এশিয়া সফরে এসে জিততেই যেন ভুলে গেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। আল নাসরের বিপক্ষে গত ম্যাচে গোলশূন্য ড্র করেছিল পিএসজি। এবার এগিয়ে থেকেও হেরেছে পিএসজি। নাগাই স্টেডিয়ামে আজ ক্লাব প্রীতি ম্যাচে পিএসজিকে ৩-২ গোলে হারিয়েছে সেরেজো ওসাকা।
১৭ মিনিটে হুগো একিতিকের গোলে এগিয়ে যায় পিএসজি। অ্যাসিস্ট করেছেন ওয়ারেন জায়ার সমতায় ফিরতে খুব একটা সময় লাগেনি ওসাকার। ২২ মিনিটে সমতাসূচক গোল করেন ওসাকার মিডফিল্ডার জোর্দি ক্রুক্স। প্রথমার্ধে এগিয়ে যেতে পিএসজি, ওসাকা দুই পক্ষই চেষ্টা করছিল। তবে কেউই গোলমুখ খুলতে পারেনি। ১-১ গোলে শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধে অল্প সময়েই এগিয়ে যায় পিএসজি। ৪৯ মিনিটে একিতিকের পাস থেকে গোল করেন ভিতিনহা। ৫৭ মিনিটে সমতায় ফেরার সুযোগ ছিল ওসাকার। সোতা কিতানোর অ্যাসিস্ট থেকে বাপায়ে দারুণ শট নিয়েছিলেন শিনজি কাগাওয়া। তবে গোল ঠেকিয়ে দিয়েছেন পিএসজি গোলরক্ষক জিয়ানলুইগি দোনারুমা। ২ মিনিট পর ব্যবধান ৩-১ করার সুযোগ ছিল পিএসজি। কার্লোস সোলারের ক্রস থেকে হেডে গোলের চেষ্টা করেন মিলান স্ক্রিনিয়ার। স্ক্রিনিয়ারের নিশ্চিত শট ঠেকিয়ে দিয়েছেন ওসাকা গোলরক্ষক ইয়াং হান বিন।
পাল্টাপাল্টি আক্রমণে ৬৭ মিনিটে সমতায় ফেরে ওসাকা। রিও ওয়াতানাবের অ্যাসিস্টে গোল করেন কিতানো। এরপর ব্যবধান বাড়ানোর চেষ্টা করেও লক্ষ্যভ্রষ্ট হয় পিএসজি। ৭৯ মিনিটে এগিয়ে যায় ওসাকা। হারুকি আরাইয়ের পাস থেকে গোল করেন কাগাওয়া। শেষের দিকে সমতায় ফিরতে মরিয়া হয়েছিল পিএসজি। শেষ পর্যন্ত ৩-২ গোলে জেতে ওসাকা।
এশিয়া সফরে এসে জিততেই যেন ভুলে গেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। আল নাসরের বিপক্ষে গত ম্যাচে গোলশূন্য ড্র করেছিল পিএসজি। এবার এগিয়ে থেকেও হেরেছে পিএসজি। নাগাই স্টেডিয়ামে আজ ক্লাব প্রীতি ম্যাচে পিএসজিকে ৩-২ গোলে হারিয়েছে সেরেজো ওসাকা।
১৭ মিনিটে হুগো একিতিকের গোলে এগিয়ে যায় পিএসজি। অ্যাসিস্ট করেছেন ওয়ারেন জায়ার সমতায় ফিরতে খুব একটা সময় লাগেনি ওসাকার। ২২ মিনিটে সমতাসূচক গোল করেন ওসাকার মিডফিল্ডার জোর্দি ক্রুক্স। প্রথমার্ধে এগিয়ে যেতে পিএসজি, ওসাকা দুই পক্ষই চেষ্টা করছিল। তবে কেউই গোলমুখ খুলতে পারেনি। ১-১ গোলে শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধে অল্প সময়েই এগিয়ে যায় পিএসজি। ৪৯ মিনিটে একিতিকের পাস থেকে গোল করেন ভিতিনহা। ৫৭ মিনিটে সমতায় ফেরার সুযোগ ছিল ওসাকার। সোতা কিতানোর অ্যাসিস্ট থেকে বাপায়ে দারুণ শট নিয়েছিলেন শিনজি কাগাওয়া। তবে গোল ঠেকিয়ে দিয়েছেন পিএসজি গোলরক্ষক জিয়ানলুইগি দোনারুমা। ২ মিনিট পর ব্যবধান ৩-১ করার সুযোগ ছিল পিএসজি। কার্লোস সোলারের ক্রস থেকে হেডে গোলের চেষ্টা করেন মিলান স্ক্রিনিয়ার। স্ক্রিনিয়ারের নিশ্চিত শট ঠেকিয়ে দিয়েছেন ওসাকা গোলরক্ষক ইয়াং হান বিন।
পাল্টাপাল্টি আক্রমণে ৬৭ মিনিটে সমতায় ফেরে ওসাকা। রিও ওয়াতানাবের অ্যাসিস্টে গোল করেন কিতানো। এরপর ব্যবধান বাড়ানোর চেষ্টা করেও লক্ষ্যভ্রষ্ট হয় পিএসজি। ৭৯ মিনিটে এগিয়ে যায় ওসাকা। হারুকি আরাইয়ের পাস থেকে গোল করেন কাগাওয়া। শেষের দিকে সমতায় ফিরতে মরিয়া হয়েছিল পিএসজি। শেষ পর্যন্ত ৩-২ গোলে জেতে ওসাকা।
প্রথমবারের এশিয়ান কাপ ফুটসাল বাছাইয়ে অংশ নিচ্ছে বাংলাদেশ। যদিও এখনো দল চূড়ান্ত হয়নি। সে লক্ষ্য হ্যান্ডবল স্টেডিয়ামে চলছে ট্রায়াল। ৬৩০ খেলোয়াড়ের মধ্যে প্রাথমিকভাবে ৫৩ জনকে বাছাই করা হয়েছে। যা পরে নামিয়ে আনা হবে ১৪ তে। এর মধ্যে ফুটসালে হেড কোচ নিয়োগ দিয়েছে বাফুফে। দায়িত্ব পেয়েছেন ইরানের সাঈদ খোদারাহমি
২৭ মিনিট আগেমাঠ হোক বা মাঠের বাইরে—যেকোনো কিছুতেই নেইমারকে নিয়ে এখন চলে কথাবার্তা। আলোচনায় থাকতেই যে তিনি বেশি পছন্দ করেন। এবার তিনি ‘ব্যাটম্যান’ সিনেমার সেই বিখ্যাত ব্যাটমোবাইল গাড়ি কিনেছেন ২৫ কোটি টাকা খরচ করে।
১ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বোলিংয়ে রীতিমতো খাবি খাচ্ছে পাকিস্তান। মিরপুর শেরেবাংলায় তাঁর স্লোয়ার-কাটারে বিভ্রান্ত হচ্ছেন পাকিস্তানি ব্যাটাররা। ছন্দে থাকা বাংলাদেশের এই বাঁহাতি পেসার গড়ে চলেছেন একাধিক রেকর্ড। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কারও পেয়েছেন তিনি হাতেনাতে।
২ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগেই আন্দ্রে রাসেল জানিয়েছিলেন, সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচই তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে শেষ ম্যাচ। জ্যামাইকায় বাংলাদেশ সময় আজ সকালে তাঁর বিদায়বেলায় গার্ড অব অনার দেন ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা।
৩ ঘণ্টা আগে