ক্রীড়া ডেস্ক
ঘরের মাঠে গত কয়েক সিরিজ ধরেই স্পিন দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করছে পাকিস্তান। বিশেষ করে, দুই স্পিনার সাজিদ খান ও নোমান আলীর ঘূর্ণিতে ব্যাটারদের মাথা ভনভন করে ঘুরেছে অনেকবার। তবে এবার আর শেষ রক্ষা হলো না পাকিস্তানের। মুলতানে দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজ জিতল ১২০ রানে।
পাকিস্তানের মাঠে টেস্ট জয় ওয়েস্ট ইন্ডিজের কাছে ‘সোনার হরিণের’ মতো। ১৯৫৯ সাল থেকে শুরু করে পাকিস্তানে এসে এখন পর্যন্ত ২৩ টেস্ট খেলেছে উইন্ডিজ। ক্যারিবীয়রা জিতেছে কেবল ৫ ম্যাচ। হেরেছে ১০ ম্যাচ ও ৮ ম্যাচ ড্র হয়েছে। মুলতানে এবার দ্বিতীয় টেস্ট জিতে ৩৪ বছর পর পাকিস্তানের মাঠে টেস্ট জিতল উইন্ডিজ। দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হলো ১-১ সমতায়।
মুলতানে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট পাঁচ দিন যে যাচ্ছে না, সেটা টের পাওয়া গিয়েছিল আগেই। দেখার অপেক্ষা ছিল ম্যাচ কত দূর গড়ায়। শেষ পর্যন্ত আজ তিন দিনেই ম্যাচের ফল চলে এল। ২৫৪ রানের লক্ষ্যে নেমে ৪ উইকেটে ৭৬ রানে তৃতীয় দিনের খেলা শুরু করে পাকিস্তান। দিনের খেলা শুরুর প্রথম ওভারেই উইকেট হারায় পাকিস্তান। স্বাগতিকদের দ্বিতীয় ইনিংসের ২৫তম ওভারের তৃতীয় বলে সৌদ শাকিলকে ফেরান কেভিন সিনক্লেয়ার। পরের ওভারে কাশিফ আলীকে ফেরান জোমেল ওয়ারিকান।
দ্রুত ২ উইকেট হারালে পাকিস্তানের স্কোর হয়ে যায় ২৫.২ ওভারে ৬ উইকেটে ৭৬ রান। বেকায়দায় পড়া পাকিস্তানের হাল ধরেন মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলী আগা। সপ্তম উইকেটে ৭৭ বলে ৩৯ রানের জুটি গড়েন তাঁরা। এই জুটি ভাঙতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে স্বাগতিকেরা। ১৮ রানে শেষ ৪ উইকেট হারিয়ে ১৩৩ রানে গুটিয়ে যায় পাকিস্তান। ইনিংস সর্বোচ্চ ৩১ রান করেন বাবর আজম। ৭০ রানে ৯ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন জোমেল ওয়ারিকান। যেখানে দ্বিতীয় ইনিংসে নেন ৫ উইকেট। সিরিজে সর্বোচ্চ ১৯ উইকেট নিয়ে তাঁর হাতেই উঠেছে সিরিজসেরার পুরস্কার।
এর আগে টস জিতে ব্যাটিং নিয়ে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ১৬৩ রানে অলআউট হয়েছে। ৪১ রানে ৬ উইকেট নিয়েছেন নোমান। এই ইনিংসে হ্যাটট্রিক করে রেকর্ড বইয়ে নাম লেখান ৩৮ বছর বয়সী এই স্পিনার। পাকিস্তান এরপর তাদের প্রথম ইনিংসে অলআউট হয়েছে ১৫৪ রানে। ৯ রানের লিড নিয়ে উইন্ডিজ দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে। অধিনায়ক ক্রেগ ব্রাথওয়েট করেন ফিফটি। ৭৪ বলে ৯ চার ও ২ ছক্কায় করেন ৫২ রান। উইন্ডিজ এখানে অলআউট হয়েছে ২৪৪ রানে।
দুই ম্যাচের টেস্ট সিরিজে ৮০ উইকেটের ৬৯টিই নিয়েছেন স্পিনাররা। ওয়ারিকানের পর সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ ১৬ উইকেট নিয়েছেন নোমান। সাজিদ পেয়েছেন ১৫ উইকেট।
ঘরের মাঠে গত কয়েক সিরিজ ধরেই স্পিন দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করছে পাকিস্তান। বিশেষ করে, দুই স্পিনার সাজিদ খান ও নোমান আলীর ঘূর্ণিতে ব্যাটারদের মাথা ভনভন করে ঘুরেছে অনেকবার। তবে এবার আর শেষ রক্ষা হলো না পাকিস্তানের। মুলতানে দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজ জিতল ১২০ রানে।
পাকিস্তানের মাঠে টেস্ট জয় ওয়েস্ট ইন্ডিজের কাছে ‘সোনার হরিণের’ মতো। ১৯৫৯ সাল থেকে শুরু করে পাকিস্তানে এসে এখন পর্যন্ত ২৩ টেস্ট খেলেছে উইন্ডিজ। ক্যারিবীয়রা জিতেছে কেবল ৫ ম্যাচ। হেরেছে ১০ ম্যাচ ও ৮ ম্যাচ ড্র হয়েছে। মুলতানে এবার দ্বিতীয় টেস্ট জিতে ৩৪ বছর পর পাকিস্তানের মাঠে টেস্ট জিতল উইন্ডিজ। দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হলো ১-১ সমতায়।
মুলতানে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট পাঁচ দিন যে যাচ্ছে না, সেটা টের পাওয়া গিয়েছিল আগেই। দেখার অপেক্ষা ছিল ম্যাচ কত দূর গড়ায়। শেষ পর্যন্ত আজ তিন দিনেই ম্যাচের ফল চলে এল। ২৫৪ রানের লক্ষ্যে নেমে ৪ উইকেটে ৭৬ রানে তৃতীয় দিনের খেলা শুরু করে পাকিস্তান। দিনের খেলা শুরুর প্রথম ওভারেই উইকেট হারায় পাকিস্তান। স্বাগতিকদের দ্বিতীয় ইনিংসের ২৫তম ওভারের তৃতীয় বলে সৌদ শাকিলকে ফেরান কেভিন সিনক্লেয়ার। পরের ওভারে কাশিফ আলীকে ফেরান জোমেল ওয়ারিকান।
দ্রুত ২ উইকেট হারালে পাকিস্তানের স্কোর হয়ে যায় ২৫.২ ওভারে ৬ উইকেটে ৭৬ রান। বেকায়দায় পড়া পাকিস্তানের হাল ধরেন মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলী আগা। সপ্তম উইকেটে ৭৭ বলে ৩৯ রানের জুটি গড়েন তাঁরা। এই জুটি ভাঙতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে স্বাগতিকেরা। ১৮ রানে শেষ ৪ উইকেট হারিয়ে ১৩৩ রানে গুটিয়ে যায় পাকিস্তান। ইনিংস সর্বোচ্চ ৩১ রান করেন বাবর আজম। ৭০ রানে ৯ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন জোমেল ওয়ারিকান। যেখানে দ্বিতীয় ইনিংসে নেন ৫ উইকেট। সিরিজে সর্বোচ্চ ১৯ উইকেট নিয়ে তাঁর হাতেই উঠেছে সিরিজসেরার পুরস্কার।
এর আগে টস জিতে ব্যাটিং নিয়ে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ১৬৩ রানে অলআউট হয়েছে। ৪১ রানে ৬ উইকেট নিয়েছেন নোমান। এই ইনিংসে হ্যাটট্রিক করে রেকর্ড বইয়ে নাম লেখান ৩৮ বছর বয়সী এই স্পিনার। পাকিস্তান এরপর তাদের প্রথম ইনিংসে অলআউট হয়েছে ১৫৪ রানে। ৯ রানের লিড নিয়ে উইন্ডিজ দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে। অধিনায়ক ক্রেগ ব্রাথওয়েট করেন ফিফটি। ৭৪ বলে ৯ চার ও ২ ছক্কায় করেন ৫২ রান। উইন্ডিজ এখানে অলআউট হয়েছে ২৪৪ রানে।
দুই ম্যাচের টেস্ট সিরিজে ৮০ উইকেটের ৬৯টিই নিয়েছেন স্পিনাররা। ওয়ারিকানের পর সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ ১৬ উইকেট নিয়েছেন নোমান। সাজিদ পেয়েছেন ১৫ উইকেট।
গোড়ালির ওপরের অংশ—চিকিৎসা বিজ্ঞানের ভাষায় অ্যাকিলিস টেনডনের সমস্যায় ভুগছিলেন তাসকিন আহমেদ। এ জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে পরামর্শ নিতে লন্ডনে গিয়েছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। চিকিৎসকদের সঙ্গে পরামর্শ শেষে জানা গেছে, আপাতত কোনো অস্ত্রোপচারের প্রয়োজন নেই তাঁর। এক বিজ্ঞপ্তিতে ব্যাপারটি নিশ্চিত
৪০ মিনিট আগেবাবা ক্রিস্টিয়ানো রোনালদোর পথে হাঁটা আরও আগেই শুরু করেছেন ক্রিস্টিয়ানো ডস সান্তোস, বেছে নিয়েছেন ফুটবলকে। এবার গায়ে জড়াতে যাচ্ছেন পর্তুগালের জার্সি। কোচ হোয়াও সান্তোসের ২২ সদস্যের পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে ডাক পেলেন রোনালদোর বড় ছেলে সান্তোস।
১ ঘণ্টা আগেসিরিজের প্রথম ওয়ানডেতেই ধাক্কা খেল বাংলাদেশ নারী ইমার্জিং দল। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে শুরুতে বেশ চাপে রেখেছিল বাংলাদেশ। স্বাগতিকদের সেই হুংকার অবশ্য ছিল সাময়িক সময়ের জন্যই।
২ ঘণ্টা আগেঅনেক দিন ধরেই অসুস্থ হয়ে আর্জেন্টিনার একটি হাসপাতালে ভর্তি ছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার গালভান। হাসপাতালেই শেষ নিশ্বাস ত্যাগ করেছেন এ ডিফেন্ডার। দীর্ঘদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন। ৭৭ বছর বয়সী গালভান বেশ কয়েক সপ্তাহ ধরেই নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে কর্দোভার একটি হাসপাতালে ভর্তি ছিলেন।
৩ ঘণ্টা আগে