পাকিস্তানের ‘হল অব ফেমে’ ইনজামাম-মিসবাহ-সাইদ
তাঁরা অবসর নিয়েছেন অনেক বছরই হলো। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ‘হল অব ফেম’ চালু করেছে ২০২১ সাল থেকে। বিশেষ এই সম্মাননার তালিকায় এবার যুক্ত করা হয়েছে ইনজামাম-উল-হক, মিসবাহ-উল-হক, মুশতাক মোহাম্মদ ও সাইদ আনোয়ারকে। পিসিবির হল অব ফেমে এ নিয়ে সদস্য সংখ্যা হলো ১৪ জন।