ক্রীড়া ডেস্ক
দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে পরশু। এই সিরিজ চলার মধ্যেই শুরু হয়ে যাবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন মৌসুম। দুটিই যখন চলবে সমান্তরালে, তখন ভিন্ন এক পরিকল্পনা শাহিন শাহ আফ্রিদি করেছেন বলে জানা গেছে।
২০২৪-২৫ বিপিএলে শাহিন শাহ আফ্রিদিকে সরাসরি চুক্তিতে নিয়েছে ফরচুন বরিশাল। বাংলাদেশের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শুরু হবে ৩০ ডিসেম্বর। প্রথম ম্যাচেই বরিশাল খেলবে দুর্বার রাজশাহীর বিপক্ষে। এখন শাহিন পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য বিবেচনা করতে নিষেধ করেছেন বলে আজ ভারতীয় গণমাধ্যমে জানা গেছে। বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) বরাত দিয়ে সূত্র বলেছে, ‘তিনি ম্যানেজমেন্ট ও বোর্ডকে নিশ্চিত করেছেন যে ভালো টাকা পাওয়া যাবে। টুর্নামেন্টের সময় ফিটনেস ও ওয়ার্কলোড নিয়ে কাজ করবেন। এ কারণে তার এই লিগে খেলার অনুমতি দেওয়া উচিত।’
বিপিএলের নতুন মৌসুম চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। সেই টুর্নামেন্ট শেষ হতে না হতেই পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ডকে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু। ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ত্রিদেশীয় সিরিজ। ওয়ানডে সিরিজ শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যেই শুরু চ্যাম্পিয়নস ট্রফি। পিটিআইয়ের বরাত দিয়ে সেই সূত্র বলেছে, ‘সত্যি হচ্ছে যে শাহিন নিজেকে টেস্ট সিরিজের জন্য বিবেচনা না করতে অনুরোধ করেছেন। যত দিন না চ্যাম্পিয়নস ট্রফি শেষ হচ্ছে তত দিন পর্যন্ত না খেলানোর অনুরোধ শাহিনের। নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের আগেই ফিট হয়ে উঠবেন বলে শাহিন জানিয়েছেন। এরপরই ঘরের মাঠে শুরু চ্যাম্পিয়নস ট্রফি।’
দক্ষিণ আফ্রিকাকে প্রথমবার ওয়ানডে সিরিজে পাকিস্তান হোয়াইটওয়াশ করেছে এবারই। জোহানেসবার্গে সিরিজের তৃতীয় ওয়ানডেতে পরশু ডাকওয়ার্থ লুইস ও স্টার্ন মেথডে (ডিএলএস) ৩৬ রানে জিতেছে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকাকে ৩-০ ব্যবধানে ধবলধোলাইয়ের অন্যতম নায়ক শাহিন। সিরিজে সর্বোচ্চ ৭ উইকেট নিয়েছেন ৬.৫২ ইকোনমিতে। তাছাড়া দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হওয়ার কথা ৭ জানুয়ারি।কেপটাউনে ৩ জানুয়ারি শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট।
দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে পরশু। এই সিরিজ চলার মধ্যেই শুরু হয়ে যাবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন মৌসুম। দুটিই যখন চলবে সমান্তরালে, তখন ভিন্ন এক পরিকল্পনা শাহিন শাহ আফ্রিদি করেছেন বলে জানা গেছে।
২০২৪-২৫ বিপিএলে শাহিন শাহ আফ্রিদিকে সরাসরি চুক্তিতে নিয়েছে ফরচুন বরিশাল। বাংলাদেশের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শুরু হবে ৩০ ডিসেম্বর। প্রথম ম্যাচেই বরিশাল খেলবে দুর্বার রাজশাহীর বিপক্ষে। এখন শাহিন পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য বিবেচনা করতে নিষেধ করেছেন বলে আজ ভারতীয় গণমাধ্যমে জানা গেছে। বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) বরাত দিয়ে সূত্র বলেছে, ‘তিনি ম্যানেজমেন্ট ও বোর্ডকে নিশ্চিত করেছেন যে ভালো টাকা পাওয়া যাবে। টুর্নামেন্টের সময় ফিটনেস ও ওয়ার্কলোড নিয়ে কাজ করবেন। এ কারণে তার এই লিগে খেলার অনুমতি দেওয়া উচিত।’
বিপিএলের নতুন মৌসুম চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। সেই টুর্নামেন্ট শেষ হতে না হতেই পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ডকে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু। ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ত্রিদেশীয় সিরিজ। ওয়ানডে সিরিজ শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যেই শুরু চ্যাম্পিয়নস ট্রফি। পিটিআইয়ের বরাত দিয়ে সেই সূত্র বলেছে, ‘সত্যি হচ্ছে যে শাহিন নিজেকে টেস্ট সিরিজের জন্য বিবেচনা না করতে অনুরোধ করেছেন। যত দিন না চ্যাম্পিয়নস ট্রফি শেষ হচ্ছে তত দিন পর্যন্ত না খেলানোর অনুরোধ শাহিনের। নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের আগেই ফিট হয়ে উঠবেন বলে শাহিন জানিয়েছেন। এরপরই ঘরের মাঠে শুরু চ্যাম্পিয়নস ট্রফি।’
দক্ষিণ আফ্রিকাকে প্রথমবার ওয়ানডে সিরিজে পাকিস্তান হোয়াইটওয়াশ করেছে এবারই। জোহানেসবার্গে সিরিজের তৃতীয় ওয়ানডেতে পরশু ডাকওয়ার্থ লুইস ও স্টার্ন মেথডে (ডিএলএস) ৩৬ রানে জিতেছে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকাকে ৩-০ ব্যবধানে ধবলধোলাইয়ের অন্যতম নায়ক শাহিন। সিরিজে সর্বোচ্চ ৭ উইকেট নিয়েছেন ৬.৫২ ইকোনমিতে। তাছাড়া দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হওয়ার কথা ৭ জানুয়ারি।কেপটাউনে ৩ জানুয়ারি শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট।
আন্দ্রে রাসেল একটা ব্যাট উপহার দিয়েছিলেন টিম ডেভিডকে। সেই ব্যাট দিয়েই ওয়েস্ট ইন্ডিজকে রীতিমতো খুন করলেন! গত বছর নভেম্বরের পর অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টি সংস্করণে ব্যাট করতে নামলেন ডেভিড। পরের ঘটনা উঠে গেছে রেকর্ড বইয়ে। মাত্র ৩৭ বলে তুলে নিয়েছেন সেঞ্চুরি। ১৬ বলে করেছেন ফিফটি। অস্ট্রেলিয়ার হয়ে...
১ ঘণ্টা আগেওল্ড ট্রাফোর্ড টেস্টে জো রুটের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে বড় সংগ্রহের দিকে ইংল্যান্ড। তৃতীয় দিন শেষে ৭ উইকেটে ৫৪৪ রান তাদের। ১৮৬ রানের লিড নিয়ে আজ ৪র্থ দিন আবারও ব্যাটিংয়ে নামবে তারা। বিকেল ৪টায় শুরু হবে খেলা। সরাসরি সনি টেন ১ ও ৫ খেলা সম্প্রচার করবে।
২ ঘণ্টা আগেটানা দুটি সিরিজ জয়; শ্রীলঙ্কার পর এবার পাকিস্তান। দুই সিরিজ মিলিয়ে চার ম্যাচে জয়। এই ধারাবাহিক সাফল্যে আত্মবিশ্বাস বেড়েছে বাংলাদেশ দলের, এই কথা বলছেন অধিনায়ক লিটন দাসসহ দলের অন্য সদস্যরা। তবে এই আত্মবিশ্বাস কতটা কাজে দেবে দলের এবং এটা কি সত্যি না কৃত্রিম, এ নিয়ে যখন আলোচনা, তখন লিটনদের সামনে...
২ ঘণ্টা আগেশচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা—গাণিতিক হিসেবে ৬০.২৮ শতাংশ! ক্যারিয়ারের শুরুতে এমন সম্ভাবনা জাগিয়ে অনেকেই হারিয়ে গেছেন কিংবা অনেক আগেই থেমে যায় তাঁদের ক্যারিয়ার। কিন্তু জো রুট একদমই ভিন্ন। শচীনকে ছাড়িয়ে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে দারুণভাবে ছুটছেন ইংলিশ এ ব্যাটার। পরিসং
১৫ ঘণ্টা আগে