নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অনিয়ম-দুর্নীতির অভিযোগের মুখে থাকা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) প্রধান প্রকৌশলী শাহ্ নইমুল কাদের ‘বেসরকারি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের উন্নয়ন’ প্রকল্পের পরিচালকের দায়িত্ব ছাড়ছেন।
তাঁকে সরানোসহ ‘ইইডির বিভিন্ন উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক নিয়োগসংক্রান্ত’ প্রস্তাব গতকাল মঙ্গলবার অফিস সময়ের পরে খুব গোপনে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রধান প্রকৌশলীর সই করা নথির অনুলিপি আজকের পত্রিকার হাতে এসেছে।
প্রস্তাব পাওয়ার বিষয়টি নিশ্চিত করে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিকল্পনা) ড. মো. আমজাদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘হ্যাঁ, এসংক্রান্ত একটি প্রস্তাব আমরা পেয়েছি।’
নথিতে দেখা যায়, শাহ্ নইমুল কাদেরের দায়িত্বে থাকা ‘বেসরকারি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের উন্নয়ন’ প্রকল্পের দায়িত্ব দেওয়া হয়েছে তত্ত্বাবধায়ক প্রকৌশলী (খুলনা সার্কেল) আ ট ম মারুফ আল ফারুকীকে। আর তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ময়মনসিংহ সার্কেল) আফরোজা বেগমকে অন্য একটি প্রকল্পের দায়িত্ব দেওয়া হয়েছে। এত দিন রুটিন কাজ করে যাওয়া তিন নির্বাহী প্রকৌশলী জয়নাল আবেদীন, সুমী দেবী, এস এম সাফিন আহমেদকেও তিনটি প্রকল্পের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া কয়েকটি প্রকল্পের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে।
এ বিষয়ে মঙ্গলবার দৈনিক আজকের পত্রিকায় ‘৫০ হাজার কোটি টাকার কাজ পাঁচজনের কবজায়’ শিরোনামে এক প্রতিবেদন প্রকাশিত হয়। তাতে বলা হয়, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে প্রায় ৫০ হাজার কোটি টাকা ব্যয়ে ২৫টি প্রকল্পের কাজ চলছে। সেখানে প্রকল্প পরিচালকের দায়িত্ব পাওয়ার মতো যোগ্য ব্যক্তি ১৭ জন থাকলেও মাত্র পাঁচজন নেতৃত্ব দিচ্ছেন সব প্রকল্পে। অন্যরা করে যাচ্ছেন রুটিন কাজ।
এর মধ্যে নইমুল কাদেরের প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ১০ হাজার ৬০০ কোটি টাকা। এই প্রকল্পের অধীন খুলনার ডুমুরিয়ায় নির্মাণাধীন পল্লীশ্রী মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন হেলে পড়লে এ নিয়ে ব্যাপক সমালোচনা হয়। বিষয়টির এখনো কোনো সমাধান হয়নি।
ইইডির একাধিক দায়িত্বশীল কর্মকর্তা জানান, এই প্রতিবেদন প্রকাশের পর শিক্ষা প্রশাসনে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। এরপর মন্ত্রণালয়ের সর্বোচ্চ কৃর্তপক্ষের নির্দেশে প্রধান প্রকৌশলীকে প্রকল্প থেকে সরে দায়িত্ব পুনর্বণ্টনের নথি মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দেন শিক্ষাসচিব মো. আবু বকর ছিদ্দীক। এরপর তড়িঘড়ি করে প্রকল্প পরিচালক নিয়োগসংক্রান্ত প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক ইইডির একাধিক দায়িত্বশীল কর্মকর্তা অভিযোগ করেন, প্রধান প্রকৌশলী শাহ্ নইমুল কাদের ‘বেসরকারি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের উন্নয়ন’ প্রকল্পের দায়িত্ব ছাড়লেও নতুন যিনি আসছেন, তিনি তাঁরই ঘনিষ্ঠ বলে পরিচিত। অনিয়ম-দুর্নীতির অভিযোগ ঢাকতেই কাছের লোককে নিয়োগ দেওয়া হচ্ছে বলে তাঁরা মনে করেন।
অনিয়ম-দুর্নীতির অভিযোগের মুখে থাকা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) প্রধান প্রকৌশলী শাহ্ নইমুল কাদের ‘বেসরকারি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের উন্নয়ন’ প্রকল্পের পরিচালকের দায়িত্ব ছাড়ছেন।
তাঁকে সরানোসহ ‘ইইডির বিভিন্ন উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক নিয়োগসংক্রান্ত’ প্রস্তাব গতকাল মঙ্গলবার অফিস সময়ের পরে খুব গোপনে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রধান প্রকৌশলীর সই করা নথির অনুলিপি আজকের পত্রিকার হাতে এসেছে।
প্রস্তাব পাওয়ার বিষয়টি নিশ্চিত করে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিকল্পনা) ড. মো. আমজাদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘হ্যাঁ, এসংক্রান্ত একটি প্রস্তাব আমরা পেয়েছি।’
নথিতে দেখা যায়, শাহ্ নইমুল কাদেরের দায়িত্বে থাকা ‘বেসরকারি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের উন্নয়ন’ প্রকল্পের দায়িত্ব দেওয়া হয়েছে তত্ত্বাবধায়ক প্রকৌশলী (খুলনা সার্কেল) আ ট ম মারুফ আল ফারুকীকে। আর তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ময়মনসিংহ সার্কেল) আফরোজা বেগমকে অন্য একটি প্রকল্পের দায়িত্ব দেওয়া হয়েছে। এত দিন রুটিন কাজ করে যাওয়া তিন নির্বাহী প্রকৌশলী জয়নাল আবেদীন, সুমী দেবী, এস এম সাফিন আহমেদকেও তিনটি প্রকল্পের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া কয়েকটি প্রকল্পের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে।
এ বিষয়ে মঙ্গলবার দৈনিক আজকের পত্রিকায় ‘৫০ হাজার কোটি টাকার কাজ পাঁচজনের কবজায়’ শিরোনামে এক প্রতিবেদন প্রকাশিত হয়। তাতে বলা হয়, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে প্রায় ৫০ হাজার কোটি টাকা ব্যয়ে ২৫টি প্রকল্পের কাজ চলছে। সেখানে প্রকল্প পরিচালকের দায়িত্ব পাওয়ার মতো যোগ্য ব্যক্তি ১৭ জন থাকলেও মাত্র পাঁচজন নেতৃত্ব দিচ্ছেন সব প্রকল্পে। অন্যরা করে যাচ্ছেন রুটিন কাজ।
এর মধ্যে নইমুল কাদেরের প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ১০ হাজার ৬০০ কোটি টাকা। এই প্রকল্পের অধীন খুলনার ডুমুরিয়ায় নির্মাণাধীন পল্লীশ্রী মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন হেলে পড়লে এ নিয়ে ব্যাপক সমালোচনা হয়। বিষয়টির এখনো কোনো সমাধান হয়নি।
ইইডির একাধিক দায়িত্বশীল কর্মকর্তা জানান, এই প্রতিবেদন প্রকাশের পর শিক্ষা প্রশাসনে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। এরপর মন্ত্রণালয়ের সর্বোচ্চ কৃর্তপক্ষের নির্দেশে প্রধান প্রকৌশলীকে প্রকল্প থেকে সরে দায়িত্ব পুনর্বণ্টনের নথি মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দেন শিক্ষাসচিব মো. আবু বকর ছিদ্দীক। এরপর তড়িঘড়ি করে প্রকল্প পরিচালক নিয়োগসংক্রান্ত প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক ইইডির একাধিক দায়িত্বশীল কর্মকর্তা অভিযোগ করেন, প্রধান প্রকৌশলী শাহ্ নইমুল কাদের ‘বেসরকারি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের উন্নয়ন’ প্রকল্পের দায়িত্ব ছাড়লেও নতুন যিনি আসছেন, তিনি তাঁরই ঘনিষ্ঠ বলে পরিচিত। অনিয়ম-দুর্নীতির অভিযোগ ঢাকতেই কাছের লোককে নিয়োগ দেওয়া হচ্ছে বলে তাঁরা মনে করেন।
স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হচ্ছে। বুধবার দিবাগত রাত পৌনে ১টার দিকে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
২১ মিনিট আগেসরকারি কর্মচারীদের জন্য অনানুগত্যের ধারা বাদ দিয়ে ও সব ধরনের দণ্ডের বিরুদ্ধে আপিলের সুযোগ রেখে সরকারি চাকরি অধ্যাদেশ দ্বিতীয় দফায় সংশোধন করা হয়েছে।
২৭ মিনিট আগে১৯২৫ সালের ২৩ জুলাই, গাজীপুর জেলার অন্তর্গত কাপাসিয়ার দরদরিয়ায় জন্মগ্রহণ করা শিশুটি যে বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় ভূমিকা রেখে যাবেন, সেটা হয়তো সেদিনই বোঝা যায়নি। কিন্তু সেদিনের ক্ষীণকায় শিশুটি ধীরে ধীরে বেড়ে ওঠেন। আজীবন সঙ্গী হয় শান্ত, সংযমী, আত্মমগ্ন স্বভাব। তিনি তাজউদ্দীন আহমদ—স্বাধীন বাংলাদ
১ ঘণ্টা আগেপুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও তাঁর পরিবারের নামে থাকা গুলশানের ডুপ্লেক্স ফ্ল্যাটের ব্যবহৃত জিনিসপত্র নিলামে তোলার প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই লক্ষ্যে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের নির্দেশে একটি নিলাম কমিটি গঠন করা হয়েছে।
২ ঘণ্টা আগে