এক কিশোরীর জীবনে ঘটে যাওয়া ভুল এবং এরপর অনুতপ্ত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে বানানো হয়েছে নাটক ‘রিগ্রেট’। নির্মাতা তৌহিদ হক বলেন, ‘গল্পটি সম্পূর্ণ নারীকেন্দ্রিক। আমি একজন মা ও মেয়ের গল্প বলতে চেয়েছি। একজন মায়ের সংগ্রাম এই নাটকের প্রধান বিষয়। এতে সমাজের বাস্তবচিত্র তুলে ধরা হয়েছে।’
গত ২৭ ও ২৮ অক্টোবর রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানের আশপাশের এলাকায় হয় এই নাটকের শুটিং হয়। তৌহিদ হকের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন তরুণ অভিনেত্রী সাদিয়া আয়মান ও গুণী অভিনেত্রী মনিরা মিঠু।
নাটকটি সম্পর্কে সাদিয়া আয়মান আজকের পত্রিকাকে বলেন, ‘এটা মা এবং মেয়ের গল্প। একজন টিনেজার মেয়ের জীবনে নেওয়া অনেক ভুল সিদ্ধান্তের খেসারতের গল্প “রিগ্রেট”। টিনএজ বয়সে অনেকেই পরিবারকে অবহেলা করে এবং অনেক ভুল সিদ্ধান্ত নেয়। পরিবারের কাছের মানুষদেরও তখন তাদের শত্রু মনে হয়। আমার মনে হয় গল্পটা প্রতিটি টিনেজারের দেখা উচিত।’
‘রিগ্রেট’ নাটকটি নির্মাণের পেছনে রয়েছে আরেকজন মায়ের সংগ্রামের গল্প। নির্মাতা তৌহিদ হক জানান, এটি তাঁর পরিচালিত প্রথম নাটক। আর এই নাটক প্রযোজনা করেছেন তাঁর মা। নাটক নির্মাণে সব টাকা দিয়েছেন তিনি। তৌহিদ বলেন, ‘আমি যখন কোনো প্রযোজকের কাছে যাই, তারা আমার ওপরে ভরসা পাননি। কিন্তু মা আমাকে সেই ভরসা দিয়েছেন। মায়ের অনেক দিনের স্বপ্ন, ছেলে একদিন বড় নির্মাতা হবে। মা তার জমানো টাকা দিয়ে বলেন, তুই নাটক বানা।’
নাটকটিতে আরও অভিনয় করেছেন—হিন্দোল রায়, রকি খান, সোহেল তৌফিক প্রমুখ।
এক কিশোরীর জীবনে ঘটে যাওয়া ভুল এবং এরপর অনুতপ্ত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে বানানো হয়েছে নাটক ‘রিগ্রেট’। নির্মাতা তৌহিদ হক বলেন, ‘গল্পটি সম্পূর্ণ নারীকেন্দ্রিক। আমি একজন মা ও মেয়ের গল্প বলতে চেয়েছি। একজন মায়ের সংগ্রাম এই নাটকের প্রধান বিষয়। এতে সমাজের বাস্তবচিত্র তুলে ধরা হয়েছে।’
গত ২৭ ও ২৮ অক্টোবর রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানের আশপাশের এলাকায় হয় এই নাটকের শুটিং হয়। তৌহিদ হকের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন তরুণ অভিনেত্রী সাদিয়া আয়মান ও গুণী অভিনেত্রী মনিরা মিঠু।
নাটকটি সম্পর্কে সাদিয়া আয়মান আজকের পত্রিকাকে বলেন, ‘এটা মা এবং মেয়ের গল্প। একজন টিনেজার মেয়ের জীবনে নেওয়া অনেক ভুল সিদ্ধান্তের খেসারতের গল্প “রিগ্রেট”। টিনএজ বয়সে অনেকেই পরিবারকে অবহেলা করে এবং অনেক ভুল সিদ্ধান্ত নেয়। পরিবারের কাছের মানুষদেরও তখন তাদের শত্রু মনে হয়। আমার মনে হয় গল্পটা প্রতিটি টিনেজারের দেখা উচিত।’
‘রিগ্রেট’ নাটকটি নির্মাণের পেছনে রয়েছে আরেকজন মায়ের সংগ্রামের গল্প। নির্মাতা তৌহিদ হক জানান, এটি তাঁর পরিচালিত প্রথম নাটক। আর এই নাটক প্রযোজনা করেছেন তাঁর মা। নাটক নির্মাণে সব টাকা দিয়েছেন তিনি। তৌহিদ বলেন, ‘আমি যখন কোনো প্রযোজকের কাছে যাই, তারা আমার ওপরে ভরসা পাননি। কিন্তু মা আমাকে সেই ভরসা দিয়েছেন। মায়ের অনেক দিনের স্বপ্ন, ছেলে একদিন বড় নির্মাতা হবে। মা তার জমানো টাকা দিয়ে বলেন, তুই নাটক বানা।’
নাটকটিতে আরও অভিনয় করেছেন—হিন্দোল রায়, রকি খান, সোহেল তৌফিক প্রমুখ।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় শোকে কাতর পুরো দেশ। এমন মর্মান্তিক ঘটনায় ব্যথিত হয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা সিমলাও। আজ বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় মহাখালীর রাওয়া কনভেনশন হলে গণমাধ্যমের সামনে কান্নায় ভেঙে পড়েন এই অভিনেত্রী।
২ ঘণ্টা আগেআজ বুধবার সন্ধ্যায় ফেসবুকে নুসরাত ফারিয়া লেখেন, ‘ডিপ্রেশন আর ট্রমা কল্পনার কিছু না, এগুলো বাস্তব, নিঃশব্দ, কিন্তু ভেতর থেকে ধ্বংস করে দেয়। অনেক সময় এসব শুরু হয় ছোটবেলায়, আর একটিমাত্র ঘটনা বদলে দিতে পারে গোটা জীবন।
৪ ঘণ্টা আগেরাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ব্যান্ড তারকা নগর বাউল জেমস। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় জেমসের একটি কনসার্টের আয়ের অংশবিশেষ দেওয়া হবে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের।
৯ ঘণ্টা আগেসীমা বিশ্বাসের চরিত্রের সাজপোশাক দেখে অনুমান করা যাচ্ছে, সিনেমায় তাঁকে শেখ হাসিনার চরিত্রে দেখা যাবে। তাঁর অভিব্যক্তি, পরনের ঢাকাই জামদানি শাড়ি এবং মাথায় ঘোমটা দেওয়ার ধরনে তেমনটাই ধারনা করা হচ্ছে।
৯ ঘণ্টা আগে