ক্রীড়া ডেস্ক
দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে পরশু। এই সিরিজ চলার মধ্যেই শুরু হয়ে যাবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন মৌসুম। দুটিই যখন চলবে সমান্তরালে, তখন ভিন্ন এক পরিকল্পনা শাহিন শাহ আফ্রিদি করেছেন বলে জানা গেছে।
২০২৪-২৫ বিপিএলে শাহিন শাহ আফ্রিদিকে সরাসরি চুক্তিতে নিয়েছে ফরচুন বরিশাল। বাংলাদেশের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শুরু হবে ৩০ ডিসেম্বর। প্রথম ম্যাচেই বরিশাল খেলবে দুর্বার রাজশাহীর বিপক্ষে। এখন শাহিন পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য বিবেচনা করতে নিষেধ করেছেন বলে আজ ভারতীয় গণমাধ্যমে জানা গেছে। বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) বরাত দিয়ে সূত্র বলেছে, ‘তিনি ম্যানেজমেন্ট ও বোর্ডকে নিশ্চিত করেছেন যে ভালো টাকা পাওয়া যাবে। টুর্নামেন্টের সময় ফিটনেস ও ওয়ার্কলোড নিয়ে কাজ করবেন। এ কারণে তার এই লিগে খেলার অনুমতি দেওয়া উচিত।’
বিপিএলের নতুন মৌসুম চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। সেই টুর্নামেন্ট শেষ হতে না হতেই পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ডকে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু। ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ত্রিদেশীয় সিরিজ। ওয়ানডে সিরিজ শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যেই শুরু চ্যাম্পিয়নস ট্রফি। পিটিআইয়ের বরাত দিয়ে সেই সূত্র বলেছে, ‘সত্যি হচ্ছে যে শাহিন নিজেকে টেস্ট সিরিজের জন্য বিবেচনা না করতে অনুরোধ করেছেন। যত দিন না চ্যাম্পিয়নস ট্রফি শেষ হচ্ছে তত দিন পর্যন্ত না খেলানোর অনুরোধ শাহিনের। নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের আগেই ফিট হয়ে উঠবেন বলে শাহিন জানিয়েছেন। এরপরই ঘরের মাঠে শুরু চ্যাম্পিয়নস ট্রফি।’
দক্ষিণ আফ্রিকাকে প্রথমবার ওয়ানডে সিরিজে পাকিস্তান হোয়াইটওয়াশ করেছে এবারই। জোহানেসবার্গে সিরিজের তৃতীয় ওয়ানডেতে পরশু ডাকওয়ার্থ লুইস ও স্টার্ন মেথডে (ডিএলএস) ৩৬ রানে জিতেছে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকাকে ৩-০ ব্যবধানে ধবলধোলাইয়ের অন্যতম নায়ক শাহিন। সিরিজে সর্বোচ্চ ৭ উইকেট নিয়েছেন ৬.৫২ ইকোনমিতে। তাছাড়া দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হওয়ার কথা ৭ জানুয়ারি।কেপটাউনে ৩ জানুয়ারি শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট।
দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে পরশু। এই সিরিজ চলার মধ্যেই শুরু হয়ে যাবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন মৌসুম। দুটিই যখন চলবে সমান্তরালে, তখন ভিন্ন এক পরিকল্পনা শাহিন শাহ আফ্রিদি করেছেন বলে জানা গেছে।
২০২৪-২৫ বিপিএলে শাহিন শাহ আফ্রিদিকে সরাসরি চুক্তিতে নিয়েছে ফরচুন বরিশাল। বাংলাদেশের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শুরু হবে ৩০ ডিসেম্বর। প্রথম ম্যাচেই বরিশাল খেলবে দুর্বার রাজশাহীর বিপক্ষে। এখন শাহিন পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য বিবেচনা করতে নিষেধ করেছেন বলে আজ ভারতীয় গণমাধ্যমে জানা গেছে। বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) বরাত দিয়ে সূত্র বলেছে, ‘তিনি ম্যানেজমেন্ট ও বোর্ডকে নিশ্চিত করেছেন যে ভালো টাকা পাওয়া যাবে। টুর্নামেন্টের সময় ফিটনেস ও ওয়ার্কলোড নিয়ে কাজ করবেন। এ কারণে তার এই লিগে খেলার অনুমতি দেওয়া উচিত।’
বিপিএলের নতুন মৌসুম চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। সেই টুর্নামেন্ট শেষ হতে না হতেই পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ডকে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু। ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ত্রিদেশীয় সিরিজ। ওয়ানডে সিরিজ শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যেই শুরু চ্যাম্পিয়নস ট্রফি। পিটিআইয়ের বরাত দিয়ে সেই সূত্র বলেছে, ‘সত্যি হচ্ছে যে শাহিন নিজেকে টেস্ট সিরিজের জন্য বিবেচনা না করতে অনুরোধ করেছেন। যত দিন না চ্যাম্পিয়নস ট্রফি শেষ হচ্ছে তত দিন পর্যন্ত না খেলানোর অনুরোধ শাহিনের। নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের আগেই ফিট হয়ে উঠবেন বলে শাহিন জানিয়েছেন। এরপরই ঘরের মাঠে শুরু চ্যাম্পিয়নস ট্রফি।’
দক্ষিণ আফ্রিকাকে প্রথমবার ওয়ানডে সিরিজে পাকিস্তান হোয়াইটওয়াশ করেছে এবারই। জোহানেসবার্গে সিরিজের তৃতীয় ওয়ানডেতে পরশু ডাকওয়ার্থ লুইস ও স্টার্ন মেথডে (ডিএলএস) ৩৬ রানে জিতেছে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকাকে ৩-০ ব্যবধানে ধবলধোলাইয়ের অন্যতম নায়ক শাহিন। সিরিজে সর্বোচ্চ ৭ উইকেট নিয়েছেন ৬.৫২ ইকোনমিতে। তাছাড়া দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হওয়ার কথা ৭ জানুয়ারি।কেপটাউনে ৩ জানুয়ারি শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট।
৩৩ পেরিয়ে আজ ৩৪ বছরে পা দিয়েছেন লোকেশ রাহুল। ৩৩তম জন্মদিনের দিন ভক্তদের থেকে পেয়েছেন জন্মদিনের শুভেচ্ছা। আইপিএলে তাঁর দল দিল্লি ক্যাপিটালসও সামাজিক মাধ্যমে জন্মদিন নিয়ে একটি রিলস পোস্ট করেছে। নিজের জন্মদিনের দিনই মেয়ের নাম জানালেন রাহুল
১০ ঘণ্টা আগে৬২ পেরিয়ে আজ ৬৩-এ পা দিলেন ফিল সিমন্স। তাঁর ৬২তম জন্মদিনটা কেটেছে বাংলাদেশেই। কারণ, বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ দরজায় কড়া নাড়ছে। সিরিজ শুরুর আগে মুশফিকুর রহিম-মেহেদী হাসান মিরাজদের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন সিমন্স।
১০ ঘণ্টা আগে২০২২ কাতার বিশ্বকাপ জিতেই লিওনেল মেসির আজন্মলালিত স্বপ্ন পূরণ হয়েছে। তখন থেকেই মেসির ২০২৬ ফুটবল বিশ্বকাপ খেলা নিয়ে শোনা যাচ্ছে নানা কথাবার্তা। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ শুরু হতে যখন বাকি ১৪ মাস, তখন আলোচনাটা হচ্ছে আরও বেশি।
১১ ঘণ্টা আগেএএইচএফ কাপে গত চার আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবার শুরুটা করল চ্যাম্পিয়নের মতো করেই। নিজেদের প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে পুষ্কর ক্ষিসা মিমোর দল। জোড়া গোল করেছেন আশরাফুল ইসলাম।
১২ ঘণ্টা আগে