বাড়িতে ভয়ঙ্কর ডাকাতির ঘটনা যেন চাইলেও ভুলতে পারছেন না জিয়ানলুইজি দোনারুমা। দোনারুমার পাশাপাশি বান্ধবী অ্যালেসিয়া এলিফান্তিকেও সশস্ত্র ডাকাতদের মুখোমুখি হতে হয়েছিল। নিজেকে নিয়ে যতটা না দোনারুমার দুশ্চিন্তা ছিল, তার চেয়ে বেশি চিন্তা ছিল বান্ধবী অ্যালেসিয়া এলিফান্তিকে নিয়ে।
দোনারুমার বাড়িতে গত বৃহস্পতিবার গভীর রাতে ঘটেছে ডাকাতির ঘটনা। প্যারিসে পিএসজির গোলরক্ষকের বাড়িতে ছিলেন তাঁর বান্ধবী অ্যালেসিয়া এলিফান্তি। তখন পিএসজির তারকা ফুটবলার ও তাঁর বান্ধবীকে বেঁধে রেখে ডাকাতি করেছে একদল সশস্ত্র ডাকাত।
বাড়ির লোকেরা স্থানীয় পুলিশকে জানিয়েছেন এবং তাঁদের (দোনারুমা ও এলিফান্তি) হাসপাতালে নিয়ে যান। ঘটনায় হালকা চোট পেয়েছিলেন দোনারুমা। এই ঘটনায় পিএসজির এই গোলরক্ষক বান্ধবীসহ বাড়ির কাছাকাছি এক হোটেলে আশ্রয় নিয়েছিলেন।
এবার ইতালিয়ান সংবাদমাধ্যম লিবেরোকে রোমহর্ষক ডাকাতির ঘটনা জানিয়েছেন দোনারুমা। এই ঘটনা যেন এখনো তাড়িয়ে বেড়াচ্ছে তাঁকে। পিএসজির এই গোলরক্ষক বলেছেন, ‘আমি অ্যালেসিয়াকে নিয়ে বেশি চিন্তিত ছিলাম যে তার যেকোনো কিছু হয়ে যেতে পারে। আমি ছিলাম অসহায়। আমাকে বেঁধে রাখায় কিছু করতে পারিনি। ফরাসি ভাষা আমি অত ভালো বুঝি না। তাই জিনিসপত্র কোথায় রাখা আছে, তাদের ব্যাখ্যা করা কঠিন ছিল। বিস্তারিত বলা সম্ভব না। কারণ তদন্ত চলছে। তদন্তের স্বার্থে বাসা ছেড়ে আমাদের হোটেলে থাকতে হয়েছিল।’
কত টাকার জিনিসপত্র চুরি হয়েছিল, সেটার সঠিক পরিমাণ জানা যায়নি। তবে ফ্রান্সের সংবাদমাধ্যম অ্যাক্টু সেভেনটিন জানিয়েছে, ডাকাতেরা স্বর্ণালঙ্কার, ঘড়ি, দামী কাপড় চুরি করেছে। চুরি হওয়া জিনিসপত্রের নাম ৫ লাখ ইউরো, বাংলাদেশি মুদ্রায় তা ৬ কোটি ৭ লাখ ৩৩ হাজার টাকা।
দোনারুমাই প্রথম পিএসজি ফুটবলার হিসেবে যে ডাকাতদের আক্রমণের শিকার হয়েছেন, তা নয়। এর আগেও এমন ঘটনা ঘটেছে। তবে অধিকাংশ সময় ফুটবলাররা বাড়িতে ছিলেন না। এর আগে ২০২১ এর মার্চে প্যারিসের পশ্চিমে ইভেলিনসে মারকিনিওসের বাড়িতে ডাকাতি হয়েছিল। ব্রাজিলিয়ান ফুটবলার ঘটনার সময় ম্যাচ খেলছিলেন তবে তাঁর বাবা ও দুই মেয়ে। ব্রাজিলিয়ান ডিফেন্ডারের বাবাকে আহত করেছিল ডাকাতরা। এই ঘটনায় এ বছরের জানুয়ারিতে দুই জনকে কারাদণ্ড দেওয়া হয়।
বাড়িতে ভয়ঙ্কর ডাকাতির ঘটনা যেন চাইলেও ভুলতে পারছেন না জিয়ানলুইজি দোনারুমা। দোনারুমার পাশাপাশি বান্ধবী অ্যালেসিয়া এলিফান্তিকেও সশস্ত্র ডাকাতদের মুখোমুখি হতে হয়েছিল। নিজেকে নিয়ে যতটা না দোনারুমার দুশ্চিন্তা ছিল, তার চেয়ে বেশি চিন্তা ছিল বান্ধবী অ্যালেসিয়া এলিফান্তিকে নিয়ে।
দোনারুমার বাড়িতে গত বৃহস্পতিবার গভীর রাতে ঘটেছে ডাকাতির ঘটনা। প্যারিসে পিএসজির গোলরক্ষকের বাড়িতে ছিলেন তাঁর বান্ধবী অ্যালেসিয়া এলিফান্তি। তখন পিএসজির তারকা ফুটবলার ও তাঁর বান্ধবীকে বেঁধে রেখে ডাকাতি করেছে একদল সশস্ত্র ডাকাত।
বাড়ির লোকেরা স্থানীয় পুলিশকে জানিয়েছেন এবং তাঁদের (দোনারুমা ও এলিফান্তি) হাসপাতালে নিয়ে যান। ঘটনায় হালকা চোট পেয়েছিলেন দোনারুমা। এই ঘটনায় পিএসজির এই গোলরক্ষক বান্ধবীসহ বাড়ির কাছাকাছি এক হোটেলে আশ্রয় নিয়েছিলেন।
এবার ইতালিয়ান সংবাদমাধ্যম লিবেরোকে রোমহর্ষক ডাকাতির ঘটনা জানিয়েছেন দোনারুমা। এই ঘটনা যেন এখনো তাড়িয়ে বেড়াচ্ছে তাঁকে। পিএসজির এই গোলরক্ষক বলেছেন, ‘আমি অ্যালেসিয়াকে নিয়ে বেশি চিন্তিত ছিলাম যে তার যেকোনো কিছু হয়ে যেতে পারে। আমি ছিলাম অসহায়। আমাকে বেঁধে রাখায় কিছু করতে পারিনি। ফরাসি ভাষা আমি অত ভালো বুঝি না। তাই জিনিসপত্র কোথায় রাখা আছে, তাদের ব্যাখ্যা করা কঠিন ছিল। বিস্তারিত বলা সম্ভব না। কারণ তদন্ত চলছে। তদন্তের স্বার্থে বাসা ছেড়ে আমাদের হোটেলে থাকতে হয়েছিল।’
কত টাকার জিনিসপত্র চুরি হয়েছিল, সেটার সঠিক পরিমাণ জানা যায়নি। তবে ফ্রান্সের সংবাদমাধ্যম অ্যাক্টু সেভেনটিন জানিয়েছে, ডাকাতেরা স্বর্ণালঙ্কার, ঘড়ি, দামী কাপড় চুরি করেছে। চুরি হওয়া জিনিসপত্রের নাম ৫ লাখ ইউরো, বাংলাদেশি মুদ্রায় তা ৬ কোটি ৭ লাখ ৩৩ হাজার টাকা।
দোনারুমাই প্রথম পিএসজি ফুটবলার হিসেবে যে ডাকাতদের আক্রমণের শিকার হয়েছেন, তা নয়। এর আগেও এমন ঘটনা ঘটেছে। তবে অধিকাংশ সময় ফুটবলাররা বাড়িতে ছিলেন না। এর আগে ২০২১ এর মার্চে প্যারিসের পশ্চিমে ইভেলিনসে মারকিনিওসের বাড়িতে ডাকাতি হয়েছিল। ব্রাজিলিয়ান ফুটবলার ঘটনার সময় ম্যাচ খেলছিলেন তবে তাঁর বাবা ও দুই মেয়ে। ব্রাজিলিয়ান ডিফেন্ডারের বাবাকে আহত করেছিল ডাকাতরা। এই ঘটনায় এ বছরের জানুয়ারিতে দুই জনকে কারাদণ্ড দেওয়া হয়।
ব্যাপক চেষ্টার পর এডনাল্ডো রদ্রিগেজের গুরুত্বপূর্ণ ভূমিকাই কার্লো আনচেলত্তিকে কোচ হিসেবে পেয়েছে ব্রাজিল। সেই সুখবরের সপ্তাহ না পেরোতেই দুঃসংবাদ। ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) সভাপতি এডনাল্ডোসহ বর্তমান বোর্ডকে সরিয়ে দেওয়ার আদেশ দিয়েছেন রিও দে জেনেইরোর একটি আদালত।
১ ঘণ্টা আগেচোটের কারণে বিশ্বকাপ বাছাইয়ে গত মার্চে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে খেলতে পারেননি লিওনেল মেসি। দুই ম্যাচ পর আর্জেন্টিনা দলে ফিরেছেন লিওনেল মেসি। অধিনায়ককে নিয়ে বিশ্বকাপ বাছাইয়ে আগামী মাসে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের প্রাথমিক দল দিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
৩ ঘণ্টা আগেদারুণ এক মৌসুম পার করছেন লামিন ইয়ামাল। নিজের পারফরম্যান্সের সঙ্গে দলকেও এনে দিচ্ছেন সাফল্য। রাতে তাঁর চোখ ধাঁধানো গোল ও অ্যাসিস্টে কাতালান ডার্বিতে স্টেডিয়ামে এস্পানিওলকে ২-০ গোলে হারিয়ে লা লিগার ২৮ তম শিরোপা ঘরে তুলল বার্সেলোনা। চলতি মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচে ১৭ গোল করার
৪ ঘণ্টা আগেরুদ্ধশ্বাস প্রথম দুই ওয়ানডেতে একটি করে জয় পেয়েছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। আজ সিরিজের শেষ ওয়ানডেতে অলিখিত ফাইনালে মাঠে নামছে দল দুটি। ফুটবলেও আজ গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে চেলসি-অ্যাস্টন ভিলার মতো দলগুলো।
৪ ঘণ্টা আগে