Ajker Patrika

বনজের নিলাম, ফলদও কর্তন

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২২, ০৭: ৩৫
বনজের নিলাম, ফলদও কর্তন

ঝিনাইদহের শৈলকুপায় ইরি খালের কয়েক কিলোমিটার এলাকার লাখ লাখ টাকার ফলদ গাছ নিলাম ছাড়াই কেটে সাবাড় করে দেওয়া হচ্ছে। অভিযোগ উঠেছে, এ গাছ বিক্রির সঙ্গে জড়িত পানি উন্নয়ন বোর্ড (পাউবো) শৈলকুপা শাখার কর্মকর্তা, এমএলএসএসসহ অনেকে। জানা গেছে, নিলাম হয়েছে শুধু বনজ গাছের, কিন্তু কাটা হচ্ছে ফলদ গাছও।

সরেজমিন দেখা যায়, শৈলকুপা উপজেলার লাঙ্গলবাঁধ-শেখপাড়া সড়ক প্রশস্তকরণের কাজ চলছে। এ সুযোগে পাউবো শৈলকুপা শাখার কিছু কর্মকর্তা ও এমএলএসএস আ. রশিদের সঙ্গে যোগসাজশে মূল্যবান ফলদগাছ কেটে নিচ্ছেন প্রভাবশালীরা। এসব গাছের তালিকায় রয়েছে আম, জাম, কাঁঠাল, লিচু, মহা নিম। যদিও নিলামে উল্লেখ আছে, কোনো ফলদ গাছ কাটা যাবে না। এরপরও এই সমস্ত ফলদগাছ কেটে নেওয়া হচ্ছে। সরকারি নিয়ম নীতি তোয়াক্কা না করে এভাবে ইচ্ছামতো গাছ কাটায় পরিবেশবাদীরা উদ্বেগ প্রকাশ করেছেন।

গাছ ব্যবসায়ী সাহেব আলী বলেন, ‘আমরা এ গাছগুলো যাদের বাড়ির সামনে পড়েছে, তাঁদের থেকে কিনে নিয়েছি। এ ছাড়া এক একটা গাছ বাবদ পাউবোর এমএলএসএস রশিদকে ৫ থেকে ৭ হাজার টাকা করে দেওয়া হচ্ছে।’ কাশিনাথপুর বাসিন্দা গোপাল বলেন, ‘আমার বাড়ির সামনের গাছ, তাই কাটছি। গাছ কাটা বাবদ রশিদকে টাকা দেওয়া হয়েছে।’

এ বিষয়ে পাউবোর শৈলকুপা শাখার এমএলএসএস রশিদ বলেন, ‘আমি এসব গাছের দেখভালের দায়িত্বে আছি। যার যার বাড়ির সামনের গাছ, তাঁরা কেটে নিচ্ছেন। বারবার নিষেধ করা সত্ত্বেও তারা কেউ আমার কথা শুনছেন না।’

শৈলকুপা বন কর্মকর্তা মোখলেচুর রহমান বলেন, ‘এসব গাছ ওয়াপদা কর্তৃপক্ষ ও বন বিভাগ পৃথক নিলাম আহ্বান করে। তবে কোনো ফলদ গাছ কাটার নিলাম হয়নি এবং ওই সব গাছ কাটার অনুমতি দেওয়া হয়নি। কোনো ফলদ গাছ কাটা ঠিক হবে না।’

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী বিকর্ণ দাস বলেন, ‘ফলদ গাছ কেটে নেওয়ার বিষয়টি জানি না। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত