Ajker Patrika

৩৬টি দুর্নীতির লিখিত অভিযোগ দ্রুত সমাধানের নির্দেশ দুদকের

রংপুর প্রতিনিধি
Thumbnail image

রংপুর অঞ্চলের ১৫০ অভিযোগের মধ্যে বাছাই করা ৩৬টি দুর্নীতির লিখিত অভিযোগ শুনে তা দ্রুত সমাধান করার নির্দেশ দিয়েছেন দুর্নীতি দমন কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক। আজ সোমবার দুপুরে রংপুর টাউন হলে দুদক আয়োজিত গণশুনানি অনুষ্ঠানে এ নির্দেশ দেন তিনি। এ সময় অভিযোগকারী এবং অভিযুক্তদের সামনাসামনি আনা হয়। 

জানা যায়, শুনানিতে স্থানীয় ভূমি অফিসের তহসিলদারদের বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগ ছিল। এ ছাড়া শিক্ষা কর্মকর্তা, পিবিআই, জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড ও নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধেও ছিল বিস্তর অভিযোগ। 

শুনানিতে ৩৫ হাজার টাকা ঘুষ দাবি এবং অগ্রিম ১০০ টাকা নেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় রংপুর কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শনের পরিদর্শক তপন রায়কে ভর্ৎসনা করা হয়েছে। অভিযোগকারী ব্যবসায়ী মোস্তাফিজুর রহমানকে তাঁর কাজ ৭ দিনের মধ্যে করিয়ে দেওয়ার নির্দেশ দেন কমিশনার। নির্দিষ্ট সময়ের মধ্যে সমাধান না হলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আদেশ দেন তিনি। 

শুনানিতে দুর্নীতি দমন কমিশনার বলেন, আমরা চাই দেশের সকল নাগরিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন। নাগরিকেরা সচেতন হলেই দুদক সফল হবে। এমন গণশুনানি আগামীতেও হবে যাতে গণমানুষ তাঁদের দুঃখের কথা বলতে পারেন এবং তাঁদের কষ্ট থেকে মুক্তি পান। 

গণশুনানির সময় আরও উপস্থিত ছিলেন-দুর্নীতি দমন কমিশন রংপুর বিভাগীয় পরিচালক আব্দুল করিম, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহা. আব্দুল আলীম মাহমুদ, জেলা প্রশাসক মো. আসিব আহসান, রংপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুশান্ত চন্দ্র খান, সাধারণ সম্পাদক আকবর আলী প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সংবিধানে ‘রাষ্ট্রধর্ম ইসলাম’ রাখার পক্ষে যে যুক্তি দিলেন আলী রীয়াজ

রাজধানীতে নিখোঁজ কিশোরী নওগাঁয়, যা বললেন সঙ্গে থাকা তরুণের বাবা

নবাবি প্রশাসনে হিন্দু আমলারাই সংখ্যাগরিষ্ঠ

আটক ৩ জনকে ছাড়িয়ে নিতে উত্তরায় থানায় হামলা শিক্ষার্থীদের

উপদেষ্টা রিজওয়ানার কাছে মাত্র ১৫ মিনিট সময় চেয়ে পাইনি: বিজ্ঞানী আবেদ চৌধুরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত