি চেয়ারম্যান) এমনকি আমাকে বলেছিলেন, আমি যদি বার্সার সঙ্গে কোনো দেনদরবারে যাই তবে ভেরাত্তি আমাকে আর রাখবে না। এবং সেটিই ঘটেছে। আমি নিশ্চিত, মার্কো ভয় পেয়েছিল। সে আমাকে সেটি জানায়নি, তবে এটাই ঘটেছে।’
মার্কো ভেরাত্তির সাবেক এজেন্ট দোনাতো দি ক্যাম্পলি এক গুরুতর অভিযোগ তুলেছেন পিএসজির ওপর। তিনি জানিয়েছেন, ইতালিয়ান মিডফিল্ডারের বার্সেলোনায় যাওয়া ঠেকাতে ‘ব্ল্যাকমেল’-এর পথ বেছে নিয়েছিল ফরাসি চ্যাম্পিয়নরা।
বর্তমানে ভেরাত্তির এজেন্ট হিসেবে আর কাজ করেন না দি ক্যাম্পলি। তবে তাঁর দাবি, ভেরাত্তি প্যারিস ছাড়তে চেয়েছিলেন। ২০১৬ ও ২০১৭ সালে বার্সার সঙ্গে চুক্তিতে বেশ এগিয়ে গিয়েছিলেন ৩০ বছর বয়সী তারকা।
দি ক্যাম্পলি এমন বিস্ফোরক মন্তব্য করেছেন, সম্প্রতি পিএসজির আরেক তারকা কিলিয়ান এমবাপ্পের ভবিষ্যৎ গন্তব্য নিয়ে নিয়ে আলাপ-আলোচনা হতে দেখে। ফরাসি তারকার দিকে হাত বাড়িয়ে রেখেছে রিয়াল মাদ্রিদ। এমবাপ্পেও পিএসজিতে আর থাকতে চান না।
২৪ বছর বয়সী তারকার এমন অবস্থা দেখে দি ক্যাম্পলি জানান, ২০১৭ সালে ভেরাত্তি বার্সেলোনায় যেতে চেয়েছিল। তবে এমনটি হলে পিএসজি জানায়, ইতালিয়ান মিডফিল্ডার তাকে ছেড়ে দেবেন। এজেন্ট পাল্টাবেন। ৬ বছর আগের সেই কথা স্মরণ করে দি ক্যাম্পলি ক্রীড়া ওয়েবসাইট রেলেভোকে বলেছেন, ‘প্যারিসে খেলোয়াড়েরা অবরুদ্ধ। আপনি কখনো জানবেন না, তারা ক্লাবটিতে কি চায়; এটা একটা কারাগার এবং তাদের (খেলোয়াড়) ব্ল্যাকমেল করা হয়।’
এই এজেন্ট আরও বলেছেন, ‘পিএসজির মানসিকতা হলো সব সময় ব্ল্যাকমেলের। আমরা (ভেরাত্তি সম্পর্কে) বার্সেলোনায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু আমির (পিএসজির মালিক) সেটি পছন্দ করেননি। আল খেলাইফি (পিএসজি চেয়ারম্যান) এমনকি আমাকে বলেছিলেন, আমি যদি বার্সার সঙ্গে কোনো দেনদরবারে যাই তবে ভেরাত্তি আমাকে আর রাখবে না। এবং সেটিই ঘটেছে। আমি নিশ্চিত, মার্কো ভয় পেয়েছিল। সে আমাকে সেটি জানায়নি, তবে এটাই ঘটেছে।’
সিরিজ আগেই হেরেছে। শেষ ম্যাচে বাংলাদেশের প্রত্যাশা ছিল সান্ত্বনার জয়। সঙ্গে ধবলধোলাই এড়ানো। তবে পরিচিত সেই ব্যাটিং ব্যর্থতায় সেভাবে লড়াইটুকুও করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের কাছে আরও একটি বড় ব্যবধানের হারে ধবলধোলাইয়ের তিক্ত অভিজ্ঞতা হলো নিগার সুলতানা জ্যোতির দলের।
৪২ মিনিট আগেএবারসহ টানা তিনটি বিপিএলে জাকির হাসান খেলছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। তাঁর দল এবার নিষ্প্রভ; লিগ পর্বেই বিদায় নিয়েছে। তবু ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন জাতীয় দলের এই ব্যাটার। ১৪০.৪৩ স্ট্রাইকরেটে ১২ ইনিংসে করেছেন ৩৮৯ রান; যা টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ। এই ফর্মটাকে আন্তর্জাতিক ক্রিকেটেও ধরে রাখতে...
২ ঘণ্টা আগেগল টেস্টে গতকাল তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ১৩৬ রান করেছিল শ্রীলঙ্কা। আজ চতুর্থ দিন আর ২৯ রান তুলতেই বাকি ৫ উইকেট হারিয়ে তারা। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিকেরা। এদিকে বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে খুলনা টাইগার্সের জয় ও হারের ওপর নির্ভর করছে দুর্বার রাজশাহীর প্লে-অফ...
২ ঘণ্টা আগেএক মাস ধরে চলা বহুল আলোচিত ও সমালোচিত এবারের বিপিএল চলে এসেছে লিগ পর্বের শেষ ধাপে। ৪০ ম্যাচ শেষে এখন প্লে-অফের শেষ স্থানের জন্য লড়াই। যে লড়াইয়ে টিকে রয়েছে খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী।
৩ ঘণ্টা আগে