Ajker Patrika

সতর্কবার্তা জারির পর বাড়ছে যমুনার পানি

সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৪ জুন ২০২২, ১৫: ০১
Thumbnail image

পানি উন্নয়ন বোর্ড বন্যার সতর্কবার্তা জারির পর সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বাড়তে শুরু করেছে। ২৪ ঘণ্টায় (গত বৃহস্পতিবার বেলা ৩টা থেকে গতকাল শুক্রবার ৩টা পর্যন্ত) যমুনা নদীর পানি সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ড পয়েন্ট এলাকায় ৩ সেন্টিমিটার বেড়েছে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক হাসানুর রহমান জানান, সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ড পয়েন্ট এলাকায় পানির বিপৎসীমা ধরা হয় ১৩ দশমিক ৩৫ সেন্টিমিটার। গতকাল শুক্রবার বেলা ৩টায় এই পয়েন্টে পানি রেকর্ড করা হয় ১০ দশমিক ৭১ সেন্টিমিটার।

পানি বাড়লেও তা বিপৎসীমার ২৬৪ সেন্টিমিটার (২ দশমিক ৬৪ সেন্টিমিটার) নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গত বুধবার এই পয়েন্টে পানি রেকর্ড করা হয় ১০ দশমিক ৭০ সেন্টিমিটার, গত বৃহস্পতিবার রেকর্ড করা হয় ১০ দশমিক ৬৮ সেন্টিমিটার এবং গত শুক্রবার পানি রেকর্ড করা হয় ১০ দশমিক ৭১ সেন্টিমিটার।

এদিকে পানি উন্নয়ন বোর্ড বন্যার সতর্কবার্তা জারির পর তা মোকাবিলায় সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম জানিয়েছেন।

বন্যার সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে, চলতি মাসের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে দেশের উত্তরের তিন বিভাগ, রংপুর, ময়মনসিংহ ও সিলেটে ভারী বর্ষণ এবং উজানে ভারতীয় ভূখণ্ডে ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে দেশের উত্তরের নদ-নদীতে পানি বাড়তে পারে। এতে উত্তরের তিন বিভাগের নিচু এলাকাগুলো যেখানে বন্যার পানিতে প্লাবিত হয়, সেখানে আগামী দুই সপ্তাহে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এ ছাড়া বন্যাপ্রবণ এলাকায় ফসল সংগ্রহের উপযুক্ত কৃষিপণ্য ৫ জুন ২০২২ এর আগেই সংগ্রহ করতে বলা হয়েছে। না হলে ফসল বন্যার পানিতে তলিয়ে যেতে পারে।

সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বাবলু কুমার সূত্রধর আজকের পত্রিকাকে বলেন, ‘বন্যা সতর্কীকরণ ম্যাসেজটি আমরা পেয়ে তা মাঠপর্যায়ে জানিয়ে দিয়েছি। সিরাজগঞ্জে অধিকাংশ জমির ফসল কাটা হয়েছে। বাকি যা আছে, তা দ্রুত কেটে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত