কিলিয়ান এমবাপ্পে মানেই যেন আলোচনা। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি বিভিন্ন ব্যাপারে তাঁকে নিয়ে হয় আলোচনা। আমেরিকান এক মডেলের সঙ্গে এবার নেচেছেন ফরাসি এই ফরোয়ার্ড।
গত রোববার নিউইয়র্কের হ্যাম্পটাউন শহরে মাইকেল রুবিন নামের এক বিলিয়নিয়ার পার্টির আয়োজন করেন। বিলাসবহুল সেই পার্টিতে ছিলেন এমবাপ্পে ও আমেরিকান মডেল কেন্ডাল জেনার। ডিনার ও পানীয় পান করে অতিথিরা সবাই ছাদে চলে যান। ছাদে এমবাপ্পে, কেন্ডালকে পপ সংগীতের তালে তালে নাচতে দেখেছেন অতিথিরা। ফরাসি ফরোয়ার্ড, আমেরিকান মডেল দুজনেই সাদা পোশাক পরেছিলেন। গুঞ্জন চলছে, পুয়ের্তো রিকোর বিখ্যাত গায়ক ব্যাড বানির সঙ্গে প্রেম করছেন কেন্ডাল। যদিও বানিকে দেখা যায়নি এই অনুষ্ঠানে।
এমবাপ্পের সঙ্গে কেন্ডালের এবারই প্রথম পরিচয় নয়। এ বছরের ১৯ মার্চ পার্ক দে প্রিন্সেসে লিগ ওয়ানের ম্যাচে মুখোমুখি হয় পিএসজি-রেঁস। এই ম্যাচ দেখতে এসেছিলেন কেন্ডাল। আমেরিকান মডেলের সঙ্গে তখন দেখা হয় এমবাপ্পের। এই ম্যাচ ২-০ গোলে হেরে গিয়েছিল পিএসজি।
সর্বশেষ মৌসুমে লিগ ওয়ান জিতেছিল পিএসজি। তাতে টানা দুটি লিগ ওয়ান জেতেন এমবাপ্পে। তবে ফরাসি এই ফরোয়ার্ড পিএসজিতে না থাকার আশঙ্কা রয়েছে। রিয়াল মাদ্রিদে যাওয়ার গুঞ্জন চলছে।
কিলিয়ান এমবাপ্পে মানেই যেন আলোচনা। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি বিভিন্ন ব্যাপারে তাঁকে নিয়ে হয় আলোচনা। আমেরিকান এক মডেলের সঙ্গে এবার নেচেছেন ফরাসি এই ফরোয়ার্ড।
গত রোববার নিউইয়র্কের হ্যাম্পটাউন শহরে মাইকেল রুবিন নামের এক বিলিয়নিয়ার পার্টির আয়োজন করেন। বিলাসবহুল সেই পার্টিতে ছিলেন এমবাপ্পে ও আমেরিকান মডেল কেন্ডাল জেনার। ডিনার ও পানীয় পান করে অতিথিরা সবাই ছাদে চলে যান। ছাদে এমবাপ্পে, কেন্ডালকে পপ সংগীতের তালে তালে নাচতে দেখেছেন অতিথিরা। ফরাসি ফরোয়ার্ড, আমেরিকান মডেল দুজনেই সাদা পোশাক পরেছিলেন। গুঞ্জন চলছে, পুয়ের্তো রিকোর বিখ্যাত গায়ক ব্যাড বানির সঙ্গে প্রেম করছেন কেন্ডাল। যদিও বানিকে দেখা যায়নি এই অনুষ্ঠানে।
এমবাপ্পের সঙ্গে কেন্ডালের এবারই প্রথম পরিচয় নয়। এ বছরের ১৯ মার্চ পার্ক দে প্রিন্সেসে লিগ ওয়ানের ম্যাচে মুখোমুখি হয় পিএসজি-রেঁস। এই ম্যাচ দেখতে এসেছিলেন কেন্ডাল। আমেরিকান মডেলের সঙ্গে তখন দেখা হয় এমবাপ্পের। এই ম্যাচ ২-০ গোলে হেরে গিয়েছিল পিএসজি।
সর্বশেষ মৌসুমে লিগ ওয়ান জিতেছিল পিএসজি। তাতে টানা দুটি লিগ ওয়ান জেতেন এমবাপ্পে। তবে ফরাসি এই ফরোয়ার্ড পিএসজিতে না থাকার আশঙ্কা রয়েছে। রিয়াল মাদ্রিদে যাওয়ার গুঞ্জন চলছে।
প্রথমবারের এশিয়ান কাপ ফুটসাল বাছাইয়ে অংশ নিচ্ছে বাংলাদেশ। যদিও এখনো দল চূড়ান্ত হয়নি। সে লক্ষ্য হ্যান্ডবল স্টেডিয়ামে চলছে ট্রায়াল। ৬৩০ খেলোয়াড়ের মধ্যে প্রাথমিকভাবে ৫৩ জনকে বাছাই করা হয়েছে। যা পরে নামিয়ে আনা হবে ১৪ তে। এর মধ্যে ফুটসালে হেড কোচ নিয়োগ দিয়েছে বাফুফে। দায়িত্ব পেয়েছেন ইরানের সাঈদ খোদারাহমি
২৮ মিনিট আগেমাঠ হোক বা মাঠের বাইরে—যেকোনো কিছুতেই নেইমারকে নিয়ে এখন চলে কথাবার্তা। আলোচনায় থাকতেই যে তিনি বেশি পছন্দ করেন। এবার তিনি ‘ব্যাটম্যান’ সিনেমার সেই বিখ্যাত ব্যাটমোবাইল গাড়ি কিনেছেন ২৫ কোটি টাকা খরচ করে।
১ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বোলিংয়ে রীতিমতো খাবি খাচ্ছে পাকিস্তান। মিরপুর শেরেবাংলায় তাঁর স্লোয়ার-কাটারে বিভ্রান্ত হচ্ছেন পাকিস্তানি ব্যাটাররা। ছন্দে থাকা বাংলাদেশের এই বাঁহাতি পেসার গড়ে চলেছেন একাধিক রেকর্ড। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কারও পেয়েছেন তিনি হাতেনাতে।
২ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগেই আন্দ্রে রাসেল জানিয়েছিলেন, সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচই তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে শেষ ম্যাচ। জ্যামাইকায় বাংলাদেশ সময় আজ সকালে তাঁর বিদায়বেলায় গার্ড অব অনার দেন ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা।
৩ ঘণ্টা আগে