বনজের নিলাম, ফলদও কর্তন
ঝিনাইদহের শৈলকুপায় ইরি খালের কয়েক কিলোমিটার এলাকার লাখ লাখ টাকার ফলদ গাছ নিলাম ছাড়াই কেটে সাবাড় করে দেওয়া হচ্ছে। অভিযোগ উঠেছে, এ গাছ বিক্রির সঙ্গে জড়িত পানি উন্নয়ন বোর্ড (পাউবো) শৈলকুপা শাখার কর্মকর্তা, এমএলএসএসসহ অনেকে। জানা গেছে, নিলাম হয়েছে শুধু বনজ গাছের, কিন্তু কাটা হচ্ছে ফলদ গাছও।