এশিয়া সফরে এসে জিততেই যেন ভুলে গেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। আল নাসরের বিপক্ষে গত ম্যাচে গোলশূন্য ড্র করেছিল পিএসজি। এবার এগিয়ে থেকেও হেরেছে পিএসজি। নাগাই স্টেডিয়ামে আজ ক্লাব প্রীতি ম্যাচে পিএসজিকে ৩-২ গোলে হারিয়েছে সেরেজো ওসাকা।
১৭ মিনিটে হুগো একিতিকের গোলে এগিয়ে যায় পিএসজি। অ্যাসিস্ট করেছেন ওয়ারেন জায়ার সমতায় ফিরতে খুব একটা সময় লাগেনি ওসাকার। ২২ মিনিটে সমতাসূচক গোল করেন ওসাকার মিডফিল্ডার জোর্দি ক্রুক্স। প্রথমার্ধে এগিয়ে যেতে পিএসজি, ওসাকা দুই পক্ষই চেষ্টা করছিল। তবে কেউই গোলমুখ খুলতে পারেনি। ১-১ গোলে শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধে অল্প সময়েই এগিয়ে যায় পিএসজি। ৪৯ মিনিটে একিতিকের পাস থেকে গোল করেন ভিতিনহা। ৫৭ মিনিটে সমতায় ফেরার সুযোগ ছিল ওসাকার। সোতা কিতানোর অ্যাসিস্ট থেকে বাপায়ে দারুণ শট নিয়েছিলেন শিনজি কাগাওয়া। তবে গোল ঠেকিয়ে দিয়েছেন পিএসজি গোলরক্ষক জিয়ানলুইগি দোনারুমা। ২ মিনিট পর ব্যবধান ৩-১ করার সুযোগ ছিল পিএসজি। কার্লোস সোলারের ক্রস থেকে হেডে গোলের চেষ্টা করেন মিলান স্ক্রিনিয়ার। স্ক্রিনিয়ারের নিশ্চিত শট ঠেকিয়ে দিয়েছেন ওসাকা গোলরক্ষক ইয়াং হান বিন।
পাল্টাপাল্টি আক্রমণে ৬৭ মিনিটে সমতায় ফেরে ওসাকা। রিও ওয়াতানাবের অ্যাসিস্টে গোল করেন কিতানো। এরপর ব্যবধান বাড়ানোর চেষ্টা করেও লক্ষ্যভ্রষ্ট হয় পিএসজি। ৭৯ মিনিটে এগিয়ে যায় ওসাকা। হারুকি আরাইয়ের পাস থেকে গোল করেন কাগাওয়া। শেষের দিকে সমতায় ফিরতে মরিয়া হয়েছিল পিএসজি। শেষ পর্যন্ত ৩-২ গোলে জেতে ওসাকা।
এশিয়া সফরে এসে জিততেই যেন ভুলে গেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। আল নাসরের বিপক্ষে গত ম্যাচে গোলশূন্য ড্র করেছিল পিএসজি। এবার এগিয়ে থেকেও হেরেছে পিএসজি। নাগাই স্টেডিয়ামে আজ ক্লাব প্রীতি ম্যাচে পিএসজিকে ৩-২ গোলে হারিয়েছে সেরেজো ওসাকা।
১৭ মিনিটে হুগো একিতিকের গোলে এগিয়ে যায় পিএসজি। অ্যাসিস্ট করেছেন ওয়ারেন জায়ার সমতায় ফিরতে খুব একটা সময় লাগেনি ওসাকার। ২২ মিনিটে সমতাসূচক গোল করেন ওসাকার মিডফিল্ডার জোর্দি ক্রুক্স। প্রথমার্ধে এগিয়ে যেতে পিএসজি, ওসাকা দুই পক্ষই চেষ্টা করছিল। তবে কেউই গোলমুখ খুলতে পারেনি। ১-১ গোলে শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধে অল্প সময়েই এগিয়ে যায় পিএসজি। ৪৯ মিনিটে একিতিকের পাস থেকে গোল করেন ভিতিনহা। ৫৭ মিনিটে সমতায় ফেরার সুযোগ ছিল ওসাকার। সোতা কিতানোর অ্যাসিস্ট থেকে বাপায়ে দারুণ শট নিয়েছিলেন শিনজি কাগাওয়া। তবে গোল ঠেকিয়ে দিয়েছেন পিএসজি গোলরক্ষক জিয়ানলুইগি দোনারুমা। ২ মিনিট পর ব্যবধান ৩-১ করার সুযোগ ছিল পিএসজি। কার্লোস সোলারের ক্রস থেকে হেডে গোলের চেষ্টা করেন মিলান স্ক্রিনিয়ার। স্ক্রিনিয়ারের নিশ্চিত শট ঠেকিয়ে দিয়েছেন ওসাকা গোলরক্ষক ইয়াং হান বিন।
পাল্টাপাল্টি আক্রমণে ৬৭ মিনিটে সমতায় ফেরে ওসাকা। রিও ওয়াতানাবের অ্যাসিস্টে গোল করেন কিতানো। এরপর ব্যবধান বাড়ানোর চেষ্টা করেও লক্ষ্যভ্রষ্ট হয় পিএসজি। ৭৯ মিনিটে এগিয়ে যায় ওসাকা। হারুকি আরাইয়ের পাস থেকে গোল করেন কাগাওয়া। শেষের দিকে সমতায় ফিরতে মরিয়া হয়েছিল পিএসজি। শেষ পর্যন্ত ৩-২ গোলে জেতে ওসাকা।
ব্যাপক চেষ্টার পর এডনাল্ডো রদ্রিগেজের গুরুত্বপূর্ণ ভূমিকাই কার্লো আনচেলত্তিকে কোচ হিসেবে পেয়েছে ব্রাজিল। সেই সুখবরের সপ্তাহ না পেরোতেই দুঃসংবাদ। ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) সভাপতি এডনাল্ডোসহ বর্তমান বোর্ডকে সরিয়ে দেওয়ার আদেশ দিয়েছেন রিও দে জেনেইরোর একটি আদালত।
১ ঘণ্টা আগেচোটের কারণে বিশ্বকাপ বাছাইয়ে গত মার্চে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে খেলতে পারেননি লিওনেল মেসি। দুই ম্যাচ পর আর্জেন্টিনা দলে ফিরেছেন লিওনেল মেসি। অধিনায়ককে নিয়ে বিশ্বকাপ বাছাইয়ে আগামী মাসে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের প্রাথমিক দল দিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
৩ ঘণ্টা আগেদারুণ এক মৌসুম পার করছেন লামিন ইয়ামাল। নিজের পারফরম্যান্সের সঙ্গে দলকেও এনে দিচ্ছেন সাফল্য। রাতে তাঁর চোখ ধাঁধানো গোল ও অ্যাসিস্টে কাতালান ডার্বিতে স্টেডিয়ামে এস্পানিওলকে ২-০ গোলে হারিয়ে লা লিগার ২৮ তম শিরোপা ঘরে তুলল বার্সেলোনা। চলতি মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচে ১৭ গোল করার
৪ ঘণ্টা আগেরুদ্ধশ্বাস প্রথম দুই ওয়ানডেতে একটি করে জয় পেয়েছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। আজ সিরিজের শেষ ওয়ানডেতে অলিখিত ফাইনালে মাঠে নামছে দল দুটি। ফুটবলেও আজ গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে চেলসি-অ্যাস্টন ভিলার মতো দলগুলো।
৪ ঘণ্টা আগে