Ajker Patrika

বিপিএলে ২ বছর পর সেঞ্চুরি পাকিস্তানি এই ক্রিকেটারের

অনলাইন ডেস্ক
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৫, ১৭: ০৫
বিপিএলে দ্বিতীয় সেঞ্চুরির পর এভাবেই দর্শকদের অভিনন্দনের জবাব দিয়েছেন উসমান খান। ছবি: আজকের পত্রিকা
বিপিএলে দ্বিতীয় সেঞ্চুরির পর এভাবেই দর্শকদের অভিনন্দনের জবাব দিয়েছেন উসমান খান। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তিনি খেলছেন চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির হয়েই। পার্থক্য শুধু দলের নাম বদলেছে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স থেকে এবার হয়েছে চিটাগং কিংস। নাম বদলানোর সঙ্গে তাঁর ব্যাটেও দেখা মিলেছে সেঞ্চুরির।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে ২০২৩ সালে বিপিএলে অভিষেক হয় উসমানের। বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে প্রথমবার অংশ নিয়েই সেঞ্চুরি করেছেন তিনি। মিরপুর শেরেবাংলায় সেবার খুলনা টাইগার্সের বিপক্ষে ১০৩ রানের ইনিংস খেলেছিলেন। দুই বছর পর মিরপুরে আজ ছুঁয়েছেন তিন অঙ্ক। এবার তাঁর প্রতিপক্ষ দুর্বার রাজশাহী।

টস জিতে আজ ফিল্ডিং নিয়েছেন দুর্বার রাজশাহীর অধিনায়ক এনামুল হক বিজয়। দলীয় ১ রানেই ভেঙে যায় চিটাগং কিংসের উদ্বোধনী জুটি। ইনিংসের দ্বিতীয় বলে পারভেজ হোসেন ইমনের উইকেট তুলে নিয়েছেন তাসকিন আহমেদ। ২ বল খেললেও রানের খাতা খুলতে পারেননি ইমন। চিটাগং কিংসও খেলতে থাকে রয়েসয়ে। প্রথম তিন ওভারে ১ উইকেটে ১৭ রান করে দলটি।

চতুর্থ ওভার থেকেই চিটাগংয়ের তাণ্ডব শুরু। এই ওভারে বোলিংয়ে আসা হাসান মুরাদকে পিটিয়ে একাই ১৯ রান নেন উসমান। এই ওভারে ৩ চার ও ১ ছক্কা মেরেছেন উসমান। উসমান ও গ্রাহাম ক্লার্কের আক্রমণে দিশেহারা হয়ে পড়ে রাজশাহী। দ্বিতীয় উইকেটে উসমান ও ক্লার্ক ৬৩ বলে গড়েন ১২০ রানের জুটি। ১১ তম ওভারের পঞ্চম বলে ক্লার্ককে ফিরিয়ে জুটি ভাঙেন সোহাগ গাজী।

তৃতীয় উইকেটে এরপর মোহাম্মদ মিঠুনের সঙ্গে ৩১ বলে ৬৩ রানের জুটি গড়তে অবদান রাখেন উসমান। এই জুটি গড়ার পথেই বিপিএল ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি উসমান তুলে নিয়েছেন। তিন অঙ্ক ছুঁতে পাকিস্তানি এই ক্রিকেটারের লেগেছে ৪৮ বল। তাতে রাজশাহীর পিচ্ছিল হাতেরও অবদান রয়েছে। ওপেনিংয়ে নামা উসমান আউট হয়েছেন ১৯ তম ওভারের প্রথম বলে। পাকিস্তানি এই ক্রিকেটারকে ফিরিয়েছেন তাসকিন। ৬২ বলে ১৩ চার ও ৬ ছক্কায় ১২৩ রান করেন উসমান।

উসমানের সেঞ্চুরির পর চিটাগংয়ের দ্বিতীয় সর্বোচ্চ ৪০ রান করেন ক্লার্ক। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২১৯ রান করে দলটি। রাজশাহীর তাসকিন ৪ ওভারে ২২ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট পেয়েছেন সোহাগ, শফিউল ইসলাম ও রায়ান বার্ল। ২২০ রানের লক্ষ্যে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত রাজশাহী ৪ ওভারে ১ উইকেটে ৪১ রান করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

সখীপুরে সন্তানদের সামনেই ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত