ক্রীড়া ডেস্ক
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে হাইব্রিড মডেলের সমাধান কদিন আগেই করে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। এবার জানা গেল ভারতীয় ক্রিকেট দল তাদের ম্যাচগুলো খেলবে সংযুক্ত আরব আমিরাতে। যার মধ্যে থাকছে বাংলাদেশের ম্যাচও।
চ্যাম্পিয়নস ট্রফিতে ‘এ’ গ্রুপে ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ডের গ্রুপে পড়েছে বাংলাদেশ। ১৯ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে আইসিসির ইভেন্টটি। ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু বাংলাদেশের অভিযান। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ খেলবে ২৭ ফেব্রুয়ারি। রাওয়ালপিন্ডিতে হতে যাওয়া ম্যাচটি পাকিস্তানের গ্রুপ পর্বের শেষ ম্যাচ। পিসিবির এক মুখপাত্র জানান, পাকিস্তানে গতকাল সংযুক্ত আরব আমিরাতের জ্যেষ্ঠ মন্ত্রী ও এমিরেটস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান শেখ নাহিয়ান আল মুবারকের সঙ্গে দেখা করে পিসিবি সভাপতি মহসিন নাকভি নিরপেক্ষ ভেন্যু বাছাই করেছেন।
দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান মুখোমুখি হবে ২৩ ফেব্রুয়ারি। হাইভোল্টেজ ম্যাচটি যথারীতি আরব আমিরাতেই হবে। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ভারত খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। এই ম্যাচটি হবে ২ মার্চ। ক্রিকইনফোর গত রাতের এক প্রতিবেদনে জানা গেছে, ভারতের গ্রুপ পর্বের ম্যাচগুলো দুবাইয়ে হচ্ছে। ৪ ও ৫ মার্চ দুই সেমিফাইনালের জন্য এক দিন করে রিজার্ভ ডে রাখা হয়েছে। ভারত সেমিফাইনালে উঠলে দুবাইয়ে খেলবে ৪ মার্চ। তারা ফাইনালে উঠলে ৯ মার্চের শিরোপানির্ধারণী ম্যাচটিও দুবাইয়ে হবে। আর ভারত ফাইনালে বা সেমিফাইনালে না উঠতে পারলে নকআউট ম্যাচগুলো পাকিস্তান আয়োজন করবে।
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে খেলছে ৮ দল। গ্রুপ ‘বি’তে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার গ্রুপে থাকছে এশিয়ার আরেক পরাশক্তি আফগানিস্তান। ভারতের ম্যাচগুলো ছাড়া দুই গ্রুপের বাকি সব ম্যাচই হবে লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডিতে। এর আগে গত সপ্তাহে আইসিসি জানিয়েছে, ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিসহ পিসিবি ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) আয়োজন করা পরবর্তী চার আইসিসি টুর্নামেন্টে ভারত ও পাকিস্তান একে অপরের দেশে খেলতে যাবে না। অতিথি দল নিরপেক্ষ ভেন্যুতে নিজেদের ম্যাচগুলো খেলবে।
সবশেষ চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করা হয়েছে ২০১৭ সালে ইংল্যান্ডে। লন্ডনের ওভালে সেই ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ১৮০ রানে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরে পাকিস্তান। চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে এটাই পাকিস্তানের প্রথম শিরোপা।
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে হাইব্রিড মডেলের সমাধান কদিন আগেই করে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। এবার জানা গেল ভারতীয় ক্রিকেট দল তাদের ম্যাচগুলো খেলবে সংযুক্ত আরব আমিরাতে। যার মধ্যে থাকছে বাংলাদেশের ম্যাচও।
চ্যাম্পিয়নস ট্রফিতে ‘এ’ গ্রুপে ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ডের গ্রুপে পড়েছে বাংলাদেশ। ১৯ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে আইসিসির ইভেন্টটি। ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু বাংলাদেশের অভিযান। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ খেলবে ২৭ ফেব্রুয়ারি। রাওয়ালপিন্ডিতে হতে যাওয়া ম্যাচটি পাকিস্তানের গ্রুপ পর্বের শেষ ম্যাচ। পিসিবির এক মুখপাত্র জানান, পাকিস্তানে গতকাল সংযুক্ত আরব আমিরাতের জ্যেষ্ঠ মন্ত্রী ও এমিরেটস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান শেখ নাহিয়ান আল মুবারকের সঙ্গে দেখা করে পিসিবি সভাপতি মহসিন নাকভি নিরপেক্ষ ভেন্যু বাছাই করেছেন।
দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান মুখোমুখি হবে ২৩ ফেব্রুয়ারি। হাইভোল্টেজ ম্যাচটি যথারীতি আরব আমিরাতেই হবে। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ভারত খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। এই ম্যাচটি হবে ২ মার্চ। ক্রিকইনফোর গত রাতের এক প্রতিবেদনে জানা গেছে, ভারতের গ্রুপ পর্বের ম্যাচগুলো দুবাইয়ে হচ্ছে। ৪ ও ৫ মার্চ দুই সেমিফাইনালের জন্য এক দিন করে রিজার্ভ ডে রাখা হয়েছে। ভারত সেমিফাইনালে উঠলে দুবাইয়ে খেলবে ৪ মার্চ। তারা ফাইনালে উঠলে ৯ মার্চের শিরোপানির্ধারণী ম্যাচটিও দুবাইয়ে হবে। আর ভারত ফাইনালে বা সেমিফাইনালে না উঠতে পারলে নকআউট ম্যাচগুলো পাকিস্তান আয়োজন করবে।
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে খেলছে ৮ দল। গ্রুপ ‘বি’তে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার গ্রুপে থাকছে এশিয়ার আরেক পরাশক্তি আফগানিস্তান। ভারতের ম্যাচগুলো ছাড়া দুই গ্রুপের বাকি সব ম্যাচই হবে লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডিতে। এর আগে গত সপ্তাহে আইসিসি জানিয়েছে, ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিসহ পিসিবি ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) আয়োজন করা পরবর্তী চার আইসিসি টুর্নামেন্টে ভারত ও পাকিস্তান একে অপরের দেশে খেলতে যাবে না। অতিথি দল নিরপেক্ষ ভেন্যুতে নিজেদের ম্যাচগুলো খেলবে।
সবশেষ চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করা হয়েছে ২০১৭ সালে ইংল্যান্ডে। লন্ডনের ওভালে সেই ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ১৮০ রানে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরে পাকিস্তান। চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে এটাই পাকিস্তানের প্রথম শিরোপা।
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের কোচদের ‘ব্র্যান্ড’ হিসেবে খ্যাতি রয়েছে মোহাম্মদ সালাহউদ্দীনের। তাঁর হাত ধরেই সাকিব আল হাসান থেকে শুরু করে হালের জাকের আলী অনিক, মাহিদুল ইসলাম অঙ্কনরা তৈরি হচ্ছেন।
১৮ মিনিট আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল পরিবারের সঙ্গে কদিন ছুটি কাটাতে গেছেন মেলবোর্নে। ছুটি শেষে ১৮ আগস্ট ঢাকায় ফিরে আসার কথা তাঁর। এরপর শুরু সভাপতি হিসেবে বুলবুলের সংক্ষিপ্ত মেয়াদের বাকি অংশ।
১ ঘণ্টা আগেফ্লোরিডার লডারহিলে গতকাল জেসন হোল্ডারের শেষ বলের বাউন্ডারিতে ওয়েস্ট ইন্ডিজ টানা ৯ হারের পর জয়ের দেখা পেয়েছিল। তাতে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের আশা তৈরি হয়েছিল উইন্ডিজের। সেই জয়ের রেশ কাটতে না কাটতেই ফের যখন মাঠে নামল উইন্ডিজ, এবার তারা মাঠ ছাড়ল হারের হতাশা নিয়েই।
১ ঘণ্টা আগেমিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের কিউরেটর হিসেবে গামিনি ডি সিলভাকে নিয়ে আলোচনা-সমালোচনার শেষ নেই। মিরপুরের উইকেটকে ‘মাইনফিল্ডে পরিণত করে বাংলাদেশ দল শক্তিশালী দলের বিপক্ষে মাঝে মধ্যে সাফল্য পেলেও তাতে যতটা না প্রশংসা, তার চেয়ে বেশি নিন্দিত-সমালোচিত হয়েছেন গামিনি।
২ ঘণ্টা আগে