Ajker Patrika

নিলামের প্রক্রিয়া শুরু

বেনজীরের এক ফ্ল্যাটেই এত সম্পদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। ফাইল ছবি
বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। ফাইল ছবি

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও তাঁর পরিবারের নামে থাকা গুলশানের ডুপ্লেক্স ফ্ল্যাটের ব্যবহৃত জিনিসপত্র নিলামে তোলার প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই লক্ষ্যে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের নির্দেশে একটি নিলাম কমিটি গঠন করা হয়েছে।

আজকের পত্রিকাকে বিষয়টি জানিয়েছেন নিলামসংক্রান্ত কমিটির সভাপতি দুদকের পরিচালক মো. মঞ্জুর মোর্শেদ। তিনি জানান, নিলাম আয়োজনের সব প্রক্রিয়া শেষ হয়েছে। শিগগির দুদক পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে নিলামের বিষয়টি জানাবে।

অবিশ্বাস্য সম্পদের তালিকা

ইতিমধ্যে ওই ফ্ল্যাট থেকে জব্দকৃত সম্পদের একটি বিস্তারিত তালিকা তৈরি করা হয়েছে। এই তালিকা দেখে নিলাম কমিটির সদস্যরা বিস্মিত হয়েছেন। তাঁদের বিশ্বাস করতে কষ্ট হয়েছে যে প্রজাতন্ত্রের একজন কর্মকর্তা ক্ষমতার অপব্যবহার করে এত পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করতে পারেন! দুর্নীতি দমন কমিশন (দুদক) ইতিমধ্যে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বেনজীরের বিরুদ্ধে মামলা করেছে।

কমিটির একজন সদস্য বলেন, ‘বেনজীরের ফ্ল্যাটে ব্যবহৃত জিনিসপত্র তালিকা করার সময় মনে হয়েছে, আমরা ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস ও তাঁর স্ত্রী ইমেলদা মার্কোসের সম্পদের তালিকা তৈরি করছি। আশির দশকে দুনিয়া কাঁপানো মার্কোস দম্পতির কথা মনে পড়ে গেল। ইমেলদা মার্কোসের জুতা, পোশাকসহ অন্য সামগ্রী নিয়ে তখন মুখরোচক সংবাদ পরিবেশিত হতো।’

বিপুল ব্যক্তিগত সামগ্রী

গুলশানের একটি ভবনের চারটি আলিশান ফ্ল্যাটকে একত্র করে বেনজীর দম্পতি এই ডুপ্লেক্স ফ্ল্যাট তৈরি করেন। এতে আধুনিক সব সুযোগ-সুবিধা রয়েছে। কমিটির ওই সদস্য জানান, বেনজীরের এই আলিশান ফ্ল্যাটের মালামালের জব্দ তালিকার ২৪৬টি আইটেমের মধ্যে কয়েকটি উল্লেখ করলেই পুরোটা সম্পর্কে ধারণা পাওয়া যাবে। শুধু একটি ফ্ল্যাটেই পাওয়া তাঁদের ব্যবহৃত সামগ্রীর মধ্যে রয়েছে:

১৯টি ফ্রিজ, ১০০ টন এসি, ৩০টি ব্লেজার, ৮টি স্যুট, ৭২২টি শার্ট, ২২৪টি পাঞ্জাবি, ৪৭টি পাজামা, ৮৮ জোড়া স্যান্ডেল, ৩৫ জোড়া কেডস, ৩৮ জোড়া জুতা, ৪৯৪টি শাড়ি, ২৫০ সেট থ্রি-পিস, ৪৯৬টি সালোয়ার-কামিজ, ৬৫টি ব্লাউজ, ২১২টি জামা, ৫৬টি জ্যাকেট, ১০৯টি বেডশিট, ৭৫টি ভ্যানিটি ব্যাগ, ৬২২টি লেডিস টপস, ১১টি সোয়েটার (পুরুষ), ৩৪টি সোয়েটার (লেডিস), ৩৫৫টি লেডিস প্যান্ট, ২৮ লেডিস টি-শার্ট, ৫৮টি নাইট ড্রেস, ৩৪৭টি ওড়না, ৮৯টি শাল, ১৩২টি শীতের জামা, ১৬টি লেহেঙ্গা, ৩৪টি সানগ্লাস ও ৬৭টি ট্রাউজার।

তবে ফ্ল্যাটের খাট, ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল, সোফা, চেয়ার, আলমারি, ওয়ার্ডরোবসহ মূল্যবান সামগ্রী এই প্রাথমিক নিলামের বাইরে রাখা হয়েছে। এগুলোর বিষয়ে পরবর্তী সময়ে আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

নিলাম কমিটি

আদালত কর্তৃক গঠিত নিলাম কমিটিতে দুদকের সম্পদ ব্যবস্থাপনা ইউনিটের পরিচালককে সভাপতি করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের একজন প্রতিনিধি, বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালকের একজন প্রতিনিধি এবং ইস্পাত প্রকৌশল অধিদপ্তরের চেয়ারম্যানের একজন প্রতিনিধি। দুদকের উপপরিচালক (সম্পদ ব্যবস্থাপনা) সদস্যসচিবের দায়িত্ব পালন করছেন।

বেনজীরের অর্থ পাচার ও দেশত্যাগ

আওয়ামী লীগ সরকারের পতনের আগেই ২০২৪ সালের ৪ মে মিথ্যা ঘোষণায় নতুন পাসপোর্ট বানিয়ে বেনজীর আহমেদ স্ত্রী-কন্যাদের নিয়ে গোপনে দেশ ছাড়েন। দুদক তদন্ত ও নিলাম কমিটির সদস্যদের মতে, বেনজীর দম্পতি গোপনে পালিয়ে যাওয়ার সময় ব্যাগভর্তি স্বর্ণালংকার, টাকা ও বৈদেশিক মুদ্রা নিয়ে গেছেন। ইতিমধ্যে দুদক ১১ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা পাচারের অভিযোগে বেনজীরের বিরুদ্ধে মামলা করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে পলাতক আসামি

বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে ‘শালীন’ পোশাক-হিজাব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত