লিওনেল মেসিকে দলে ভিড়াতে শেষ মিনিট পর্যন্ত লড়ে গেছে আল-হিলাল। শুরুতে তাঁকে ৪০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছিল সৌদি প্রো লিগের ক্লাবটি। পরে রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ী তারকার ইন্টার মিয়ামিতে যাওয়া ঠেকাতে রেকর্ড ১.৫ বিলিয়ন ডলারের প্রস্তাবের চুক্তি দেয়। তবে তাতেও মেসির যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগে যাওয়া থামানো যায়নি।
মরুর বুকে ফুটবলের ফুল ফোটাতে যখন সৌদি লিগের অন্য ক্লাবগুলো টাকার বস্তা নিয়ে ইউরোপ থেকে তারকাদের নিয়ে আসছে, তখন আল-হিলালই বা বসে থাকে কীভাবে! এবার ক্লাবটি রেকর্ড ৩০০ মিলিয়ন ইউরো (বাংলাদেশি মুদ্রায় ৩৬২৭ কোটি ৪৭ লাখ টাকা) চুক্তির প্রস্তাব দিয়েছে মেসির সাবেক পিএসজি সতীর্থ কিলিয়ান এমবাপ্পেকে। প্রেস অ্যাসোসিয়েশনের (এপি) বরাতে আজ এমনটাই জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। এই প্রস্তাব গ্রহণ করলে এমবাপ্পে আল-হিলালের তো বটে সৌ প্রো লিগেরই সবচেয়ে দামি খেলোয়াড় হবেন তিনি।
পিএসজির সঙ্গে ২০২৪ সাল পর্যন্ত চুক্তি আছে এমবাপ্পের। তবে সাম্প্রতিক সময়ে ফরাসি চ্যাম্পিয়নদের সঙ্গে ২৪ বছর বয়সী তারকার সম্পর্ক মোটেও ভালো যাচ্ছে না। পার্ক দে প্রিন্সেস ছাড়তে চাইছেন এমবাপ্পে। চুক্তির আরও এক বছর বাকি থাকলেও তিনি পিএসজিকে জানিয়ে দিয়েছেন, আগামী বছরের পর তাদের সঙ্গে আর চুক্তি নবায়ন করবেন না। এমনটা হলে ২০২৪ সালে ফ্রি এজেন্ট হয়ে যাবেন এমবাপ্পে। তার জন্য পিএসজি চায়, এই মৌসুমে ফরাসি অধিনায়ককে বিক্রি করে অন্তত কিছু টাকা কামিয়ে নিতে। দুই পক্ষের এমন মনোমালিন্যের জেরে, এমবাপ্পে পরের মৌসুমে প্যারিসে থাকবেন কিনা সেটিই নিয়েই জোর গুঞ্জন শুরু হয়েছে। এমনকি তিনি দলের সঙ্গে প্রাক মৌসুমে প্রস্তুতির জন্য জাপান সফরেও যাননি।
এমবাপ্পের সঙ্গে চুক্তি করতে বেশ কয়েক বছর ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। ফরাসি ফরোয়ার্ডেরও চাওয়া লস ব্লাঙ্কোসদের জার্সি পরে খেলার। এই স্বপ্ন অবশ্য তাঁর ছোটবেলা থেকে। তবে ২৪ বছর বয়সী তারকা এখন পড়েছেন বিশাল সংকটে। একদিকে তাঁকে ফ্রি এজেন্ট হওয়ার আগেই লাভের আশায় বিক্রি করে দিতে চাইছে পিএসজি। আরেকদিকে রিয়ালের মতিগতি বুঝিয়ে দিচ্ছে, তারা ফ্রি এজেন্ট হিসেবে এমবাপ্পেকে দলে ভিড়াবে। গত দুই-তিন মৌসুম ধরে স্প্যানিশ জায়ান্টরা যেভাবে এমবাপ্পেকে চেয়েছিল, এবার যেন সেই চাওয়ায় ভাটা পড়েছে।
এমবাপ্পের সংকটে পড়াকেই যেন কাজে লাগাতে চাইছে আল-হিলাল। বিশাল অঙ্কের প্রস্তাব দিয়েছে তাঁকে। অবশ্য এমবাপ্পের পক্ষ থেকে এ ব্যাপারে কিছুই জানানো হয়নি। বিশ্ব ফুটবলের সেরা তারকাদের একজন তিনি। এত দ্রুতই কি ইউরোপ ফুটবল ছেড়ে সৌদির ‘বৃদ্ধাশ্রমে’ যাবেন! অবশ্য সেখানে আছে তাঁর আইডল ক্রিস্টিয়ানো রোনালদো ও স্বদেশি তারকা করিম বেনজেমা। কিন্তু তাদের ক্যারিয়ার সায়াহ্নে।
তবে আল-হিলালে যদি না যান, এমবাপ্পে পিএসজিতে থাকবেন কিনা অনিশ্চিত। ক্লাবটির চেয়ারম্যান নাসের আল-খেলাইফির ‘স্ট্যান্স’ মোটেও পছন্দ হয়নি তাঁর। ২০১৭ সালে ১৬৬ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে মোনাকো ছেড়ে পিএসজিতে যোগ দেন এমবাপ্পে।
লিওনেল মেসিকে দলে ভিড়াতে শেষ মিনিট পর্যন্ত লড়ে গেছে আল-হিলাল। শুরুতে তাঁকে ৪০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছিল সৌদি প্রো লিগের ক্লাবটি। পরে রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ী তারকার ইন্টার মিয়ামিতে যাওয়া ঠেকাতে রেকর্ড ১.৫ বিলিয়ন ডলারের প্রস্তাবের চুক্তি দেয়। তবে তাতেও মেসির যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগে যাওয়া থামানো যায়নি।
মরুর বুকে ফুটবলের ফুল ফোটাতে যখন সৌদি লিগের অন্য ক্লাবগুলো টাকার বস্তা নিয়ে ইউরোপ থেকে তারকাদের নিয়ে আসছে, তখন আল-হিলালই বা বসে থাকে কীভাবে! এবার ক্লাবটি রেকর্ড ৩০০ মিলিয়ন ইউরো (বাংলাদেশি মুদ্রায় ৩৬২৭ কোটি ৪৭ লাখ টাকা) চুক্তির প্রস্তাব দিয়েছে মেসির সাবেক পিএসজি সতীর্থ কিলিয়ান এমবাপ্পেকে। প্রেস অ্যাসোসিয়েশনের (এপি) বরাতে আজ এমনটাই জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। এই প্রস্তাব গ্রহণ করলে এমবাপ্পে আল-হিলালের তো বটে সৌ প্রো লিগেরই সবচেয়ে দামি খেলোয়াড় হবেন তিনি।
পিএসজির সঙ্গে ২০২৪ সাল পর্যন্ত চুক্তি আছে এমবাপ্পের। তবে সাম্প্রতিক সময়ে ফরাসি চ্যাম্পিয়নদের সঙ্গে ২৪ বছর বয়সী তারকার সম্পর্ক মোটেও ভালো যাচ্ছে না। পার্ক দে প্রিন্সেস ছাড়তে চাইছেন এমবাপ্পে। চুক্তির আরও এক বছর বাকি থাকলেও তিনি পিএসজিকে জানিয়ে দিয়েছেন, আগামী বছরের পর তাদের সঙ্গে আর চুক্তি নবায়ন করবেন না। এমনটা হলে ২০২৪ সালে ফ্রি এজেন্ট হয়ে যাবেন এমবাপ্পে। তার জন্য পিএসজি চায়, এই মৌসুমে ফরাসি অধিনায়ককে বিক্রি করে অন্তত কিছু টাকা কামিয়ে নিতে। দুই পক্ষের এমন মনোমালিন্যের জেরে, এমবাপ্পে পরের মৌসুমে প্যারিসে থাকবেন কিনা সেটিই নিয়েই জোর গুঞ্জন শুরু হয়েছে। এমনকি তিনি দলের সঙ্গে প্রাক মৌসুমে প্রস্তুতির জন্য জাপান সফরেও যাননি।
এমবাপ্পের সঙ্গে চুক্তি করতে বেশ কয়েক বছর ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। ফরাসি ফরোয়ার্ডেরও চাওয়া লস ব্লাঙ্কোসদের জার্সি পরে খেলার। এই স্বপ্ন অবশ্য তাঁর ছোটবেলা থেকে। তবে ২৪ বছর বয়সী তারকা এখন পড়েছেন বিশাল সংকটে। একদিকে তাঁকে ফ্রি এজেন্ট হওয়ার আগেই লাভের আশায় বিক্রি করে দিতে চাইছে পিএসজি। আরেকদিকে রিয়ালের মতিগতি বুঝিয়ে দিচ্ছে, তারা ফ্রি এজেন্ট হিসেবে এমবাপ্পেকে দলে ভিড়াবে। গত দুই-তিন মৌসুম ধরে স্প্যানিশ জায়ান্টরা যেভাবে এমবাপ্পেকে চেয়েছিল, এবার যেন সেই চাওয়ায় ভাটা পড়েছে।
এমবাপ্পের সংকটে পড়াকেই যেন কাজে লাগাতে চাইছে আল-হিলাল। বিশাল অঙ্কের প্রস্তাব দিয়েছে তাঁকে। অবশ্য এমবাপ্পের পক্ষ থেকে এ ব্যাপারে কিছুই জানানো হয়নি। বিশ্ব ফুটবলের সেরা তারকাদের একজন তিনি। এত দ্রুতই কি ইউরোপ ফুটবল ছেড়ে সৌদির ‘বৃদ্ধাশ্রমে’ যাবেন! অবশ্য সেখানে আছে তাঁর আইডল ক্রিস্টিয়ানো রোনালদো ও স্বদেশি তারকা করিম বেনজেমা। কিন্তু তাদের ক্যারিয়ার সায়াহ্নে।
তবে আল-হিলালে যদি না যান, এমবাপ্পে পিএসজিতে থাকবেন কিনা অনিশ্চিত। ক্লাবটির চেয়ারম্যান নাসের আল-খেলাইফির ‘স্ট্যান্স’ মোটেও পছন্দ হয়নি তাঁর। ২০১৭ সালে ১৬৬ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে মোনাকো ছেড়ে পিএসজিতে যোগ দেন এমবাপ্পে।
টেস্টে প্রথম দিনটা বেশ গুরুত্বপূর্ণ। সিলেট টেস্টে প্রথম দিনটাই ভালো যায়নি বাংলাদেশের। ফলে আজ দ্বিতীয় দিনও তারা শেষ করেছে পিছিয়ে থেকে। তবে মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত ঘূর্ণি জাদু ও শেষ বিকেলে মাহমুদুল হাসান জয়-মুমিনুল হকের ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ানোর আশা দেখছে স্বাগতিকেরা।
৪ মিনিট আগেসিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে ১ উইকেট হারিয়ে ৫৭ রান তুলেছে বাংলাদেশ। ২৫ রানে পিছিয়ে থেকে কাল আবারও ব্যাটিংয়ে নামবে স্বাগতিকেরা। মুমিনুল হক ১৫ ও মাহমুদুল হাসান জয় ২৮ রানে অপরাজিত আছেন। দ্বিতীয় ইনিংসেও ওপেনিং জুটি বড় হয়নি বাংলাদেশের। ইনিংসের চতুর্থ ওভারে দলীয় ১৩ রানে ফেরেন সাদমান
১ ঘণ্টা আগেএবারের আইপিএলে আলোচনার কেন্দ্রবিন্দুতে এবার ধারাভাষ্যকার হার্শা ভোগলে এবং সায়মন ডুল। পিচ নিয়ে সমালোচনার কারণে এবার তাঁরা কলকাতার ঘরের মাঠের ম্যাচগুলোতে নিষিদ্ধ হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
২ ঘণ্টা আগেবেশির ভাগ সময় বিদেশিরা আইপিএলে ছড়ি ঘোরালেও এবারেরটা একটু ব্যতিক্রম। ১৮তম আইপিএলে ভারতীয় ক্রিকেটাররা খেলছেন দাপট দেখিয়েছেন। ব্যাটিং, বোলিং দুই বিভাগেই ভারতীয়দের জয়জয়কার। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হাতেনাতে পেয়েছেন তাঁরা।
৩ ঘণ্টা আগে