Ajker Patrika

মেসিকে না পেয়ে এমবাপ্পেকে ৩৬২৭ কোটি টাকার প্রস্তাব

মেসিকে না পেয়ে এমবাপ্পেকে ৩৬২৭ কোটি টাকার প্রস্তাব

লিওনেল মেসিকে দলে ভিড়াতে শেষ মিনিট পর্যন্ত লড়ে গেছে আল-হিলাল। শুরুতে তাঁকে ৪০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছিল সৌদি প্রো লিগের ক্লাবটি। পরে রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ী তারকার ইন্টার মিয়ামিতে যাওয়া ঠেকাতে রেকর্ড ১.৫ বিলিয়ন ডলারের প্রস্তাবের চুক্তি দেয়। তবে তাতেও মেসির যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগে যাওয়া থামানো যায়নি। 

মরুর বুকে ফুটবলের ফুল ফোটাতে যখন সৌদি লিগের অন্য ক্লাবগুলো টাকার বস্তা নিয়ে ইউরোপ থেকে তারকাদের নিয়ে আসছে, তখন আল-হিলালই বা বসে থাকে কীভাবে! এবার ক্লাবটি রেকর্ড ৩০০ মিলিয়ন ইউরো (বাংলাদেশি মুদ্রায় ৩৬২৭ কোটি ৪৭ লাখ টাকা) চুক্তির প্রস্তাব দিয়েছে মেসির সাবেক পিএসজি সতীর্থ কিলিয়ান এমবাপ্পেকে। প্রেস অ্যাসোসিয়েশনের (এপি) বরাতে আজ এমনটাই জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। এই প্রস্তাব গ্রহণ করলে এমবাপ্পে আল-হিলালের তো বটে সৌ প্রো লিগেরই সবচেয়ে দামি খেলোয়াড় হবেন তিনি। 

পিএসজির সঙ্গে ২০২৪ সাল পর্যন্ত চুক্তি আছে এমবাপ্পের। তবে সাম্প্রতিক সময়ে ফরাসি চ্যাম্পিয়নদের সঙ্গে ২৪ বছর বয়সী তারকার সম্পর্ক মোটেও ভালো যাচ্ছে না। পার্ক দে প্রিন্সেস ছাড়তে চাইছেন এমবাপ্পে। চুক্তির আরও এক বছর বাকি থাকলেও তিনি পিএসজিকে জানিয়ে দিয়েছেন, আগামী বছরের পর তাদের সঙ্গে আর চুক্তি নবায়ন করবেন না। এমনটা হলে ২০২৪ সালে ফ্রি এজেন্ট হয়ে যাবেন এমবাপ্পে। তার জন্য পিএসজি চায়, এই মৌসুমে ফরাসি অধিনায়ককে বিক্রি করে অন্তত কিছু টাকা কামিয়ে নিতে। দুই পক্ষের এমন মনোমালিন্যের জেরে, এমবাপ্পে পরের মৌসুমে প্যারিসে থাকবেন কিনা সেটিই নিয়েই জোর গুঞ্জন শুরু হয়েছে। এমনকি তিনি দলের সঙ্গে প্রাক মৌসুমে প্রস্তুতির জন্য জাপান সফরেও যাননি। 

এমবাপ্পের সঙ্গে চুক্তি করতে বেশ কয়েক বছর ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। ফরাসি ফরোয়ার্ডেরও চাওয়া লস ব্লাঙ্কোসদের জার্সি পরে খেলার। এই স্বপ্ন অবশ্য তাঁর ছোটবেলা থেকে। তবে ২৪ বছর বয়সী তারকা এখন পড়েছেন বিশাল সংকটে। একদিকে তাঁকে ফ্রি এজেন্ট হওয়ার আগেই লাভের আশায় বিক্রি করে দিতে চাইছে পিএসজি। আরেকদিকে রিয়ালের মতিগতি বুঝিয়ে দিচ্ছে, তারা ফ্রি এজেন্ট হিসেবে এমবাপ্পেকে দলে ভিড়াবে। গত দুই-তিন মৌসুম ধরে স্প্যানিশ জায়ান্টরা যেভাবে এমবাপ্পেকে চেয়েছিল, এবার যেন সেই চাওয়ায় ভাটা পড়েছে। 

এমবাপ্পের সংকটে পড়াকেই যেন কাজে লাগাতে চাইছে আল-হিলাল। বিশাল অঙ্কের প্রস্তাব দিয়েছে তাঁকে। অবশ্য এমবাপ্পের পক্ষ থেকে এ ব্যাপারে কিছুই জানানো হয়নি। বিশ্ব ফুটবলের সেরা তারকাদের একজন তিনি। এত দ্রুতই কি ইউরোপ ফুটবল ছেড়ে সৌদির ‘বৃদ্ধাশ্রমে’ যাবেন! অবশ্য সেখানে আছে তাঁর আইডল ক্রিস্টিয়ানো রোনালদো ও স্বদেশি তারকা করিম বেনজেমা। কিন্তু তাদের ক্যারিয়ার সায়াহ্নে। 

তবে আল-হিলালে যদি না যান, এমবাপ্পে পিএসজিতে থাকবেন কিনা অনিশ্চিত। ক্লাবটির চেয়ারম্যান নাসের আল-খেলাইফির ‘স্ট্যান্স’ মোটেও পছন্দ হয়নি তাঁর। ২০১৭ সালে ১৬৬ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে মোনাকো ছেড়ে পিএসজিতে যোগ দেন এমবাপ্পে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গোপনে সহপাঠীদের অপ্রীতিকর ছবি তুলে সিনিয়র ভাইকে পাঠাতেন বাকৃবি ছাত্রী

আন্তদেশীয় ট্রেন চালু করতে ভারতকে ফের চিঠি দেবে বাংলাদেশ

পদ্মা চরের আতঙ্ক কাঁকন বাহিনী

আপনার রাশিফল: অতি আত্মবিশ্বাসের লাগাম টানুন, ভুল ধরলে রোমান্স বরবাদ

কৃত্রিম বৃষ্টি ঝরাতে দিল্লিতে ‘ক্লাউড সিডিং’, প্রথম চেষ্টায় ব্যর্থ ভারত

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

সিরিজে টিকে থাকার লড়াইয়ে নামছে বাংলাদেশ, খেলা দেখবেন কোথায়

ক্রীড়া ডেস্ক    
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি জিততে হবে বাংলাদেশকে। ছবি: বিসিবি
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি জিততে হবে বাংলাদেশকে। ছবি: বিসিবি

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে পরশু প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ ১৬ রানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজের কাছে। সিরিজ জিততে এখন বাংলাদেশের শেষ দুই ম্যাচ জিততে হবে। চট্টগ্রামে বাংলাদেশ সময় আজ সন্ধ্যা ৬টায় শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টি-টোয়েন্টি। এদিকে হ্যামিল্টনের সেডন পার্কে নিউজিল্যান্ড-ইংল্যান্ড দ্বিতীয় ওয়ানডে শেষের পর্যায়ে। অস্ট্রেলিয়া-ভারত পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে আজ। মেয়েদের বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।

ক্রিকেট খেলা সরাসরি

দ্বিতীয় টি-টোয়েন্টি

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ

সন্ধ্যা ৬টা

সরাসরি

টি স্পোর্টস, নাগরিক টিভি

দ্বিতীয় ওয়ানডে

নিউজিল্যান্ড-ইংল্যান্ড

সকাল ৭টা

সরাসরি

সনি টেন ১

প্রথম টি-টোয়েন্টি

অস্ট্রেলিয়া-ভারত

বেলা ২টা ১৫ মিনিট

সরাসরি

স্টার স্পোর্টস ২

নারী ওয়ানডে বিশ্বকাপ

প্রথম সেমিফাইনাল

ভারত-অস্ট্রেলিয়া

বেলা ৩টা ৩০ মিনিট

সরাসরি

স্টার স্পোর্টস ১

টেনিস খেলা সরাসরি

প্যারিস মাস্টার্স

রাত ৯টা

সরাসরি

সনি টেন ৫

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গোপনে সহপাঠীদের অপ্রীতিকর ছবি তুলে সিনিয়র ভাইকে পাঠাতেন বাকৃবি ছাত্রী

আন্তদেশীয় ট্রেন চালু করতে ভারতকে ফের চিঠি দেবে বাংলাদেশ

পদ্মা চরের আতঙ্ক কাঁকন বাহিনী

আপনার রাশিফল: অতি আত্মবিশ্বাসের লাগাম টানুন, ভুল ধরলে রোমান্স বরবাদ

কৃত্রিম বৃষ্টি ঝরাতে দিল্লিতে ‘ক্লাউড সিডিং’, প্রথম চেষ্টায় ব্যর্থ ভারত

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

বিপিএলের দলগুলোর নাম ঠিক করে দেবে বিসিবি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, ১২: ৩৬
বিপিএলে ফ্র্যাঞ্চাইজিগুলোর নাম বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঠিক করে দেবে।  ছবি: সংগৃহীত
বিপিএলে ফ্র্যাঞ্চাইজিগুলোর নাম বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঠিক করে দেবে। ছবি: সংগৃহীত

ঢাকা গ্ল্যাডিয়েটর্স, ঢাকা ডায়নামাইটস, ঢাকা প্লাটুনস, দুর্দান্ত ঢাকা, ঢাকা ক্যাপিটালস—১১ বছরে এক ঢাকাই খেলেছে পাঁচটি ভিন্ন নামে। ঢাকার মতো ভিন্ন ভিন্ন নামে খেলেছে বরিশাল ও সিলেটও। ফ্র্যাঞ্চাইজির মালিকানা বদলের সঙ্গে সঙ্গে নাম বদলানোটাই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন আসর থেকে এমন কিছু হবে না।

সবশেষ বিপিএল ডিসেম্বর-জানুয়ারিতে আয়োজিত হলেও ২০২৬ বিপিএল শুরুর দিনক্ষণ এখনো ঠিক হয়নি। তবে এরই মধ্যে যেন বাংলাদেশের এই টি-টোয়েন্টি ভিত্তিক ফ্র্যাঞ্চাইজি লিগের দামামা বেজে গেছে। কারা খেলবে আর কারা খেলবে না, সেটা নিয়ে শোনা যাচ্ছে নানা আলাপ আলোচনা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহসভাপতি মোহাম্মদ শাখাওয়াত হোসেন বিপিএল সম্পর্কে গতকাল সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘অনেকে অনেক নামে দল চেয়েছেন। যেমন আপনি বললেন ফরচুন বরিশাল। এখানে তিনি আরেক নামে চেয়েছেন। এই নামগুলো বোর্ড ঠিক করে দেবে। এটাকে আমরা ট্রেডমার্ক করে দেব যাতে করে এই নাম চাইলেই কেউ পরিবর্তন করতে পারবে না। তিনি যখন দলটা নেবেন, এই নামেই নিতে হবে।’ শাখাওয়াত বিসিবির মার্কেটিং এন্ড কমার্শিয়াল কমিটির চেয়ারম্যানের দায়িত্বেও আছেন।

২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ৫ দল নিয়ে আয়োজনের কথা জানিয়েছিল বিসিবি। বিপিএলের দল পেতে গতকাল ১১ প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে। তাদের মধ্যে ঢাকা, কুমিল্লা, খুলনা, রংপুর, নোয়াখালী, বরিশাল ও সিলেটের জন্য একটি করে প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে। আর রাজশাহী ও চট্টগ্রামের জন্য আগ্রহ প্রকাশ করেছে দুটি করে প্রতিষ্ঠান। তবে শাখাওয়াত উদাহরণ হিসেবে যে ফরচুন বরিশালের কথা বলেছেন, তারা থাকছে না ২০২৬ বিপিএলে। তামিম ইকবালের নেতৃত্বে এই ফ্র্যাঞ্চাইজি ২০২৪ ও ২০২৫ সালে টানা দুইবার বিপিএল জিতেছিল।

আগ্রহ দেখানো ১০ প্রতিষ্ঠান

চ্যাম্পিয়ন স্পোর্টস লিমিটেড ঢাকা ক্যাপিটালস

ট্রায়াঙ্গাল সার্ভিসেস লিমিটেড চট্টগ্রাম

এসকিউ স্পোর্টস এন্টারপ্রাইজ লিমিটেড চট্টগ্রাম

ফার্স্ট এসএস এন্টারপ্রাইজ কুমিল্লা ফাইটার্স

টগি স্পোর্টস লিমিটেড রংপুর রাইডার্স

বাংলামার্ক লিমিটেড নোয়াখালী

মাইন্ডট্রি এন্ড রূপসী কংক্রিট খুলনা

আকাশবাড়ি হলিডেজ এন্ড রিসোর্ট বরিশাল

দেশ ট্রাভেলস রাজশাহী

নাবিল গ্রুপ অব ইন্ডাসট্রিজ রাজশাহী

জে এম স্পোর্টস এন্ড এন্টারটেইমেন্ট সিলেট

আরও পড়ুন:

বিপিএলে নেই তামিমের ফরচুন বরিশাল, আগ্রহী ১০ প্রতিষ্ঠান

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গোপনে সহপাঠীদের অপ্রীতিকর ছবি তুলে সিনিয়র ভাইকে পাঠাতেন বাকৃবি ছাত্রী

আন্তদেশীয় ট্রেন চালু করতে ভারতকে ফের চিঠি দেবে বাংলাদেশ

পদ্মা চরের আতঙ্ক কাঁকন বাহিনী

আপনার রাশিফল: অতি আত্মবিশ্বাসের লাগাম টানুন, ভুল ধরলে রোমান্স বরবাদ

কৃত্রিম বৃষ্টি ঝরাতে দিল্লিতে ‘ক্লাউড সিডিং’, প্রথম চেষ্টায় ব্যর্থ ভারত

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

রোনালদো কোথায়, আল নাসরের বিদায়ঘণ্টা বাজাল ১০ জনের আল ইত্তিহাদ

ক্রীড়া ডেস্ক    
একাধিক সুযোগ পেয়েও সেটা কাজে লাগাতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি: এক্স
একাধিক সুযোগ পেয়েও সেটা কাজে লাগাতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি: এক্স

ক্রিস্টিয়ানো রোনালদো দেখালেন তিনি ‘মেশিন’ নন। রক্ত-মাংসে গড়া এক মানুষ। গোলের পর গোল করে তিনি গড়ে চলেছিলেন রেকর্ড। ম্যাচের অন্তিম মুহূর্তে গোল করেও তিনি দলকে বাঁচিয়েছিলেন অনেকবার। কিন্তু গত রাতে নকআউট পর্বের মাচে তিনি ছিলেন নিজের ছায়া হয়েই।

আল আওয়াল পার্কে গত রাতে কিংস কাপের শেষ ষোলোর ম্যাচে আল নাসর খেলেছে আল ইত্তিহাদের বিপক্ষে। এই ম্যাচে রোনালদো পুরো ৯০ মিনিট খেললেও কোনো গোল তিনি করতে পারেনি। ছিল না কোনো অ্যাসিস্টও। উল্টো একাধিক সুযোগ নষ্ট করেছেন। উপরন্তু প্রতিপক্ষ আল ইত্তিহাদ দ্বিতীয়ার্ধের পরই ১০ জনের দলে পরিণত হয়। খেলোয়াড় কমে গেলেও তারা মনোবল হারায়নি। আল নাসরকে ২-১ গোলে হারিয়ে কিংস কাপ থেকে বিদায়ঘণ্টা বাজিয়ে দিল আল ইত্তিহাদ। ম্যাচ শেষে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছেন রোনালদো। সেখানে দেখা গেছে, আল নাসরের ফুটবলাররা এক জায়গায় জড়ো হয়েছেন। পর্তুগিজ ফরোয়ার্ড ক্যাপশন দিয়েছেন, ‘আমরা সব সময় একসঙ্গে থাকব ও একত্রে চলব।’

কিংস কাপের শেষ ষোলোর ম্যাচে গত রাতে ১৫ মিনিটে করিম বেনজেমার গোলে এগিয়ে যায় আল ইত্তিহাদ। সমতায় ফিরতে বেশি সময় লাগেনি আল নাসরের। ৩০ মিনিটের সময় অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েলের থ্রু বল প্রথমে রিসিভ করেন রোনালদো। বাঁ পাশ থেকে ঢুকে ক্রস করেন রোনালদো। পর্তুগিজ ফরোয়ার্ডের শট আল ইত্তিহাদের ডিফেন্ডারের গায়ে লেগে ঘুরে গেলে গ্যাব্রিয়েলের সামনে পড়ে। গ্যাব্রিয়েল সহজেই লক্ষ্যভেদ করে সমতায় ফিরিয়েছেন আল নাসরকে।

প্রথমার্ধের খেলা শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে এগিয়ে যায় আল ইত্তিহাদ। ৪৫ মিনিটের পর অতিরিক্ত ২ মিনিটে দলের দ্বিতীয় গোল করেন মিডফিল্ডার হুসেম আওয়ার। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর ৪ মিনিট পর আল ইত্তিহাদের খেলোয়াড়ের সংখ্যা কমে যায়। ৪৯ মিনিটে আল নাসর ফরোয়ার্ড আয়মান ইয়াহিয়াকে বাজে চ্যালেঞ্জ করে লাল কার্ড দেখেন আল ইত্তিহাদ ডিফেন্ডার আহমেদ আল জুলায়দান।

আল ইত্তিহাদ ১০ জনের দলে পরিণত হওয়ার পর শুধু রোনালদোর সুযোগ মিসের মহড়া। ৫৩ মিনিটে প্রতিপক্ষের গোলরক্ষককে একা পেয়েও লক্ষ্যভেদ করতে পারেননি পর্তুগিজ ফরোয়ার্ড। রোনালদো এরপর ৭৪ মিনিটে ফ্রি কিক নিয়ে সেটা আল ইত্তিহাদের গোলপোস্টের অনেক ওপর দিয়ে পাঠিয়ে দিয়েছেন। একেবারে শেষ মুহূর্তে আল নাসরকে সমতায় ফেরানোর সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। ৯৫ মিনিটে ফ্রি কিকে শটটা তেমন জোরালো ছিল না রোনালদোর। আল ইত্তিহাদের গোলপোস্টের অনেক বাইরে দিয়ে চলে যায় সেটা। আল নাসরেরও বিদায় হয়ে যায় কিংস কাপের শেষ ষোলোতেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গোপনে সহপাঠীদের অপ্রীতিকর ছবি তুলে সিনিয়র ভাইকে পাঠাতেন বাকৃবি ছাত্রী

আন্তদেশীয় ট্রেন চালু করতে ভারতকে ফের চিঠি দেবে বাংলাদেশ

পদ্মা চরের আতঙ্ক কাঁকন বাহিনী

আপনার রাশিফল: অতি আত্মবিশ্বাসের লাগাম টানুন, ভুল ধরলে রোমান্স বরবাদ

কৃত্রিম বৃষ্টি ঝরাতে দিল্লিতে ‘ক্লাউড সিডিং’, প্রথম চেষ্টায় ব্যর্থ ভারত

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

‘স্যার’ উপাধি পাওয়ার ছয় মাস পর পুরস্কার পেলেন অ্যান্ডারসন

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, ১২: ২৯
নাইটহুড পুরস্কার বুঝে পেয়েছেন জেমস অ্যান্ডারসন। ছবি: ক্রিকইনফো
নাইটহুড পুরস্কার বুঝে পেয়েছেন জেমস অ্যান্ডারসন। ছবি: ক্রিকইনফো

‘স্যার’ উপাধি আগেই পেয়ে গেছেন জেমস অ্যান্ডারসন। এ বছরের এপ্রিলে তাঁকে নাইটহুড উপাধিতে ভূষিত হয়েছিলেন তিনি। ছয় মাস পর অবশেষে আনুষ্ঠানিক স্বীকৃতিটা পেয়েছেন ইংল্যান্ডের এই তারকা পেসার।

অ্যান্ডারসনকে আনুষ্ঠানিকভাবে নাইটহুড খেতাব দেওয়া হয়েছে গতকাল। উইন্ডসর ক্যাসেলে এক অনুষ্ঠানে বাংলাদেশ সময় গত রাতে প্রিন্সেস অ্যান তাঁকে এই উপাধিতে ভূষিত করেন। ক্রিকেটে অসাধারণ অবদানের জন্য এ বছরের এপ্রিলে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাকের পদত্যাগসংক্রান্ত সম্মাননা তালিকায় অ্যান্ডারসনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছিল। যুক্তরাজ্যের বিদায়ী প্রধানমন্ত্রীরা বিভিন্নক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে নাইট প্রস্তাব করতে পারেন। এটার অনুমোদন দেন রাজা।

২০০২ থেকে ২০২৪ পর্যন্ত ২২ বছরের ক্যারিয়ারে অ্যান্ডারসন ইংল্যান্ডের জার্সিতে ৪০১ ম্যাচে নিয়েছেন ৯৯১ উইকেট। যার মধ্যে ১৮৮ টেস্টে পেয়েছেন ৭০৪ উইকেট। ১৯৪ ওয়ানডেতে নিয়েছেন ২৬৯ উইকেট। ইংল্যান্ডের ক্রিকেটারদের মধ্যে ওয়ানডেতে সর্বোচ্চ উইকেট তাঁর। ১৯ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পেয়েছেন ১৮ উইকেট। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবশেষ খেলেছেন ২০০৯ সালে। ওয়ানডেতে তাঁকে শেষবারের মতো দেখা গেছে ২০১৫ সালে।

লর্ডসে গত বছর জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ইতি টেনেছেন অ্যান্ডারসন। বর্তমানে তিনি ল্যাঙ্কশায়ারের জার্সিতে কাউন্টি ক্রিকেট খেলা চালিয়ে যাচ্ছেন। এই দলের হয়েই খেলে প্রায় দশ বছর পর টি-টোয়েন্টিতে ফিরেছেন এই তারকা পেসার। মিডলসেক্সের বিপক্ষে এ বছরের সেপ্টেম্বরে প্রথম শ্রেণির ক্রিকেটেও খেলেছেন তিনি।

৭০৪ উইকেট নিয়ে টেস্টে পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট অ্যান্ডারসনের। তবে সব মিলিয়ে ক্রিকেটের রাজকীয় সংস্করণে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় তিনে ইংল্যান্ডের এই তারকা পেসার। টেস্টে সর্বোচ্চ ৮০০ উইকেট নিয়েছেন শ্রীলঙ্কান কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন। এই তালিকায় দুইয়ে থাকা শেন ওয়ার্নের উইকেট ৭০৮। অস্ট্রেলিয়ার এই কিংবদন্তি ২০২২ সালে চলে গেছেন না ফেরার দেশে।

আরও পড়ুন:

এখন থেকে ‘স্যার’ ডাকতে হবে অ্যান্ডারসনকে

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গোপনে সহপাঠীদের অপ্রীতিকর ছবি তুলে সিনিয়র ভাইকে পাঠাতেন বাকৃবি ছাত্রী

আন্তদেশীয় ট্রেন চালু করতে ভারতকে ফের চিঠি দেবে বাংলাদেশ

পদ্মা চরের আতঙ্ক কাঁকন বাহিনী

আপনার রাশিফল: অতি আত্মবিশ্বাসের লাগাম টানুন, ভুল ধরলে রোমান্স বরবাদ

কৃত্রিম বৃষ্টি ঝরাতে দিল্লিতে ‘ক্লাউড সিডিং’, প্রথম চেষ্টায় ব্যর্থ ভারত

এলাকার খবর
Loading...

সম্পর্কিত