পরশুরাম (ফেনী) প্রতিনিধি
ফেনীর পরশুরাম উপজেলায় বোরো ধান কাটার শ্রমিকের চরম সংকট দেখা দিয়েছে। সময়মতো ধান কাটতে পারছেন না অনেক কৃষক। ফলে উপজেলায় ধানের ভালো ফলন হলেও শঙ্কায় রয়েছেন তাঁরা। এতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে স্থানীয় কয়েক হাজার কৃষককে। এদিকে এক মণ ধানের দামেও একজন শ্রমিক পাওয়া যায় না বলে জানান কৃষক।
উপজেলার মির্জানগর ইউনিয়নের সত্যনগর গ্রামে গিয়ে দেখা যায়, কৃষক আবুল কাশেম ৫ থেকে ৬ জন শ্রমিক নিয়ে বোরো ধান কাটছেন। তিনি বলেন, ধান কাটার শ্রমিক পাওয়া খুব কষ্টের। ধান কাটার শ্রমিকের উচ্চমূল্য। শ্রমিকদের মাথাপিছু ১ হাজার ২০০ টাকা দেওয়া লাগে। তারপর খাবার তো আছে। আগামী মৌসুমে আর বোরো চাষাবাদ করবেন না বলে তিনি জানান।
গত বৃহস্পতিবার ও শনিবার উপজেলার বিভিন্ন বাজারে গিয়ে দেখা গেছে, শ্রমিক-সংকটের কারণে যে ক’জন শ্রমিক আছেন, তাঁরা ১ হাজার ২০০ টাকা করে ধান কাটতে রাজি হচ্ছেন না।
এদিকে গত এক সপ্তাহ ধরে এক মণ ধান বিক্রি করছেন ৬৮০ টাকায়। অথচ একজন শ্রমিক ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা করে নেন। এতে কৃষকেরা চরম লোকসানের কারণে দিশেহারা হয়ে পড়েছেন।
ধান কাটার শ্রমিক কবির আহাম্মদ বলেন, তিনি দৈনিক ১ হাজার ২০০ টাকা করে ধান কাটতে ৫ দিনের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। দুপুরে ও রাতে ভাত খাওয়া আর সকালের নাশতাও মালিক বহন করবেন।
পরশুরাম ডাকবাংলো মোড় এলাকার ধান ব্যবসায়ী আবদুল কাইয়ুম বলেন, তিনি প্রতি মণ ধান ৬৮০ টাকা করে কিনছেন। ধানের চাহিদা না থাকায় ধানের দাম হঠাৎ কমে গেছে। এ ছাড়া শ্রমিক খরচও ওই টাকা থেকে বাদ যাবে।
উপজেলার পৌর এলাকার কৃষক নজরুল ইসলাম বলেন, বাজারে প্রতি মণ ধান বিক্রি হচ্ছে ৬৮০ থেকে সর্বোচ্চ ৭০০ টাকায়। কিন্তু শ্রমিকদের জনপ্রতি মজুরি দিতে হচ্ছে ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা। সঙ্গে দুই বেলা খাবার। এতে গৃহস্থের শুধু ধান কাটাতেই চরম লোকসান গুনতে হচ্ছে।
নজরুল ইসলাম আরও বলেন, অন্যান্য খরচ-জমি চাষ, সেচ, চারা, সার, কীটনাশক ও শ্রমিক খরচ তো আছেই। এতে তাঁর ৪০ শতক জমিতে প্রায় ২ থেকে ৩ হাজার টাকা করে লোকসান হচ্ছে।
পরশুরাম উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, পরশুরাম উপজেলায় চলতি বছর ৩ হাজার ৩৭০ হেক্টর জমিতে হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। কৃষি কর্মকর্তা জানান এবার ভালো ফলনও হয়েছে।
উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা দেব রঞ্জন বণিক বলেন, বোরো আবাদের জন্য সবকিছুই অনুকূলে ছিল। বিদ্যুৎ, পানি, সার, বীজ কোনো কিছুরই সমস্যা ছিল না। চলতি মৌসুমে ধানের ফলনও ভালো হয়েছে।
উপসহকারী কৃষি কর্মকর্তা দেব রঞ্জন বণিক আরও বলেন, বোরো ধানের দাম কম থাকায় কৃষকদের ধান ভালোভাবে শুকিয়ে সংরক্ষণ করার পরামর্শ দিচ্ছি। যাতে তাঁরা সংরক্ষিত ধান পরে বিক্রি করে দামটা ভালো পান। আর শ্রমিকের সংকট থাকায় কম্বাইন হারভেস্টার মেশিনে কৃষকদের সহজভাবে ধান কাটা, মাড়াই, বস্তা প্যাকেটজাতকরণের পরামর্শ দেওয়া হচ্ছে বলে তিনি জানান।
ফেনীর পরশুরাম উপজেলায় বোরো ধান কাটার শ্রমিকের চরম সংকট দেখা দিয়েছে। সময়মতো ধান কাটতে পারছেন না অনেক কৃষক। ফলে উপজেলায় ধানের ভালো ফলন হলেও শঙ্কায় রয়েছেন তাঁরা। এতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে স্থানীয় কয়েক হাজার কৃষককে। এদিকে এক মণ ধানের দামেও একজন শ্রমিক পাওয়া যায় না বলে জানান কৃষক।
উপজেলার মির্জানগর ইউনিয়নের সত্যনগর গ্রামে গিয়ে দেখা যায়, কৃষক আবুল কাশেম ৫ থেকে ৬ জন শ্রমিক নিয়ে বোরো ধান কাটছেন। তিনি বলেন, ধান কাটার শ্রমিক পাওয়া খুব কষ্টের। ধান কাটার শ্রমিকের উচ্চমূল্য। শ্রমিকদের মাথাপিছু ১ হাজার ২০০ টাকা দেওয়া লাগে। তারপর খাবার তো আছে। আগামী মৌসুমে আর বোরো চাষাবাদ করবেন না বলে তিনি জানান।
গত বৃহস্পতিবার ও শনিবার উপজেলার বিভিন্ন বাজারে গিয়ে দেখা গেছে, শ্রমিক-সংকটের কারণে যে ক’জন শ্রমিক আছেন, তাঁরা ১ হাজার ২০০ টাকা করে ধান কাটতে রাজি হচ্ছেন না।
এদিকে গত এক সপ্তাহ ধরে এক মণ ধান বিক্রি করছেন ৬৮০ টাকায়। অথচ একজন শ্রমিক ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা করে নেন। এতে কৃষকেরা চরম লোকসানের কারণে দিশেহারা হয়ে পড়েছেন।
ধান কাটার শ্রমিক কবির আহাম্মদ বলেন, তিনি দৈনিক ১ হাজার ২০০ টাকা করে ধান কাটতে ৫ দিনের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। দুপুরে ও রাতে ভাত খাওয়া আর সকালের নাশতাও মালিক বহন করবেন।
পরশুরাম ডাকবাংলো মোড় এলাকার ধান ব্যবসায়ী আবদুল কাইয়ুম বলেন, তিনি প্রতি মণ ধান ৬৮০ টাকা করে কিনছেন। ধানের চাহিদা না থাকায় ধানের দাম হঠাৎ কমে গেছে। এ ছাড়া শ্রমিক খরচও ওই টাকা থেকে বাদ যাবে।
উপজেলার পৌর এলাকার কৃষক নজরুল ইসলাম বলেন, বাজারে প্রতি মণ ধান বিক্রি হচ্ছে ৬৮০ থেকে সর্বোচ্চ ৭০০ টাকায়। কিন্তু শ্রমিকদের জনপ্রতি মজুরি দিতে হচ্ছে ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা। সঙ্গে দুই বেলা খাবার। এতে গৃহস্থের শুধু ধান কাটাতেই চরম লোকসান গুনতে হচ্ছে।
নজরুল ইসলাম আরও বলেন, অন্যান্য খরচ-জমি চাষ, সেচ, চারা, সার, কীটনাশক ও শ্রমিক খরচ তো আছেই। এতে তাঁর ৪০ শতক জমিতে প্রায় ২ থেকে ৩ হাজার টাকা করে লোকসান হচ্ছে।
পরশুরাম উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, পরশুরাম উপজেলায় চলতি বছর ৩ হাজার ৩৭০ হেক্টর জমিতে হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। কৃষি কর্মকর্তা জানান এবার ভালো ফলনও হয়েছে।
উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা দেব রঞ্জন বণিক বলেন, বোরো আবাদের জন্য সবকিছুই অনুকূলে ছিল। বিদ্যুৎ, পানি, সার, বীজ কোনো কিছুরই সমস্যা ছিল না। চলতি মৌসুমে ধানের ফলনও ভালো হয়েছে।
উপসহকারী কৃষি কর্মকর্তা দেব রঞ্জন বণিক আরও বলেন, বোরো ধানের দাম কম থাকায় কৃষকদের ধান ভালোভাবে শুকিয়ে সংরক্ষণ করার পরামর্শ দিচ্ছি। যাতে তাঁরা সংরক্ষিত ধান পরে বিক্রি করে দামটা ভালো পান। আর শ্রমিকের সংকট থাকায় কম্বাইন হারভেস্টার মেশিনে কৃষকদের সহজভাবে ধান কাটা, মাড়াই, বস্তা প্যাকেটজাতকরণের পরামর্শ দেওয়া হচ্ছে বলে তিনি জানান।
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
১৪ দিন আগে‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫