খুলনায় কনকা, গ্রি, হাইকোর সেলস ও ডিসপ্লে সেন্টার উদ্বোধন
কনকা, গ্রী ও হাইকো ব্র্যান্ড ইলেকট্রনিকস ও হোম অ্যাপলায়েন্স পণ্যের উৎপাদন ও বাজারজাতকারী গ্রুপ ইলেকট্রো মার্ট এখন আরও বৃহৎ সুবিধাদি ও বড় পরিসরে বিভাগীয় শহর খুলনাবাসীর দোর গোড়ায়। খুলনার কেডিএ চত্বরে সুবিশাল পরিসরে কনকা, গ্রী, হাইকোর সেলস ও ডিসপ্লে সেন্টার উদ্বোধন করা হয়।