Ajker Patrika

‘পিএসজি একটি কারাগার, এখানে খেলোয়াড়দের ব্ল্যাকমেল করা হয়’

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

মার্কো ভেরাত্তির সাবেক এজেন্ট দোনাতো দি ক্যাম্পলি এক গুরুতর অভিযোগ তুলেছেন পিএসজির ওপর। তিনি জানিয়েছেন, ইতালিয়ান মিডফিল্ডারের বার্সেলোনায় যাওয়া ঠেকাতে ‘ব্ল্যাকমেল’-এর পথ বেছে নিয়েছিল ফরাসি চ্যাম্পিয়নরা। 

বর্তমানে ভেরাত্তির এজেন্ট হিসেবে আর কাজ করেন না দি ক্যাম্পলি। তবে তাঁর দাবি, ভেরাত্তি প্যারিস ছাড়তে চেয়েছিলেন। ২০১৬ ও ২০১৭ সালে বার্সার সঙ্গে চুক্তিতে বেশ এগিয়ে গিয়েছিলেন ৩০ বছর বয়সী তারকা। 

দি ক্যাম্পলি এমন বিস্ফোরক মন্তব্য করেছেন, সম্প্রতি পিএসজির আরেক তারকা কিলিয়ান এমবাপ্পের ভবিষ্যৎ গন্তব্য নিয়ে নিয়ে আলাপ-আলোচনা হতে দেখে। ফরাসি তারকার দিকে হাত বাড়িয়ে রেখেছে রিয়াল মাদ্রিদ। এমবাপ্পেও পিএসজিতে আর থাকতে চান না। 

২৪ বছর বয়সী তারকার এমন অবস্থা দেখে দি ক্যাম্পলি জানান, ২০১৭ সালে ভেরাত্তি বার্সেলোনায় যেতে চেয়েছিল। তবে এমনটি হলে পিএসজি জানায়, ইতালিয়ান মিডফিল্ডার তাকে ছেড়ে দেবেন। এজেন্ট পাল্টাবেন। ৬ বছর আগের সেই কথা স্মরণ করে দি ক্যাম্পলি ক্রীড়া ওয়েবসাইট রেলেভোকে বলেছেন, ‘প্যারিসে খেলোয়াড়েরা অবরুদ্ধ। আপনি কখনো জানবেন না, তারা ক্লাবটিতে কি চায়; এটা একটা কারাগার এবং তাদের (খেলোয়াড়) ব্ল্যাকমেল করা হয়।’ 

এই এজেন্ট আরও বলেছেন, ‘পিএসজির মানসিকতা হলো সব সময় ব্ল্যাকমেলের। আমরা (ভেরাত্তি সম্পর্কে) বার্সেলোনায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু আমির (পিএসজির মালিক) সেটি পছন্দ করেননি। আল খেলাইফি (পিএসজি চেয়ারম্যান) এমনকি আমাকে বলেছিলেন, আমি যদি বার্সার সঙ্গে কোনো দেনদরবারে যাই তবে ভেরাত্তি আমাকে আর রাখবে না। এবং সেটিই ঘটেছে। আমি নিশ্চিত, মার্কো ভয় পেয়েছিল। সে আমাকে সেটি জানায়নি, তবে এটাই ঘটেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত