সীমান্ত স্টেডিয়ামের প্রস্তাব, এক দরজা পাকিস্তানে, আরেক দরজা ভারতে
ভারত-পাকিস্তানের দ্বিপক্ষীয় সিরিজ হয় না প্রায় এক যুগ ধরে। দল দুটির লড়াই মানে ক্রিকেটপ্রেমীদের দুভাগ হয়ে যাওয়া। থাকবে আলাদা উত্তেজনা, রোমাঞ্চ কথার লড়াই। কিন্তু রাজনৈতিক বৈরিতার কারণে এখন আর তাদের সিরিজ হয় না। তা-ই নয়, আইসিসি ও এসিসির ইভেন্টেও ভারত-পাকিস্তান দল একে অপরের দেশে সফর করতে চায় না।