তারকা ক্রিকেটারদের রাজনীতির সঙ্গে যুক্ত হওয়ার ঘটনা নতুন কিছু নয়। পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান হয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। শহীদ আফ্রিদি ২০০৯ সালে জিতেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে রাজনীতিতে যুক্ত হওয়ার কোনো চিন্তাভাবনা নেই তাঁর। পাকিস্তানের তারকা অলরাউন্ডার এখানে বাংলাদেশের দিকে ইঙ্গিত করেছেন।
সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজা—বাংলাদেশের দুই তারকা এবারের বিপিএলে নেই। তাঁদের নামের পাশে রাজনৈতিক ট্যাগ লেগে যাওয়াই বিপিএলে না খেলতে পারার কারণ।
সামাজিকমাধ্যমে যাঁরা বেশি সক্রিয়, তাঁদের কাছে ৫ আগস্ট বাংলাদেশে বৈষম্যবিরোধী আন্দোলনে সরকার পতনের পরের ঘটনাগুলো অজানা নয়। সরাসরি না বললেও আফ্রিদি সেদিকেই ইঙ্গিত করেছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পাকিস্তানি অলরাউন্ডার গত রাতে একটা ভিডিও ছেড়েছেন। আড্ডার এক ফাঁকে তামিম ইকবাল জিজ্ঞেস করেন, ‘রাজনীতিতে কি আসবেন শাহীদ ভাই?’ আফ্রিদি বলেছেন, ‘যে হাল তোমাদের, রাজনীতিতে আর আসছি না।’
এবারের বিপিএলে চিটাগং কিংসের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন আফ্রিদি। তামিমের সঙ্গে আড্ডায় সেখানে ছিলেন শহীদ আফ্রিদির জামাতা শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ নবীসহ আরও কয়েক জন ক্রিকেটার। তামিমের প্রশ্নের পর শহীদ আফ্রিদির উত্তরে অট্টহাসি দিয়েছেন শাহীন-নবীরা। আড্ডাচ্ছলে নবীর ওয়ানডে থেকে অবসর নেওয়ার প্রসঙ্গও এসেছে। চ্যাম্পিয়নস ট্রফির পর ওয়ানডে থেকে অবসর নেওয়ার কথাটাই আবার বলেছেন আফগান অলরাউন্ডার। শহীদ আফ্রিদি বললেন,‘না, না। অবসর নিও না।’ তামিমের প্রশ্ন নবীকে, ‘টি-টোয়েন্টি তো খেলবেন?’ আফগান অলরাউন্ডারের উত্তর,‘শুধুই টি-টোয়েন্টি।’
ফরচুন বরিশালকে এবারও নেতৃত্ব দিচ্ছেন। সেই দলে খেলছেন শাহিন-নবীর মতো তারকা অলরাউন্ডাররা। ১৯ জানুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হবে চিটাগং ও ঢাকা। তবে ১৫ জানুয়ারি পর্যন্ত শাহিনের খেলার অনুমতি রয়েছে।
তারকা ক্রিকেটারদের রাজনীতির সঙ্গে যুক্ত হওয়ার ঘটনা নতুন কিছু নয়। পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান হয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। শহীদ আফ্রিদি ২০০৯ সালে জিতেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে রাজনীতিতে যুক্ত হওয়ার কোনো চিন্তাভাবনা নেই তাঁর। পাকিস্তানের তারকা অলরাউন্ডার এখানে বাংলাদেশের দিকে ইঙ্গিত করেছেন।
সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজা—বাংলাদেশের দুই তারকা এবারের বিপিএলে নেই। তাঁদের নামের পাশে রাজনৈতিক ট্যাগ লেগে যাওয়াই বিপিএলে না খেলতে পারার কারণ।
সামাজিকমাধ্যমে যাঁরা বেশি সক্রিয়, তাঁদের কাছে ৫ আগস্ট বাংলাদেশে বৈষম্যবিরোধী আন্দোলনে সরকার পতনের পরের ঘটনাগুলো অজানা নয়। সরাসরি না বললেও আফ্রিদি সেদিকেই ইঙ্গিত করেছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পাকিস্তানি অলরাউন্ডার গত রাতে একটা ভিডিও ছেড়েছেন। আড্ডার এক ফাঁকে তামিম ইকবাল জিজ্ঞেস করেন, ‘রাজনীতিতে কি আসবেন শাহীদ ভাই?’ আফ্রিদি বলেছেন, ‘যে হাল তোমাদের, রাজনীতিতে আর আসছি না।’
এবারের বিপিএলে চিটাগং কিংসের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন আফ্রিদি। তামিমের সঙ্গে আড্ডায় সেখানে ছিলেন শহীদ আফ্রিদির জামাতা শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ নবীসহ আরও কয়েক জন ক্রিকেটার। তামিমের প্রশ্নের পর শহীদ আফ্রিদির উত্তরে অট্টহাসি দিয়েছেন শাহীন-নবীরা। আড্ডাচ্ছলে নবীর ওয়ানডে থেকে অবসর নেওয়ার প্রসঙ্গও এসেছে। চ্যাম্পিয়নস ট্রফির পর ওয়ানডে থেকে অবসর নেওয়ার কথাটাই আবার বলেছেন আফগান অলরাউন্ডার। শহীদ আফ্রিদি বললেন,‘না, না। অবসর নিও না।’ তামিমের প্রশ্ন নবীকে, ‘টি-টোয়েন্টি তো খেলবেন?’ আফগান অলরাউন্ডারের উত্তর,‘শুধুই টি-টোয়েন্টি।’
ফরচুন বরিশালকে এবারও নেতৃত্ব দিচ্ছেন। সেই দলে খেলছেন শাহিন-নবীর মতো তারকা অলরাউন্ডাররা। ১৯ জানুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হবে চিটাগং ও ঢাকা। তবে ১৫ জানুয়ারি পর্যন্ত শাহিনের খেলার অনুমতি রয়েছে।
আইপিএলে সব বড় বড় ক্রিকেট তারকাদের সম্মিলেন। তাঁদের ভিড়েই সব আলো কেড়ে নিচ্ছে ১৪ বছর বয়সী এক বিস্ময় বালক। আজ রাতে জয়পুরে সে কী করেছে...
৩ ঘণ্টা আগেচট্টগ্রাম টেস্টের প্রথম দিনে আজ শুরুর দুই সেশনেই দাপট দেখিয়েছে জিম্বাবুয়ের ব্যাটাররা। ইনিংসের প্রথম ১০ ওভারে ব্রায়ান বেনেটের ৫ বাউন্ডারি সফরকারীদের ভালো শুরুর ইঙ্গিতই দিচ্ছিল। লাঞ্চের আগেই দুই ওপেনার বেনেট (২১) ও বেন কারেনের (২১) এর উইকেট হারালেও পরিস্থিতির সামাল দেন নিক ওয়েলচ এবং শন উইলিয়ামস।
৬ ঘণ্টা আগেসিরিজ শুরুর আগে টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে তাইজুল ইসলামের উইকেট ছিল ৪১টি। এ বাঁহাতি স্পিনারের সামনে হাতছানি দিচ্ছিল ‘সুইং অব সুলতান’ খ্যাত ওয়াসিম আকরামকে ছাড়িয়ে যাওয়ার। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট শিকারের রেকর্ড আগে নিজের করে নিয়েছেন।
৬ ঘণ্টা আগেচট্টগ্রাম টেস্টের প্রথম দিনে আজ দুপুর পর্যন্ত ঠিক পথেই এগোচ্ছিল জিম্বাবুয়ে। তবে চা বিরতির পর সব আলো নিজের করে নিয়েছেন তাইজুল ইসলাম। অভিজ্ঞ বাঁহাতি স্পিনারের ভেলকিতে ধসে পড়ে জিম্বাবুয়ে, ২ উইকেটে ১৬১ থেকে তাদের হয়ে যায় ৯ উইকেটে ২১৭। জিম্বাবুইয়ানদের ধসিয়ে দেওয়ার কাজটা করেছেন তাইজুল, পেয়েছেন টেস্টে ১৬
৮ ঘণ্টা আগে