চত্রা নদীর ভাঙনে যোগাযোগবিচ্ছিন্ন ৭ গ্রামের মানুষ
চত্রা নদীর উত্তর পাশে বালিয়াকান্দি-নারুয়া-মৃগী সড়ক। দক্ষিণ পাশে নারুয়া বাজার-বাকসাডাঙ্গি সড়ক। স্থানীয়রা জানান, নারুয়া ইউনিয়নের বড় ঘি-কমলা, ঘি-কমলা, চষাবিলা, কালুখালীর সাওরাইল, পূর্ব বাকসাডাঙ্গিসহ সাতটি গ্রামের মানুষ এ রাস্তায় চলাচল করে। এসব গ্রামের বেশির ভাগ মানুষ কৃষিজীবী। যাদের প্রতিদিনই কৃষিপণ্য