ক্রীড়া ডেস্ক
বাড়িতে ভয়ঙ্কর ডাকাতির ঘটনা যেন চাইলেও ভুলতে পারছেন না জিয়ানলুইজি দোনারুমা। দোনারুমার পাশাপাশি বান্ধবী অ্যালেসিয়া এলিফান্তিকেও সশস্ত্র ডাকাতদের মুখোমুখি হতে হয়েছিল। নিজেকে নিয়ে যতটা না দোনারুমার দুশ্চিন্তা ছিল, তার চেয়ে বেশি চিন্তা ছিল বান্ধবী অ্যালেসিয়া এলিফান্তিকে নিয়ে।
দোনারুমার বাড়িতে গত বৃহস্পতিবার গভীর রাতে ঘটেছে ডাকাতির ঘটনা। প্যারিসে পিএসজির গোলরক্ষকের বাড়িতে ছিলেন তাঁর বান্ধবী অ্যালেসিয়া এলিফান্তি। তখন পিএসজির তারকা ফুটবলার ও তাঁর বান্ধবীকে বেঁধে রেখে ডাকাতি করেছে একদল সশস্ত্র ডাকাত।
বাড়ির লোকেরা স্থানীয় পুলিশকে জানিয়েছেন এবং তাঁদের (দোনারুমা ও এলিফান্তি) হাসপাতালে নিয়ে যান। ঘটনায় হালকা চোট পেয়েছিলেন দোনারুমা। এই ঘটনায় পিএসজির এই গোলরক্ষক বান্ধবীসহ বাড়ির কাছাকাছি এক হোটেলে আশ্রয় নিয়েছিলেন।
এবার ইতালিয়ান সংবাদমাধ্যম লিবেরোকে রোমহর্ষক ডাকাতির ঘটনা জানিয়েছেন দোনারুমা। এই ঘটনা যেন এখনো তাড়িয়ে বেড়াচ্ছে তাঁকে। পিএসজির এই গোলরক্ষক বলেছেন, ‘আমি অ্যালেসিয়াকে নিয়ে বেশি চিন্তিত ছিলাম যে তার যেকোনো কিছু হয়ে যেতে পারে। আমি ছিলাম অসহায়। আমাকে বেঁধে রাখায় কিছু করতে পারিনি। ফরাসি ভাষা আমি অত ভালো বুঝি না। তাই জিনিসপত্র কোথায় রাখা আছে, তাদের ব্যাখ্যা করা কঠিন ছিল। বিস্তারিত বলা সম্ভব না। কারণ তদন্ত চলছে। তদন্তের স্বার্থে বাসা ছেড়ে আমাদের হোটেলে থাকতে হয়েছিল।’
কত টাকার জিনিসপত্র চুরি হয়েছিল, সেটার সঠিক পরিমাণ জানা যায়নি। তবে ফ্রান্সের সংবাদমাধ্যম অ্যাক্টু সেভেনটিন জানিয়েছে, ডাকাতেরা স্বর্ণালঙ্কার, ঘড়ি, দামী কাপড় চুরি করেছে। চুরি হওয়া জিনিসপত্রের নাম ৫ লাখ ইউরো, বাংলাদেশি মুদ্রায় তা ৬ কোটি ৭ লাখ ৩৩ হাজার টাকা।
দোনারুমাই প্রথম পিএসজি ফুটবলার হিসেবে যে ডাকাতদের আক্রমণের শিকার হয়েছেন, তা নয়। এর আগেও এমন ঘটনা ঘটেছে। তবে অধিকাংশ সময় ফুটবলাররা বাড়িতে ছিলেন না। এর আগে ২০২১ এর মার্চে প্যারিসের পশ্চিমে ইভেলিনসে মারকিনিওসের বাড়িতে ডাকাতি হয়েছিল। ব্রাজিলিয়ান ফুটবলার ঘটনার সময় ম্যাচ খেলছিলেন তবে তাঁর বাবা ও দুই মেয়ে। ব্রাজিলিয়ান ডিফেন্ডারের বাবাকে আহত করেছিল ডাকাতরা। এই ঘটনায় এ বছরের জানুয়ারিতে দুই জনকে কারাদণ্ড দেওয়া হয়।
বাড়িতে ভয়ঙ্কর ডাকাতির ঘটনা যেন চাইলেও ভুলতে পারছেন না জিয়ানলুইজি দোনারুমা। দোনারুমার পাশাপাশি বান্ধবী অ্যালেসিয়া এলিফান্তিকেও সশস্ত্র ডাকাতদের মুখোমুখি হতে হয়েছিল। নিজেকে নিয়ে যতটা না দোনারুমার দুশ্চিন্তা ছিল, তার চেয়ে বেশি চিন্তা ছিল বান্ধবী অ্যালেসিয়া এলিফান্তিকে নিয়ে।
দোনারুমার বাড়িতে গত বৃহস্পতিবার গভীর রাতে ঘটেছে ডাকাতির ঘটনা। প্যারিসে পিএসজির গোলরক্ষকের বাড়িতে ছিলেন তাঁর বান্ধবী অ্যালেসিয়া এলিফান্তি। তখন পিএসজির তারকা ফুটবলার ও তাঁর বান্ধবীকে বেঁধে রেখে ডাকাতি করেছে একদল সশস্ত্র ডাকাত।
বাড়ির লোকেরা স্থানীয় পুলিশকে জানিয়েছেন এবং তাঁদের (দোনারুমা ও এলিফান্তি) হাসপাতালে নিয়ে যান। ঘটনায় হালকা চোট পেয়েছিলেন দোনারুমা। এই ঘটনায় পিএসজির এই গোলরক্ষক বান্ধবীসহ বাড়ির কাছাকাছি এক হোটেলে আশ্রয় নিয়েছিলেন।
এবার ইতালিয়ান সংবাদমাধ্যম লিবেরোকে রোমহর্ষক ডাকাতির ঘটনা জানিয়েছেন দোনারুমা। এই ঘটনা যেন এখনো তাড়িয়ে বেড়াচ্ছে তাঁকে। পিএসজির এই গোলরক্ষক বলেছেন, ‘আমি অ্যালেসিয়াকে নিয়ে বেশি চিন্তিত ছিলাম যে তার যেকোনো কিছু হয়ে যেতে পারে। আমি ছিলাম অসহায়। আমাকে বেঁধে রাখায় কিছু করতে পারিনি। ফরাসি ভাষা আমি অত ভালো বুঝি না। তাই জিনিসপত্র কোথায় রাখা আছে, তাদের ব্যাখ্যা করা কঠিন ছিল। বিস্তারিত বলা সম্ভব না। কারণ তদন্ত চলছে। তদন্তের স্বার্থে বাসা ছেড়ে আমাদের হোটেলে থাকতে হয়েছিল।’
কত টাকার জিনিসপত্র চুরি হয়েছিল, সেটার সঠিক পরিমাণ জানা যায়নি। তবে ফ্রান্সের সংবাদমাধ্যম অ্যাক্টু সেভেনটিন জানিয়েছে, ডাকাতেরা স্বর্ণালঙ্কার, ঘড়ি, দামী কাপড় চুরি করেছে। চুরি হওয়া জিনিসপত্রের নাম ৫ লাখ ইউরো, বাংলাদেশি মুদ্রায় তা ৬ কোটি ৭ লাখ ৩৩ হাজার টাকা।
দোনারুমাই প্রথম পিএসজি ফুটবলার হিসেবে যে ডাকাতদের আক্রমণের শিকার হয়েছেন, তা নয়। এর আগেও এমন ঘটনা ঘটেছে। তবে অধিকাংশ সময় ফুটবলাররা বাড়িতে ছিলেন না। এর আগে ২০২১ এর মার্চে প্যারিসের পশ্চিমে ইভেলিনসে মারকিনিওসের বাড়িতে ডাকাতি হয়েছিল। ব্রাজিলিয়ান ফুটবলার ঘটনার সময় ম্যাচ খেলছিলেন তবে তাঁর বাবা ও দুই মেয়ে। ব্রাজিলিয়ান ডিফেন্ডারের বাবাকে আহত করেছিল ডাকাতরা। এই ঘটনায় এ বছরের জানুয়ারিতে দুই জনকে কারাদণ্ড দেওয়া হয়।
পাকিস্তান ক্রিকেট দল এক বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্ব থেকে বাদ পড়ায় দলটিকে নিয়ে লাগাতার সমালোচনা চলছে। আর চিরপ্রতিদ্বন্দ্বীদের দুসময়ে মজা করার অভ্যাস তো হরভজন সিংয়ের এখনো যায়নি। ভারতের তারকা স্পিনার এবার পাকিস্তানের কাটা ঘায়ে দিয়েছেন নুনের ছিটা।
২০ মিনিট আগেচ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগে থেকেই ভারতের এক মাঠে সব ম্যাচ খেলা নিয়ে কথা হচ্ছে। সাবেকেরা একেক সময় একেক মন্তব্য করেই চলেছেন। শুধু সাবেকেরা বললে ভুল হবে, টুর্নামেন্টে খেলা ক্রিকেটাররাও কথা বলেছেন বিভিন্ন সময়ে। ভারত দুবাইয়ের কন্ডিশনে গ্রুপপর্ব ও সেমিফাইনালসহ এরই মধ্যে চারটা ম্যাচ খেলে ফেলেছে।
২ ঘণ্টা আগেএকেকটা আইসিসি ইভেন্ট শুরুর আগে বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের যতটা আগ্রহ থাকে, টুর্নামেন্ট শুরু হলে চলতে থাকে ব্যঙ্গ-বিদ্রুপ। কারণ, আইসিসি ইভেন্টে বাংলাদেশের ভরাডুবি এখন নিয়মিত চিত্র। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আকরাম খানের মতে বাংলাদেশে মানসম্পন্ন ক্রিকেটারের অভাব রয়েছে।
২ ঘণ্টা আগেবার্সেলোনার বিপক্ষে মাঠে নামার আগে লিওনেল মেসিকে নিয়ে আলাদা করে পরিকল্পনা করতে হতো রিয়াল মাদ্রিদকে। এক যুগের বেশি সময় ধরে রিয়ালের আতঙ্কই যেন ছিলেন আর্জেন্টাইন সুপার স্টার। সেটি এখন অতীত। কিন্তু হালের তারকা হুলিয়ান আলভারেজও...
২ ঘণ্টা আগে