পরশুরামে প্রচার নেই টিসিবির ট্রাক ক্রেতাশূন্য
পরশুরাম পৌর এলাকার অনুমোদিত ডিলার সুজন স্টোরের স্বত্বাধিকারী সুজন চৌধুরী আজকের পত্রিকাকে জানান, পণ্যভর্তি টিসিবির ট্রাকসহ মাঠে অপেক্ষা করলেও কেউ আসেনি। সরকারি বরাদ্দ অনুযায়ী ১ হাজার ৮৬২ প্যাকেট তৈরি করে রাখেন। কিন্তু সোমবার সারা দিন মাত্র ৬-৭ শ ফ্যামিলি কার্ড দিয়ে টিসিবির পণ্য সংগ্রহ করেছেন। বাকি পণ